(প্রশ্নটি তৎকালীন 'সাম্প্রতিক প্রশ্ন'। তখনকার সময়ের সঠিক উত্তর এখন আর গুরুত্বপূর্ণ নয়।) মার্কিন ডলারে ২০০১-০২ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় প্রায়-
A
৮ বিলিয়ন
B
৬ বিলিয়ন
C
৫ বিলিয়ন
D
৭ বিলিয়ন
উত্তরের বিবরণ
প্রশ্নটি তৎকালীন 'সাম্প্রতিক প্রশ্ন'। তখনকার সময়ের সঠিক উত্তর এখন আর গুরুত্বপূর্ণ নয়।
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা- ২০২৪ অনুযায়ী,
— পণ্যভিত্তিক রপ্তানি আয় — ৩৮,৪৫২ মিলিয়ন মার্কিন ডলার [জুলাই – ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত], গত বছরের তুলনায় ৩.৭১% বেশি।
— [FoB রপ্তানি আয় – ৪০,৮৭৫ মিলিয়ন মার্কিন ডলার],
— সবচেয়ে বেশি রপ্তানি – গার্মেন্টস পণ্য (তৈরি পোশাক ও নীট ওয়্যার) ৩২,৮৫৬ মিলিয়ন মার্কিন ডলার (শতকরা হার – ৮৫.৪৫%)।
তথ্যসূত্র:- রপ্তানি উন্নয়ন ব্যুরো, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড।

0
Updated: 2 weeks ago