'সোয়াচ অব নো গ্রাউন্ড' কী নামে পরিচিত?
A
সুন্দরবন খাদ
B
গঙ্গা খাদ
C
পদ্মা খাদ
D
বঙ্গ খাদ
উত্তরের বিবরণ
সোয়াচ অব নো গ্রাউন্ড সম্পর্কিত তথ্যগুলো নিম্নরূপ রিরাইট করা হলো। সোয়াচ অব নো গ্রাউন্ড হলো খাদ আকৃতির একটি সামুদ্রিক অববাহিকা বা গিরিখাত, যা বঙ্গোপসাগরের মহীসোপানকে কৌণিকভাবে অতিক্রম করেছে।
-
এটি গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপের পশ্চিমে অবস্থিত
-
গঙ্গা খাদ নামেও পরিচিত
-
পৃথিবীর অন্যান্য স্থানে এ ধরনের খাদও পাওয়া যায়, যেমন:
-
সিন্ধু নদীর মোহনার কাছে সিন্ধু খাদ
-
মিসিসিপি বদ্বীপের পশ্চিম পাশে মিসিসিপি খাদ
-

0
Updated: 1 day ago