Fill in the blank: They insisted _____ leaving the party office.
A
going to
B
on our
C
to us
D
over our
উত্তরের বিবরণ
Complete Sentence:
-
They insisted on our leaving the party office.
Insist on/upon (doing something)
-
English Meaning: To keep doing something, even if it annoys other people, or people think it is not good for you.
-
Bangla Meaning: কোনো কিছুতে জোর দেওয়া বা পীড়াপীড়ি করা
-
Note: Insist on/upon এর সঙ্গে verb-এর -ing form ব্যবহার হয়।
Examples:
-
He insisted on my going there.
-
She insists on doing everything her own way.
-
He insisted on seeing her.

0
Updated: 1 day ago
The crowd were _______ by his passionate speech.
Created: 5 hours ago
A
carried on
B
carried out
C
carried away
D
carried about
প্রদত্ত বাক্যটি “carry someone away” ফ্রেজাল ভার্বের ব্যবহারকে নির্দেশ করে, যা কাউকে খুব উত্তেজিত বা মুগ্ধ করে নিজের নিয়ন্ত্রণ হারানোর অর্থ বহন করে।
-
Complete sentence: The crowd was carried away by his passionate speech.
-
Bangla meaning: তার আবেগপূর্ণ বক্তৃতায় জনতা মুগ্ধ হয়ে গিয়েছিল।
-
-
Carry someone away
-
English meaning: to cause someone to become very excited and to lose control.
-
Bangla meaning: আত্মহারা হওয়া; মুগ্ধ হওয়া।
-
উদাহরণ: The audience was carried away by the singer’s performance.
-
-
Carry someone/something away
-
English meaning: to move something or someone away from a particular place.
-
Bangla meaning: সরানো; স্থানান্তরিত করা।
-
উদাহরণ: The river carried away the debris after the flood.
-
-
Other phrasal verbs with “carry”:
-
carry on: to continue doing something; উদাহরণ: They carried on with their work.
-
carry out: to perform or complete a task; উদাহরণ: They carried out the plan successfully.
-
carry about: This is not a standard phrasal verb in English।
-

0
Updated: 5 hours ago
Which word best fits?
"The scientist’s discovery was a ___ in modern medicine."
Created: 1 week ago
A
setback
B
milestone
C
hindrance
D
blunder
সঠিক উত্তর হলো খ) milestone।
বাক্য: The scientist’s discovery was a ___ in modern medicine। এটি বোঝাচ্ছে যে বিজ্ঞানীর আবিষ্কার আধুনিক চিকিৎসায় একটি গুরুত্বপূর্ণ ধাপ বা অর্জন ছিল।
Milestone
-
English Meaning: A significant stage or event in development।
-
বাংলা অর্থ: গুরুত্বপূর্ণ অর্জন বা অগ্রগতির ধাপ।
-
বাক্যের প্রেক্ষিতে পুরোপুরি মানানসই।
অন্যান্য বিকল্পগুলো:
-
ক) setback — English: A delay or problem that hinders progress; বাংলা: অগ্রগতিতে বাধা বা বিলম্ব। ইতিবাচক অর্জনের বিপরীত।
-
গ) hindrance — English: Something that makes progress difficult; বাংলা: প্রতিবন্ধকতা, বাধা।
-
ঘ) blunder — English: A careless mistake; বাংলা: বড় ভুল বা অসাবধানতার কারণে ঘটে যাওয়া ভুল।
অর্থাৎ, বিজ্ঞানীর আবিষ্কারকে বোঝাতে milestone শব্দটি সবচেয়ে উপযুক্ত, কারণ এটি গুরুত্বপূর্ণ অর্জন বা অগ্রগতির একটি ধাপ নির্দেশ করে।

0
Updated: 1 week ago
I don't read ______ Forbes.
Created: 4 days ago
A
a
B
an
C
the
D
Zero article
Complete sentence:
I don't read Forbes.
ব্যাখ্যা:
-
Articles মূলত Noun বা Pronoun-এর আগে বসে সংখ্যা বা নির্দিষ্টতা/অনির্দিষ্টতা নির্দেশ করে।
-
Indefinite Article: a, an → অনির্দিষ্ট কোনো বস্তু বা ব্যক্তি বোঝায়।
-
Definite Article: the → নির্দিষ্ট কোনো বস্তু বা ব্যক্তি বোঝায়।
-
নিয়ম অনুযায়ী, সংবাদপত্র বা পত্রিকার নামের আগে সাধারণত the বসে, যেমন: the Daily Star, কিন্তু ম্যাগাজিনের নামের আগে the বসে না, যেমন: Forbes, Vogue।
-
তাই সঠিক বাক্য: I don't read Forbes.

0
Updated: 4 days ago