‘সিপাহী বিদ্রোহ' সংঘটিত হয়েছিল কত সালে?
A
১৯৫৭ সালে
B
১৮৫৭ সালে
C
১৮৫৫ সালে
D
১৮৫৪ সালে
উত্তরের বিবরণ
সিপাহি বিদ্রোহ সম্পর্কিত তথ্যগুলো নিম্নরূপ রিরাইট করা হলো। লর্ড ক্যানিং ১৮৫৬ থেকে ১৮৬২ সাল পর্যন্ত ভারতের শেষ গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর শাসনকালেই ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহের সূচনা ঘটে।
-
লর্ড ক্যানিং ছিলেন জর্জ ক্যানিং-এর তৃতীয় পুত্র চার্লস জন ক্যানিং
-
বিদ্রোহটি লর্ড ক্যানিং দমন করেন
-
বিদ্রোহের পর ১৮৫৮ সালে পার্লামেন্টারি আইন পাস হয়
-
রানী ভিক্টোরিয়া প্রকাশ্য ঘোষণা দ্বারা ভারতের শাসনভার নিজ হাতে গ্রহণ করেন
-
লর্ড ক্যানিংকে 'ক্ষমাশীল ক্যানিং' উপাধি প্রদান করা হয়

0
Updated: 1 day ago