সংবিধানের কোন অনুচ্ছেদে 'রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন' উল্লেখ রয়েছে?
A
২৮ (২) নং অনুচ্ছেদে
B
২৭ নং অনুচ্ছেদে
C
২৬ নং অনুচ্ছেদে
D
৩২ নং অনুচ্ছেদে
উত্তরের বিবরণ
সংবিধান সম্পর্কিত তথ্যগুলো নিম্নরূপ রিরাইট করা হলো। সংবিধানের ২৮ (২) নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী-পুরুষ সমান অধিকার লাভ করবেন।
-
২৮ (১) নং অনুচ্ছেদ: কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করবে না
-
২৮ (২) নং অনুচ্ছেদ: রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে
-
২৮ (৩) নং অনুচ্ছেদ: কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষভেদ বা জন্মস্থানের কারণে জনগণের কোনো বিনোদন বা বিশ্রামের স্থানে প্রবেশ বা শিক্ষা-প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে কোনো নাগরিককে অক্ষমতা, বাধ্যবাধকতা, বাধা বা শর্তের অধীন করা যাবে না
অন্যান্য প্রাসঙ্গিক ধারাসমূহ:
-
২৬: মৌলিক অধিকারের সাথে অসমঞ্জস আইন বাতিল
-
২৭: আইনের দৃষ্টিতে সমতা
-
২৯: সরকারী নিয়োগ-লাভে সুযোগের সমতা
-
৩০: বিদেশী, খেতাব প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ
-
৩১: আইনের আশ্রয়-লাভের অধিকার
-
৩২: জীবন ও ব্যক্তি-স্বাধীনতার অধিকার রক্ষণ
0
Updated: 1 month ago
সংবিধানের কত নং অনুচ্ছেদে ’প্রশাসনিক ট্রাইব্যুনাল’ গঠনের কথা সন্নিবেশিত হয়েছে?
Created: 1 month ago
A
অনুচ্ছেদ: ১১৫
B
অনুচ্ছেদ: ১১৭
C
অনুচ্ছেদ: ১২১
D
অনুচ্ছেদ: ১২০
বাংলাদেশের সংবিধানের ১১৭ নং অনুচ্ছেদে প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠনের কথা উল্লেখ করা হয়েছে। বিচারবিভাগ সংক্রান্ত বিধান সংবিধানের ষষ্ঠ ভাগে অন্তর্ভুক্ত এবং এতে মোট তিনটি পরিচ্ছেদ রয়েছে।
-
১ম পরিচ্ছেদ: সুপ্রীম কোর্ট (অনুচ্ছেদ: ৯৪–১১৩)
-
২য় পরিচ্ছেদ: অধস্তন আদালত (অনুচ্ছেদ: ১১৪–১১৬)
-
৩য় পরিচ্ছেদ: প্রশাসনিক ট্রাইব্যুনাল (অনুচ্ছেদ: ১১৭)
অন্যান্য প্রাসঙ্গিক অনুচ্ছেদসমূহ:
-
১১০ নং অনুচ্ছেদ: অধস্তন আদালত হইতে হাইকোর্ট বিভাগে মামলা স্থানান্তর।
-
১১৫ নং অনুচ্ছেদ: অধস্তন আদালতে নিয়োগ।
-
১২০ নং অনুচ্ছেদ: নির্বাচন কমিশনের কর্মচারীগণ।
0
Updated: 1 month ago
সংবিধানের কোন অনুচ্ছেদে সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠার উল্লেখ রয়েছে?
Created: 2 months ago
A
অনুচ্ছেদ ৯২
B
অনুচ্ছেদ ৯৩
C
অনুচ্ছেদ ৯৪
D
অনুচ্ছেদ ৯৫
অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ ৯০ - নির্দিষ্টকরণ আইন।
- অনুচ্ছেদ ৯১ - সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরী।
- অনুচ্ছেদ ৯২ - হিসাব, ঋণ প্রভৃতির উপর ভোট।
- অনুচ্ছেদ ৯৩ - অধ্যাদেশ প্রণয়ন-ক্ষমতা।
- অনুচ্ছেদ ৯৪ - সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা।
- অনুচ্ছেদ ৯৫ - বিচারক-নিয়োগ।
- অনুচ্ছেদ ৯৬ - বিচারকদের পদের মেয়াদ।
- অনুচ্ছেদ ৯৭ - অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ।
- অনুচ্ছেদ ৯৮ - সুপ্রীম কোর্টের অতিরিক্ত বিচারকগণ।
- অনুচ্ছেদ ৯৯ - অবসর গ্রহণের পর বিচারকগণের অক্ষমতা।
- অনুচ্ছেদ ১০০ - সুপ্রীম কোর্টের আসন।
0
Updated: 2 months ago
সংবিধানের কোন অনুচ্ছেদে সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠার উল্লেখ রয়েছে?
Created: 1 month ago
A
অনুচ্ছেদ ৯২
B
অনুচ্ছেদ ৯৩
C
অনুচ্ছেদ ৯৪
D
অনুচ্ছেদ ৯৫
অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ ৯০ - নির্দিষ্টকরণ আইন।
- অনুচ্ছেদ ৯১ - সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরী।
- অনুচ্ছেদ ৯২ - হিসাব, ঋণ প্রভৃতির উপর ভোট।
- অনুচ্ছেদ ৯৩ - অধ্যাদেশ প্রণয়ন-ক্ষমতা।
- অনুচ্ছেদ ৯৪ - সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা।
- অনুচ্ছেদ ৯৫ - বিচারক-নিয়োগ।
- অনুচ্ছেদ ৯৬ - বিচারকদের পদের মেয়াদ।
- অনুচ্ছেদ ৯৭ - অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ।
- অনুচ্ছেদ ৯৮ - সুপ্রীম কোর্টের অতিরিক্ত বিচারকগণ।
- অনুচ্ছেদ ৯৯ - অবসর গ্রহণের পর বিচারকগণের অক্ষমতা।
- অনুচ্ছেদ ১০০ - সুপ্রীম কোর্টের আসন।
0
Updated: 1 month ago