নিচের কোন সংস্থাটি Soft Loan Window নামে পরিচিত?
A
IFC
B
IDB
C
IMF
D
IDA
উত্তরের বিবরণ
IDA সম্পর্কিত তথ্যগুলো নিম্নরূপ রিরাইট করা হলো। IDA (International Development Association) হলো একটি আন্তর্জাতিক সংস্থা, যা সহজ শর্তে ঋণ প্রদান করে এবং দারিদ্র্য নিয়ন্ত্রণ ও বিকাশে সহায়তা করে।
-
প্রতিষ্ঠাকাল: ২৪ সেপ্টেম্বর, ১৯৬০
-
সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র
-
সদস্য সংখ্যা: ১৭৪টি
-
উদ্দেশ্য: দারিদ্র্য নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়তা প্রদান
-
ঋণ নীতি: উন্নয়নশীল দেশগুলিকে সহজ শর্তে ঋণ প্রদান, তাই এটিকে 'International Soft Loan Window' বলা হয়
-
জরুরি সহায়তা: ২০০৭ সালে Crisis Response Window চালু করা হয়েছে

0
Updated: 1 day ago
বিশ্বব্যাংকের কোন সংস্থা উন্নয়নশীল দেশে স্বল্প সুদে ও সুদমুক্ত ঋণ প্রদান করে?
Created: 23 hours ago
A
IBRD
B
IFC
C
IDA
D
MIGA
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (IDA) বিশ্বব্যাংক গ্রুপের একটি অঙ্গসংস্থা যা বিশ্বের দরিদ্রতম দেশগুলোর উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করে থাকে। এটি স্বল্প আয়ের দেশগুলোকে বিশেষ সুবিধাযুক্ত শর্তে ঋণ প্রদান করে।
IDA-এর পূর্ণরূপ হলো International Development Association।
এটি প্রতিষ্ঠিত হয় ১৯৬০ সালে।
বর্তমানে এই সংস্থার সদস্য দেশের সংখ্যা ১৭৫টি।
সর্বশেষ সদস্য দেশ হিসেবে সুরিনাম যোগদান করেছে (আগস্ট ২০২৫ অনুযায়ী)।
সংস্থাটির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি.সি.-তে অবস্থিত।
IDA-এর মূল কাজ হলো নিম্ন-আয়ের দেশগুলোকে সহজ শর্তে, স্বল্প সুদে বা সুদমুক্ত ঋণ প্রদান করা।
এই সংস্থার ঋণের সুদের হার সাধারণত শূন্য বা নামমাত্র হয়।
ঋণ শোধের জন্য গ্রেস পিরিয়ডসহ মেয়াদ ৩০ থেকে ৪০ বছর পর্যন্ত বিস্তৃত করা হয়, যা দেশগুলোর জন্য আর্থিক চাপ কমাতে সাহায্য করে।

0
Updated: 23 hours ago