'Power: A New Social Analysis' গ্রন্থটি কার?
A
কার্ল মার্কস
B
ম্যাকিয়াভেলি
C
বার্ট্রান্ড রাসেল
D
জন লক
উত্তরের বিবরণ
Power: A New Social Analysis – বার্ট্রান্ড রাসেল
-
গ্রন্থ: Power: A New Social Analysis লিখেছেন বার্ট্রান্ড রাসেল।
-
বার্ট্রান্ড রাসেল (Bertrand Russell):
-
একজন ব্রিটিশ দার্শনিক, যুক্তিবিদ, গণিতবিদ, ইতিহাসবেত্তা, সমাজকর্মী, অহিংসাবাদী এবং সমাজ সমালোচক।
-
যুদ্ধবিরোধী ও সাম্রাজ্যবাদের তীব্র বিরোধী ছিলেন।
-
১৯৫০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন, যা তার মানবতার প্রতি অবদান ও চিন্তার মুক্তিকে স্বীকৃতি দেয়।
-
অন্যান্য তুলনামূলক উল্লেখযোগ্য বই:
-
প্লেটো: The Republic
-
জন লক: An Essay Concerning Human Understanding
-
কার্ল মার্কস: Das Capital

0
Updated: 1 day ago