A
কুতুবদিয়া
B
সোনাদিয়া
C
সন্দ্বীপ
D
পূর্বাশা
উত্তরের বিবরণ
দক্ষিণ তালপট্টি দ্বীপ: একটি হারিয়ে যাওয়া ভূখণ্ড
‘পূর্বাশা’ নামে পরিচিত দ্বীপটির প্রকৃত নাম ছিল দক্ষিণ তালপট্টি, যা বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার উপকূলবর্তী অঞ্চলে বঙ্গোপসাগরের অগভীর মহীসোপানে গড়ে উঠেছিল।
এটি মূলত গঙ্গা-পদ্মা নদীব্যবস্থার বিভিন্ন শাখা নদী থেকে বহনকৃত পলিমাটির অবক্ষয়ের মাধ্যমে গঠিত হয়।
১৯৭০ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ের পর, হাড়িয়াভাঙ্গা নদীর মোহনার কাছাকাছি এই দ্বীপটি প্রথম দৃশ্যমান হয়। পরে ১৯৭১ সালের মধ্যভাগে ভারতের পশ্চিমবঙ্গ সরকার দ্বীপটির অস্তিত্ব সম্পর্কে অবগত হয় এবং সেটিকে ‘নিউমুর আইল্যান্ড’ বা ‘নিউ মুর’ নামে অভিহিত করে। ভারত এই দ্বীপের উপর তাদের সার্বভৌমত্ব দাবি করে এবং একে কখনো ‘নিউমুর’, কখনো ‘পূর্বাশা’ নামে ডাকত।
দক্ষিণ তালপট্টি দ্বীপটির আয়তন ছিল আনুমানিক ১০ বর্গকিলোমিটার। যদিও সময়ের পরিক্রমায়, এই ভূখণ্ডটি এখন আর অস্তিত্বে নেই—প্রাকৃতিক পরিবর্তনের ফলে এটি বিলীন হয়ে গেছে।
তথ্যসূত্র: বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি?
Created: 2 weeks ago
A
সেন্টমার্টিন
B
মহেশখালী
C
হাতিয়া
D
সন্দ্বীপ
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হলো সেন্টমার্টিন, যা স্থানীয়ভাবে নারিকেল জিঞ্জিরা নামে পরিচিত।
দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী, যেখানে অবস্থিত আদিনাথ পাহাড় এবং আদিনাথ মন্দির। কুতুবদিয়া দ্বীপে রয়েছে একটি বিখ্যাত বাতিঘর। আর সন্দ্বীপ দ্বীপটি প্রাচীনকালে বাণিজ্যিক জাহাজ তৈরির জন্য খ্যাত ছিল।
তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন ও বাংলাপিডিয়া।

0
Updated: 2 weeks ago
সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার?
Created: 1 week ago
A
৮
B
১০
C
১২
D
১৪
সেন্টমার্টিন দ্বীপ
সেন্টমার্টিন দ্বীপ বাংলাদেশের দক্ষিণ প্রান্তে, বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত একটি ছোট প্রবালদ্বীপ। এটি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার উপকূল থেকে আনুমানিক ৯ কিলোমিটার দক্ষিণে এবং মিয়ানমারের উপকূল থেকে প্রায় ৮ কিলোমিটার পশ্চিমে, নাফ নদীর মোহনায় অবস্থিত।
দ্বীপটি নারিকেলের প্রাচুর্যের কারণে স্থানীয়দের মধ্যে "নারিকেল জিঞ্জিরা" নামেও পরিচিত। এর ভৌগোলিক অবস্থান ২০°৩৪´ থেকে ২০°৩৯´ উত্তর অক্ষাংশ এবং ৯২°১৮´ থেকে ৯২°২১´ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে।
বিভিন্ন সূত্রে আয়তনের পার্থক্য
-
টেকনাফ উপজেলা ওয়েবসাইট অনুযায়ী, দ্বীপটির আয়তন ১৭ বর্গ কিলোমিটার।
-
কক্সবাজার জেলা ওয়েবসাইট জানায়, এটি প্রায় ৮ বর্গ কিলোমিটার এবং উত্তর-দক্ষিণে লম্বাটে।
-
সময় নিউজ তাদের প্রতিবেদনে উল্লেখ করে, দ্বীপটি ৭.৩ কিলোমিটার দীর্ঘ এবং আয়তন প্রায় ৮ বর্গ কিলোমিটার।
-
প্রথম আলো-র তথ্যমতে, সরকারি হিসেবে দ্বীপের আয়তন ১৩ বর্গ কিলোমিটার হলেও গবেষণায় তা ৮ বর্গ কিলোমিটার বলা হয়েছে।
বিভিন্ন সূত্র থেকে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেলেও অধিকাংশ নির্ভরযোগ্য প্রতিবেদনে সেন্টমার্টিন দ্বীপের আয়তন ৮ বর্গ কিলোমিটার হিসেবে উল্লেখ করা হয়েছে।
তবে পরীক্ষায় নির্ভরযোগ্য তথ্য না থাকলে, বিকল্প হিসেবে ১৩ বা ১৭ বর্গ কিলোমিটার উত্তর হিসেবে বেছে নেওয়া যেতে পারে — প্রশ্নের অপশন অনুসারে।
তথ্যসূত্র: টেকনাফ উপজেলা ওয়েবসাইট, কক্সবাজার জেলা ওয়েবসাইট, সময় নিউজ এবং দৈনিক প্রথম আলো।

0
Updated: 1 week ago