আলেকজান্দ্রিয়া প্রটোকলের উপর ভিত্তি করে গঠিত হয় -
A
আফ্রিকান ইউনিয়ন
B
ওআইসি
C
আরব লীগ
D
লীগ অব নেশনস
উত্তরের বিবরণ
আরব লীগ সম্পর্কিত তথ্যগুলো নিম্নরূপ রিরাইট করা হলো। আরব লীগ হলো মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন, যা সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করতে কাজ করে।
-
প্রতিষ্ঠার ভিত্তি: ৭ অক্টোবর, ১৯৪৪ সালে স্বাক্ষরিত আলেকজান্দ্রিয়া প্রটোকল
-
গঠন: ১৯৪৫ সালের ২২ মার্চ
-
সদর দপ্তর: কায়রো, মিশর
-
মিশরের বহিষ্কার: ১৯৭৯ সালে মিশরের সঙ্গে ইসরায়েলের শান্তি চুক্তি (ক্যাম্প ডেভিড চুক্তি) জেরে
-
সদর দপ্তরের স্থানান্তর: কায়রো থেকে তিউনিসে (তিউনিসিয়া)
-
মিশরের পুনরায় সদস্যপদ: ১৯৮৯
-
সদর দপ্তরের পুনঃস্থাপন: ১৯৯০ সালে কায়রো

0
Updated: 1 day ago