রাজারবাগ পুলিশ লাইনে অবস্থিত 'দুর্জয়' ভাস্কর্যটির স্থপতি কে?
A
নভেরা আহমেদ
B
হামিদুজ্জামান খান
C
মৃণাল হক
D
কামরুল হাসান
উত্তরের বিবরণ
রাজারবাগ পুলিশ লাইনে অবস্থিত 'দুর্জয়' ভাস্কর্যটির শিল্পী মৃণাল হক।
মৃণাল হকের অন্যান্য উল্লেখযোগ্য ভাস্কর্যসমূহ:
-
'বলাকা' – মতিঝিল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে
-
'রত্নদ্বীপ'
-
'রাজসিক' – হোটেল শেরাটনের সামনে
-
'জননী ও গর্বিত বর্ণমালা' – পরীবাগ মোড়ে
-
'কোতোয়াল' – ইস্কাটন
-
'ময়ূর' – সাতরাস্তায়
-
ভাস্কর্য – এয়ারপোর্ট গোল চত্বর
-
'অতলান্তিকে বসতি' – নৌ সদর দপ্তরের সামনে
0
Updated: 1 month ago
‘স্বোপার্জিত স্বাধীনতা’ স্থাপত্যটির স্থপতি কে?
Created: 2 weeks ago
A
আবদুল্লাহ খালিদ
B
শামীম সিকদার
C
হাশেম খান
D
আবু জাফর
“স্বোপার্জিত স্বাধীনতা” বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মরণে শামীম সিকদার নির্মিত একটি বিখ্যাত ভাস্কর্য। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে অবস্থিত। একাত্তরের শহীদদের স্মরণে তিনি ১৯৮৭-৮৮ সালে এটি নির্মাণ করেন।
0
Updated: 2 weeks ago
'অপরাজেয় বাংলা' ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
Created: 2 months ago
A
ঢাকা বিশ্ববিদ্যালয়ে
B
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
C
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
D
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
অপরাজেয় বাংলা
-
প্রকৃতি: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মরণে নিবেদিত ভাস্কর্য
-
অবস্থান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে
-
নির্মাতা: মুক্তিযোদ্ধা ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদ
-
নামকরণ: মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সালেহ চৌধুরী
-
নির্মাণকাল: ১৯৭৩ সালে শুরু, ১৯৭৯ সালের ১৬ ডিসেম্বর উদ্বোধন (বিজয় দিবস)
-
মাপ: ৬ ফুট বেদির উপর নির্মিত, উচ্চতা ১২ ফুট, প্রস্থ ৮ ফুট, ব্যাস ৬ ফুট
-
বিশেষত্ব:
-
তিনজন মুক্তিযোদ্ধার প্রতিচ্ছবি
-
ছাত্রসমাজসহ সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের অংশগ্রহণের দৃশ্য চিত্রায়িত
-
প্রতিচ্ছবিগুলো অন্যায় ও বৈষম্য দূর করে দেশে সাম্য প্রতিষ্ঠার প্রতীক
-
0
Updated: 2 months ago
হোসেনী দালান কে নির্মাণ করেন?
Created: 2 months ago
A
মীর মুরাদ
B
ইসলাম খান
C
মীর জুমলা
D
শায়েস্তা খান
হোসেনী দালান
-
অবস্থান: পুরানো ঢাকায়, শিয়া সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ ইমারত।
-
নির্মাণকাল: মুঘল আমলে; শাহ সুজার শাসনকালে জনৈক মীর মুরাদ প্রথম এ ইমারত নির্মাণ করেন বলে মনে করা হয়।
-
উদ্দেশ্য:
-
প্রতি বছর ৬১ হিজরির ১০ মুহররম তারিখে কারবালার যুদ্ধে আল-হোসেনের শহীদত্ব স্মরণ করা।
-
শিয়া সম্প্রদায়ের মধ্যে প্রচলিত এই রীতি অনুসরণ করা।
-
-
শাহ সুজা নিজে সুন্নি মুসলমান হলেও শিয়াদের রীতিনীতি পৃষ্ঠপোষকতা করতে আগ্রহী ছিলেন।
-
প্রেরণা: সৈয়দ মুরাদ এক স্বপ্নে আল হোসেনকে একটি ‘তাজিয়াখানা’ নির্মাণ করতে দেখে এবং এই ইমারত নির্মাণে উৎসাহিত হন।
-
নামকরণ: মীর মুরাদ ইমারতের নাম দেন হোসেনী দালান।
-
গঠন: প্রাথমিকভাবে ছোট্ট একটি স্থাপনা।
-
পুনর্নির্মাণ ও সংস্কার:
-
১৮০৭ ও ১৮১০ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্যোগে সংস্কার।
-
১৮৯৭ সালের ভূমিকম্পের পর কিছু অংশ নতুন করে পুনর্নির্মাণ।
-
উৎস: বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago