Who of the following writers was not primarily a poet?
A
Charles Dickens
B
W. B. Yeats
C
William Wordsworth
D
John Dryden
উত্তরের বিবরণ
Statement: Charles Dickens was not primarily a poet.
-
তিনি মূলত একজন উপন্যাসিক ছিলেন।
-
অপশনের বাকি তিনজন প্রধানত কবি ছিলেন।
Charles Dickens (1812–1870):
-
Victorian period-এর একজন বিখ্যাত লেখক।
-
পুরো নাম: Charles John Huffam Dickens।
-
তিনি ইংরেজি সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ novelist, Victorian era-এর সেরা লেখকদের মধ্যে গণ্য।
-
জীবদ্দশায় তিনি A Christmas Carol, David Copperfield, Bleak House, A Tale of Two Cities, Great Expectations, Our Mutual Friend ইত্যাদি উপন্যাসের জন্য জনপ্রিয়তা অর্জন করেছিলেন।
Notable Works (Novels):
-
A Christmas Carol
-
David Copperfield
-
Great Expectations
-
A Tale of Two Cities
-
Bleak House
-
Our Mutual Friend
-
Hard Times
Comparison with Other Writers:
-
W. B. Yeats → Modern period-এর প্রধান আইরিশ কবি
-
William Wordsworth → Romantic যুগের মহান কবি
-
John Dryden → Restoration Age-এর প্রধান কবি ও নাট্যকার
0
Updated: 1 month ago
Who is Orlick in the novel?
Created: 2 months ago
A
Joe’s assistant
B
Miss Havisham’s servant
C
Pip’s teacher
D
Jaggers’s clerk
বাংলা ব্যাখ্যা: Orlick ছিল Joe-এর লোহার কারখানার সহকারী। সে ঈর্ষাপরায়ণ ও হিংস্র। Mrs. Joe-কে আক্রমণ করে এবং পরে Pip-কে মারার চেষ্টা করে। Orlick প্রতীক—অসহিষ্ণুতা ও বিদ্বেষ।
1
Updated: 2 months ago
Who betrays Pip’s escape plan?
Created: 2 months ago
A
Drummle
B
Orlick
C
Compeyson
D
Jaggers
ধূর্ত Compeyson পুলিশের কাছে খবর দেয়। ফলে Magwitch ধরা পড়ে। Dickens এখানে প্রতিশোধ ও প্রতারণার ভয়াবহতা দেখিয়েছেন।
2
Updated: 2 months ago
Who represents corruption in the legal system?
Created: 2 months ago
A
Jaggers
B
Wemmick
C
Compeyson
D
Drummle
বাংলা ব্যাখ্যা: Mr. Jaggers লন্ডনের নামকরা আইনজীবী। তিনি অপরাধীদের হয়ে কাজ করে সমাজে ক্ষমতা অর্জন করেছিলেন। যদিও তার চরিত্র জটিল, তবুও তিনি Victorian আইনের ভণ্ডামি প্রকাশ করেন। Dickens দেখান, আইন ধনীদের রক্ষা করে, কিন্তু দরিদ্রদের শাস্তি দেয়। Jaggers প্রতীক—ক্ষমতা ও নৈতিকতার দ্বিমুখীতা।
0
Updated: 2 months ago