RNA -এর নাইট্রোজেন বেস নয় কোনটি?
A
ইউরাসিল
B
গুয়ানিন
C
সাইটোসিন
D
থায়ামিন
উত্তরের বিবরণ
থায়ামিন এবং DNA ও RNA-এর পার্থক্য
-
থায়ামিন (Thymine):
-
একটি নাইট্রোজেনসমৃদ্ধ পিরামিডিন বেস, যা শুধুমাত্র DNA-তে থাকে।
-
RNA-তে থায়ামিনের পরিবর্তে ইউরাসিল (Uracil) থাকে, যা অ্যাডিনিনের সঙ্গে হাইড্রোজেন বন্ধন গঠন করে।
-
-
RNA (Ribonucleic Acid):
-
RNA ক্রোমোসোমের স্থায়ী উপাদান নয়, পরিমাণ ০.২–১.৪%।
-
প্রতিটি RNA অণু একসূত্রকবিশিষ্ট।
-
গঠিত:
-
পাঁচ কার্বনবিশিষ্ট রাইবোজ শর্করা (RNA এর ২নং কার্বনে অক্সিজেন অণু বিদ্যমান)
-
অজৈব ফসফেট
-
নাইট্রোজেন সমৃদ্ধ ক্ষারক: অ্যাডিনিন (A), গুয়ানিন (G), ইউরাসিল (U), সাইটোসিন (C)
-
-
কিছু ভাইরাসে RNA ক্রোমোসোমের স্থায়ী উপাদান হিসেবে থাকে।
-
-
DNA (Deoxyribonucleic Acid):
-
DNA হলো ক্রোমোসোমের প্রধান এবং স্থায়ী উপাদান, যা ক্রোমোসোমের ৪৫% পর্যন্ত থাকে।
-
DNA মূলত ডাবল স্ট্র্যান্ড বিশিষ্ট পলিমার, যার একককে নিউক্লিওটাইড বলে।
-
নিউক্লিওটাইডের তিনটি উপাদান:
-
পাঁচ কার্বনবিশিষ্ট ডিওক্সিরাইবোজ শর্করা
-
নাইট্রোজেনসমৃদ্ধ ক্ষারক: অ্যাডিনিন (A), গুয়ানিন (G), থায়ামিন (T), সাইটোসিন (C)
-
ফসফরিক অ্যাসিড
-
-

0
Updated: 1 day ago
DNA ভাইরাসঘটিত রোগ কোনটি?
Created: 1 week ago
A
রুবেলা
B
ভেরিওলা
C
মাম্পস
D
ইনফ্লুয়েঞ্জা বি
ভাইরাসকে নিউক্লিক অ্যাসিডের প্রকারভেদ অনুযায়ী DNA ভাইরাস এবং RNA ভাইরাস এই দুই ভাগে ভাগ করা হয়। প্রতিটি ভাগে বিভিন্ন রোগ সৃষ্টি করে এমন ভাইরাসের উদাহরণ রয়েছে।
-
DNA ভাইরাস:
-
যে ভাইরাসে নিউক্লিক অ্যাসিড হিসেবে DNA থাকে, তাদের DNA ভাইরাস বলা হয়।
-
উদাহরণ:
-
মানব: হার্পিস সিমপ্লেক্স, ভেরিওলা, প্যাপিলোমা
-
প্রাণি: Rabbitpox, Vaccinia (bovine), Pustular dermatitis (Sheep)
-
অন্যান্য: Tipula irridescent, এডেনা গ্রুপ, পলিওমা, ΦX174 কলিফাজ, Cauliflower mosaic, Adenoassociated ইত্যাদি
-
-
-
RNA ভাইরাস:
-
যে ভাইরাসে নিউক্লিক অ্যাসিড হিসেবে RNA থাকে, তাদের RNA ভাইরাস বলা হয়।
-
উদাহরণ:
-
মানব: ইনফ্লুয়েঞ্জা বি, পোলিও, রুবেলা, পীতজ্বর, ডেঙ্গু, Encephalitis, মাম্পস, Measles, Cold
-
প্রাণি: Newcastle disease (fowl), Rous sarcoma (bird), Rabies (dog), Vesicular stomatitis (cattle)
-
উদ্ভিদ ও অন্যান্য: Potato yellow dwarf, Tobacco mosaic, Sugarcane mosaic, Cucumber mosaic, fd (Pseudomonas), f2, fr1, R17 কলিফাজ ইত্যাদি
-
-
উৎস:

0
Updated: 1 week ago
ডিএনএ-এর ডাবল-হেলিক্স গঠন আবিষ্কার করেন কারা?
Created: 2 weeks ago
A
ডারউইন ও ওয়ালেস
B
ওয়াটসন ও ক্রিক
C
মেন্ডেল ও জেনসেন
D
ল্যামার্ক ও ওয়াটসন
ডিএনএ অণুর দ্বি-হেলিক্স কাঠামো জীববিজ্ঞানের ইতিহাসে এক বিপ্লবী আবিষ্কার হিসেবে গণ্য করা হয়। ১৯৫৩ সালে বিজ্ঞানীরা এর গঠন প্রকাশ করেন, যা জীবের বংশগত তথ্য সংরক্ষণ ও স্থানান্তরের ব্যাখ্যা স্পষ্ট করে।
-
ডিএনএ অণুর দ্বি-হেলিক্স কাঠামো সর্বপ্রথম প্রস্তাব করেন মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন এবং ইংরেজ বিজ্ঞানী ফ্রান্সিস ক্রিক ১৯৫৩ সালে।
-
এই আবিষ্কারের জন্য তারা পরবর্তীতে নোবেল পুরস্কার অর্জন করেন।
-
ডিএনএ একটি নিউক্লিক এসিড, যা জীবদেহের গঠন, বৃদ্ধি, ক্রিয়াকলাপ এবং বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের নির্দেশ বহন করে।
-
এই কারণে জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিককে ডিএনএ-এর দ্বি-হেলিক্স কাঠামোর জনক বলা হয়।
-
তবে উল্লেখযোগ্য বিষয় হলো, ডিএনএ অণু প্রথম শনাক্ত ও উপস্থাপন করেছিলেন ফ্রেডরিক মাসচার।

0
Updated: 2 weeks ago