বাংলার 'ছিয়াত্তরের মন্বন্তর' সময় কাল-
A
১১৭৮ বঙ্গাব্দ
B
১১৭৪ বঙ্গাব্দ
C
১১৭৬ বঙ্গাব্দ
D
১১৭৭ বঙ্গাব্দ
উত্তরের বিবরণ
ছিয়াত্তরের মন্বন্তর (1770 সালের দুর্ভিক্ষ)
-
সময়কাল ও প্রশাসক: ১৭৭০ সালে (বাংলা ১১৭৬ বঙ্গাব্দ) বাংলায় ঘটে; তৎকালীন ইংরেজ গভর্নর ছিলেন জন কার্টিয়ার।
-
দুর্ভিক্ষের প্রকৃতি: বাংলার ইতিহাসে এটি সর্বাপেক্ষা ভয়াবহ দুর্ভিক্ষ হিসেবে পরিচিত।
-
জনসংখ্যার ক্ষতি: এই দুর্ভিক্ষে প্রায় এক-তৃতীয়াংশ লোক মারা যায়।
-
প্রধান কারণ:
-
তৎকালীন দ্বৈতশাসন ব্যবস্থা।
-
পরপর তিন বছর ধরে অনাবৃষ্টিজনিত খরা, যার ফলে ফসল উৎপাদন ব্যাপকভাবে কমে যায়।
-

0
Updated: 1 day ago
'ছিয়াত্তরের মন্বন্তর' সময় কাল-
Created: 1 week ago
A
১৭৭২ সাল
B
১৭৭৫ সাল
C
১৭৭০ সাল
D
১৭৭৩ সাল
ছিয়াত্তরের মন্বন্তর বাংলার ইতিহাসে এক ভয়াবহ দুর্ভিক্ষ হিসেবে পরিচিত।
-
এই দুর্ভিক্ষের সময় বাংলার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন জন কার্টিয়ার।
-
ছিয়াত্তরের মন্বন্তর ১১৭৬ বঙ্গাব্দে এবং ইংরেজি ১৭৭০ সালে সংঘটিত হয়।
-
এই দুর্ভিক্ষে বাংলার মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ মানুষ মারা যান।
-
দুর্ভিক্ষের কারণ ছিল দ্বৈতশাসন ব্যবস্থা এবং পরপর তিন বছরের অনাবৃষ্টিজনিত খরা, যার ফলে ফসল উৎপাদন কমে যায়।

0
Updated: 1 week ago