নিচের কোন দুটি দেশ বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্রের অধিকারী? (সেপ্টেম্বর, ২০২৫)
A
যুক্তরাষ্ট্র ও চীন
B
রাশিয়া ও উত্তর কোরিয়া
C
চীন ও ভারত
D
যুক্তরাষ্ট্র ও রাশিয়া
উত্তরের বিবরণ
পারমাণবিক অস্ত্রধারী দেশ সম্পর্কিত তথ্যগুলো নিম্নরূপ রিরাইট করা হলো। বিশ্বের ৯টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
-
২০২৫ সালের শুরুতে অনুমান করা হয় এই ৯টি দেশের হাতে মোট ১২,২৪১টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে
-
বিশ্বে মোট পারমাণবিক অস্ত্রের ৮৭ শতাংশ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার অস্ত্রাগারে আছে
-
এই দুই দেশ প্রায় ৮৩ শতাংশ পারমাণবিক যুদ্ধাস্ত্র নিয়ন্ত্রণ করে, যা বাস্তবে মোতায়েন বা সক্রিয় অবস্থায় রয়েছে
-
বাকি ১৩ শতাংশ অস্ত্র রয়েছে ব্রিটেন, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া ও ইসরায়েলের হাতে
-
আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্র প্রায় ১,৪১৯টি এবং রাশিয়া প্রায় ১,৫৪৯টি কৌশলগত পারমাণবিক যুদ্ধাস্ত্র শতাধিক বোমারু বিমান ও ক্ষেপণাস্ত্রে মোতায়েন করে রেখেছে

0
Updated: 1 day ago
ফেডারেল সিকিউরিটি সার্ভিস (FSB) কোন দেশের গোয়েন্দা সংস্থা ?
Created: 5 days ago
A
জার্মানি
B
রাশিয়া
C
শ্রীলংকা
D
যুক্তরাষ্ট্র
FSB (The Federal Security Service) হলো রাশিয়ার প্রধান গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা। এটি সোভিয়েত সময়ে KGB (Committee for State Security) নামে পরিচিত ছিল।
সংগঠনের ইতিহাস ও কার্যক্রম:
-
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্তির পর, ১৯৯৪-৯৫ সালে সংস্থার নাম হয় Federal Counterintelligence Service (FSK)।
-
বর্তমানে FSB রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা, সীমান্ত অপরাধ, চোরাচালান, ফেডারেল আইন ভঙ্গ সংক্রান্ত তদন্ত ও অপরাধী সনাক্তকরণ ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে।
-
এটি ইউরোপের বৃহত্তম নিরাপত্তা সংস্থা হিসেবে বিবেচিত।
-
কেন্দ্রীয় দপ্তর: মস্কোর লুবিয়ানকা স্কোয়ার, যা আগে KGB সদর দপ্তর হিসেবে পরিচিত ছিল।
অন্যান্য দেশের গোয়েন্দা সংস্থা:
-
শ্রীলঙ্কা: National Intelligence Bureau (NIB)
-
যুক্তরাজ্য: SIS/MI6 (Secret Intelligence Service and Military Intelligence, Section 6)
-
ইসরায়েল: MOSSAD
উৎস:

0
Updated: 5 days ago
World Meters এর তথ্য অনুযায়ী, কোন দেশে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে? (সেপ্টেম্বর, ২০২৫)
Created: 1 day ago
A
অস্ট্রেলিয়া
B
রাশিয়া
C
ব্রাজিল
D
কানাডা
বনভূমি সম্পর্কিত তথ্যগুলো নিম্নরূপ রিরাইট করা হলো। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) অনুযায়ী, পৃথিবীর স্থলভাগের প্রায় এক-তৃতীয়াংশ বা ৪.৬ বিলিয়ন হেক্টর এলাকায় বনভূমি রয়েছে।
-
বনভূমির বড় অংশ কয়েকটি দেশে কেন্দ্রীভূত
-
রাশিয়ায় সবচেয়ে বেশি বনভূমি রয়েছে, যার পরিমাণ ৮১,৪৮,৪৮,৪৬০ হেক্টর
-
বিশ্বের মোট বনভূমির ২০.৪১ শতাংশ রাশিয়ার অন্তর্গত
-
রাশিয়ার বনভূমির বড় অংশ ফার ইস্টার্ন ফেডারেল অঞ্চলে অবস্থিত
-
দ্বিতীয় অবস্থানে রয়েছে সাইবেরিয়ান ফেডারেল অঞ্চল
-
এসব অঞ্চলের বনভূমিতে প্রধানত লার্চ, পাইন ও স্প্রুস জাতের গাছ দেখা যায়

0
Updated: 1 day ago
রাশিয়ার কুরস্ক নামক সাবমেরিনটির ওজন কত টন?
Created: 2 months ago
A
১২,৮০০ টন
B
১৩,৯০০ টন
C
১৪,২০০ টন
D
১৫,০০০ টন
রাশিয়ার কুরস্ক (Kursk) সাবমেরিন: এক গৌরবের নাম, এক করুণ অধ্যায়
কুরস্ক (K-141) ছিল একটি রাশিয়ান পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন, যার ওজন ছিল প্রায় ১৪,২০০ টন। এটি ২০০০ সালের ১২ আগস্ট রাশিয়ার উত্তরের বারেন্টস সাগরে ডুবে গিয়ে এক হৃদয়বিদারক বিপর্যয়ের জন্ম দেয়।
এই সাবমেরিনের নামকরণ ছিল একটি ঐতিহাসিক ঘটনার প্রতি শ্রদ্ধা জানিয়ে—দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সংঘটিত কুরস্ক যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের ৫০তম বার্ষিকী উপলক্ষে। ফলে এটি ছিল রাশিয়ার গৌরব ও বীরত্বের এক প্রতীক।
তবে সেই গর্বময় নামটি এক ভয়ংকর দুর্ঘটনার স্মারক হয়ে ওঠে। একটি রুটিন নৌ মহড়ার সময় সাবমেরিনটির ভেতরে বিস্ফোরণ ঘটে, যা মুহূর্তেই পুরো জাহাজটিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। এই মর্মান্তিক ঘটনায় ১১৮ জন সাহসী নাবিক প্রাণ হারান, যাঁরা সকলেই সাবমেরিনের অভ্যন্তরে অবস্থান করছিলেন।
তথ্যসূত্র:
i) BBC
ii) Mammoet

0
Updated: 2 months ago