Credit TK. 50000 ___ my account.
A
on
B
for
C
to
D
with
উত্তরের বিবরণ
Complete Sentence:
-
Credit TK. 50000 to my account.
Credit to:
-
অর্থ: কারও অ্যাকাউন্টে কোনো টাকা জমা দেওয়া।
-
নিয়ম: Credit এর পরে amount, তারপর account-এর আগে to ব্যবহার হয়।
-
উদাহরণ: Credit TK. 50000 to my account.
Credit with:
-
নিয়ম: Credit এর পরে account, তারপর amount-এর আগে with ব্যবহার হয়।
-
উদাহরণ: They credited my account with $50.
0
Updated: 1 month ago
The beaches of Bali are more beautiful than ___________ Phuket.
Created: 2 months ago
A
those of
B
all of
C
that of
D
that
• দুটি Noun এর মধ্যে তুলনা করার সময় পূর্বের Noun এর পুনরাবৃত্তি এড়াতে Uncountable Noun এর ক্ষেত্রে that of এবং Plural Countable Noun এর ক্ষেত্রে those of ব্যবহার করা হয়।
-
অন্যভাবে বলা যায়, কোনো Comparative sentence এর প্রথম অংশ যদি The + Noun + of + Noun হয়, তবে verb-এর পরের অংশ হবে than + that/those of।
-
এখানে beaches দ্বারা Plural Countable Noun বোঝানো হয়েছে। তাই এখানে those of হবে।
Correct Sentence: The beaches of Bali are more beautiful than those of Phuket.
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition, By Chowdhury & Hossain.
0
Updated: 2 months ago
The committee’s decision was not surprising; it had long been known for its ___ stance on environmental regulations.
Created: 1 month ago
A
conciliatory
B
uncompromising
C
vacillating
D
capricious
সঠিক উত্তর হলো খ) uncompromising। শব্দটির অর্থ, ব্যবহার এবং অন্যান্য বিকল্পগুলো নিচে দেওয়া হলো।
-
uncompromising
-
Bangla Meaning: আপসহীন; অনমনীয়; অনড়; অটল
-
English Meaning: not making or accepting a compromise; making no concessions; inflexible, unyielding
-
Reasoning: The committee is known for a firm, unyielding stance
-
-
Other Options:
-
conciliatory
-
Bangla Meaning: মিতাভাষী, শান্তিপ্রিয়
-
English Meaning: Intended to placate or pacify
-
-
vacillating
-
Bangla Meaning: দ্বিধান্বিত, অনিশ্চিত
-
English Meaning: Indecisive; wavering between different opinions or actions
-
-
capricious
-
Bangla Meaning: অস্থির, অপ্রত্যাশিত
-
English Meaning: Given to sudden and unaccountable changes of mood or behavior
-
-
-
Correct Sentence: The committee’s decision was not surprising; it had long been known for its uncompromising stance on environmental regulations.
-
Translation: কমিটির সিদ্ধান্তটি অবাক করার মতো ছিল না; পরিবেশগত নীতির ক্ষেত্রে তারা দীর্ঘদিন ধরেই আপোষহীন অবস্থানের জন্য পরিচিত।
0
Updated: 1 month ago
They parlayed some modest investments _____________ massive profits for the company.
Created: 2 months ago
A
up
B
in
C
for
D
into
• Complete Sentence: They parlayed some modest investments into massive profits for the company.
-
Bangla Meaning: তারা কিছু স্বল্প বিনিয়োগকে কোম্পানির জন্য বিপুল মুনাফায় রূপান্তরিত করেছে।
• parlay (verb) … into
-
English Meaning: to use or develop something successfully so that it produces something of greater value.
-
Bangla Meaning: কিছু ব্যবহার করে বড়ো সাফল্যে রূপান্তরিত করা।
-
"কিছু ব্যবহার করে অন্য কিছুতে রূপান্তর করা" বোঝাতে parlay এর পরে সাধারণত preposition হিসেবে into বসে।
Example Sentences:
-
She parlayed her small savings into a thriving business.
-
The athlete parlayed his fame into a successful acting career.
Source: 1. Cambridge Dictionary 2. Accessible Dictionary by Bangla Academy
0
Updated: 2 months ago