নিচের কোনটি ASEAN ভুক্ত দেশ নয়?
A
ব্রুনাই
B
নেপাল
C
লাওস
D
সিঙ্গাপুর
উত্তরের বিবরণ
ASEAN সম্পর্কিত তথ্যগুলো নিম্নরূপ রিরাইট করা হলো। ASEAN (Association of Southeast Asian Nations) হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
-
প্রতিষ্ঠাকাল: ১৯৬৭
-
সদর দপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া
-
বর্তমান সদস্য সংখ্যা: ১০টি
-
সদস্য দেশসমূহ: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া
-
উল্লেখ্য: নেপাল ASEAN ভুক্ত দেশ নয়

0
Updated: 1 day ago
নিচের কোন দেশটি ASEAN জোটভুক্ত নয়?
Created: 1 week ago
A
লাওস
B
হংকং
C
ভিয়েতনাম
D
কম্বােডিয়া
দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জোট হলো ASEAN (Association of Southeast Asian Nations), যা অঞ্চলের দেশগুলোর মধ্যে সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধি করার জন্য কাজ করে।
এটি ৮ আগস্ট, ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সদরদপ্তর অবস্থিত ইন্দোনেশিয়ার জাকার্তায়। আসিয়ানের বর্তমান সদস্য দেশ সংখ্যা ১০টি, যা হলো:
-
মালয়েশিয়া
-
থাইল্যান্ড
-
ফিলিপাইন
-
সিঙ্গাপুর
-
ইন্দোনেশিয়া
-
ব্রুনাই
-
ভিয়েতনাম
-
লাওস
-
মিয়ানমার
-
কম্বোডিয়া (সর্বশেষ যোগ হওয়া সদস্য)
এছাড়া, এশিয়া মহাদেশের অন্যতম প্রধান বানিজ্য কেন্দ্র হলো হংকং।

0
Updated: 1 week ago
কোনটি জাতিসংঘের সহযোগী নয়?
Created: 3 weeks ago
A
আইএলও
B
হু (WHO)
C
ASEAN (আশিয়ান)
D
উপরের সবকটি
ASEAN
-
ASEAN এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations।
-
এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট।
-
প্রতিষ্ঠার তারিখ: ৮ আগস্ট, ১৯৬৭।
-
সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
-
বর্তমান সদস্য দেশ সংখ্যা: ১০টি।
-
সদস্য দেশগুলো:
-
মালয়েশিয়া
-
থাইল্যান্ড
-
ফিলিপাইন
-
সিঙ্গাপুর
-
ইন্দোনেশিয়া
-
ব্রুনাই
-
ভিয়েতনাম
-
লাওস
-
মিয়ানমার
-
কম্বোডিয়া
-
-
বর্তমান ASEAN সভাপতি দেশ: ইন্দোনেশিয়া।
-
ASEAN আঞ্চলিক ফোরাম (ARF) এর সদস্য সংখ্যা: ২৭টি দেশ।
-
উল্লেখযোগ্য: বাংলাদেশ ARF-এর সদস্য।
-
অন্যান্য তথ্য:
-
ILO (International Labour Organization) এবং WHO (World Health Organization) হলো জাতিসংঘের সহযোগী সংস্থা।
উৎস: ASEAN অফিসিয়াল ওয়েবসাইট

0
Updated: 3 weeks ago
নিচের কোনটি ASEAN-এর সদস্য নয়? [ আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
মালয়েশিয়া
B
ফিলিপাইন
C
শ্রীলংকা
D
ব্রুনাই
ASEAN (Association of Southeast Asian Nations)
-
প্রকার ও অঞ্চল:
-
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট
-
লক্ষ্য: আঞ্চলিক সহযোগিতা ও অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক উন্নয়ন
-
-
ইতিহাস ও প্রতিষ্ঠা:
-
প্রতিষ্ঠাকাল: ৮ আগস্ট, ১৯৬৭
-
স্থান: ব্যাংকক, থাইল্যান্ড (Bangkok Declaration স্বাক্ষরের মাধ্যমে)
-
প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ: ৫টি — থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন
-
-
সদস্যতা ও সদরদপ্তর:
-
বর্তমান সদস্য দেশ: ১০টি (আগস্ট, ২০২৫)
-
নতুন সদস্য দেশ: ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার, কম্বোডিয়া
-
সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া
-
বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (জাকার্তা)
-
উল্লেখ্য: শ্রীলঙ্কা ASEAN-এর সদস্য নয়
-
উৎস: ASEAN ওয়েবসাইট

0
Updated: 1 month ago