'She is all in' means-
A
She is active
B
She is exhausted
C
She has arrived
D
She has finished packing
উত্তরের বিবরণ
Meaning of 'She is all in': She is exhausted
All in (Phrase)
-
English Meaning: Exhausted, very tired
-
Bangla Meaning: অত্যন্ত পরিশ্রান্ত, ক্লান্ত
-
Example Sentence: She is all in.
-
Bangla Meaning: সে অত্যন্ত ক্লান্ত।
-
Other Options:
-
She is active – সে সক্রিয়
-
She has arrived – সে পৌঁছেছে
-
She has finished packing – সে তার গোছানো শেষ করেছে

0
Updated: 1 day ago
Maiden speech means-
Created: 2 months ago
A
First speech
B
Last speech
C
Late speech
D
Early speech
Maiden Speech
English Meaning:
-
একজন রাজনীতিক যখন প্রথমবার সংসদের সদস্য হিসেবে বক্তব্য রাখেন, তখন সেটিকে ‘maiden speech’ বলা হয়।
-
ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্স বা হাউস অব লর্ডসে কোনো সদস্যের প্রথম আনুষ্ঠানিক বক্তব্যকেই ‘maiden speech’ বলা হয়ে থাকে।
Bangla Meaning:
-
প্রথম বক্তৃতা বা প্রারম্ভিক ভাষণ।
Example Sentences:
-
এই বিতর্কে আমার প্রথম বক্তৃতার সুযোগ পেয়ে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
-
আমার প্রথম বক্তৃতায় আমি গণভোট নিয়ে কথা বলেছিলাম এবং পরে আরও কয়েকবার এই বিষয়ে বক্তব্য রেখেছি।
সারসংক্ষেপ:
Maiden speech অর্থ—প্রথম বক্তৃতা।
তথ্যসূত্র: Cambridge Dictionary, Collins Dictionary, ও বাংলা একাডেমির Accessible Dictionary।

0
Updated: 2 months ago
What is the meaning of the word 'euphemism'?
Created: 4 months ago
A
vague idea
B
inoffensive expression
C
verbal play
D
wise saying
English Meaning
-
Euphemism is a figure of speech in which a harsh, offensive, or unpleasant word or expression is replaced with a softer, more polite, or mild alternative.
-
It is a way of referring to something disagreeable using an inoffensive or gentle expression.
-
In short, it is a pleasant way of expressing something unpleasant or uncomfortable.
Bangla Meaning:
-
সুভাষণ; কঠোর বা কর্কশ শব্দের পরিবর্তে কোমল, মৃদু কিংবা শ্রুতিমধুর শব্দ ব্যবহার করা।
-
উদাহরণস্বরূপ, ‘মৃত্যু’ শব্দটির পরিবর্তে ‘পরলোকগমন’ শব্দ বা বাক্যাংশ ব্যবহৃত হলে সেটিই Euphemism।
-
ইংরেজি সাহিত্যে Euphemism শব্দের অর্থ হলো সুভাষণ বা কোমল প্রকাশ (inoffensive expression)।
-
Euphemism-এর মাধ্যমে কঠিন, দুঃখজনক কিংবা বিব্রতকর কোনো পরিস্থিতি বা সত্যকে নম্রভাবে উপস্থাপন করা হয়।
Further Explanation:
-
Euphemisms are commonly used in everyday language to make unpleasant truths more bearable.
-
They serve to soften the impact of difficult conversations or socially sensitive topics.
Examples:
-
“Kick the bucket” is a euphemism that refers to someone’s death.
-
“She’s a curvy woman.” – Here, curvy is used as a euphemism for overweight.
Source: Bangla Academy English to Bangla Dictionary

0
Updated: 4 months ago
The word “constellation” means -
Created: 1 week ago
A
A weather pattern
B
A group of stars
C
A type of cloud
D
A flying object
Constellation বলতে বোঝায় আকাশের একটি নির্দিষ্ট আকারে সাজানো নক্ষত্রপুঞ্জ, যাকে একটি বিশেষ নাম দেওয়া হয়। এটি মহাজাগতিক পর্যবেক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন constellation মানুষকে দিকনির্দেশনা, ঋতু নির্ধারণ এবং জ্যোতির্বিজ্ঞানে বিশেষ তাৎপর্য বহন করে।
-
Constellation
-
Bangla Meaning: নক্ষত্রপুঞ্জ
-
English Meaning (Cambridge): A group of stars that forms a particular shape in the sky and has been given a name
-
Example: The constellation of Ursa Major is also known as the Great Bear (Ursa Major নামের নক্ষত্রপুঞ্জকে Great Bear নামেও ডাকা হয়)
-
অন্য বিকল্পগুলো:
-
A weather pattern (আবহাওয়ার ধারা) – constellation-এর সাথে আবহাওয়ার কোনো সম্পর্ক নেই।
-
A type of cloud (মেঘের ধরণ) – এটি সম্পূর্ণ ভিন্ন, কারণ constellation নক্ষত্র নিয়ে গঠিত।
-
A flying object (উড়ন্ত বস্তু) – constellation কোনো বস্তু নয় যা উড়ে, বরং স্থির নক্ষত্রগুচ্ছ।
চূড়ান্তভাবে বলা যায়, constellation মানেই আকাশে নক্ষত্রপুঞ্জের একটি নির্দিষ্ট গুচ্ছ, তাই সঠিক উত্তর হলো খ) A group of stars।

0
Updated: 1 week ago