The passengers would have been saved if __________.
A
the ship was being spotted
B
the ship was spotted earlier
C
the ship had been spotted earlier
D
the ship had spotted earlier
উত্তরের বিবরণ
Complete Sentence:
-
The passengers would have been saved if the ship had been spotted earlier.
-
Bangla Meaning: জাহাজটি যদি আগে সনাক্ত করা যেত, তাহলে যাত্রীরা বেঁচে যেত।
Third Conditional-এর নিয়ম:
-
If clause (শর্তযুক্ত অংশ): যদি had + V3 ব্যবহৃত হয়।
-
Main clause: would/could/might + have + V3 + extension ব্যবহার হয়।
Structure:
-
If + Past Perfect (had + V3) + Subject + would/could/might + have + past participle
Note:
-
যদি if না থাকে, তাহলে condition অংশটি Had + Subject + V3 দিয়ে শুরু হতে পারে।
0
Updated: 1 month ago
The students ____ a protest march against the college authorities.
Created: 2 weeks ago
A
carried on
B
staged
C
caused
D
walked out
0
Updated: 2 weeks ago
He is fond of reading historical novels.
Here, the underlined word is a/ an -
Created: 1 month ago
A
Participle
B
Infinitive
C
Conjunction
D
Gerund
Complete sentence: He is fond of reading historical novels.
-
Bangla Meaning: সে ঐতিহাসিক উপন্যাস পড়তে ভালোবাসে।
• Gerund:
-
Gerund হলো এমন একটি শব্দ যা verb + ing যুক্ত হয়ে noun এর মতো কাজ করে।
-
অর্থাৎ, এটি দেখতে verb-এর মতো হলেও, বাক্যে noun-এর কাজ করে।
• Gerund এর ব্যবহার:
-
Subject হিসেবে বসে।
-
Object হিসেবে বসে।
-
Preposition-এর Object হিসেবে বসে।
-
Verb-এর Complement হিসেবে বসে।
• প্রদত্ত বাক্যে “reading” শব্দটি verb “read”-এর সাথে -ing যোগ হয়ে preposition (of)-এর object হিসেবে ব্যবহৃত হয়েছে।
-
যখন কোনো verb + ing রূপ preposition-এর object হিসেবে বসে এবং noun-এর মতো কাজ করে, তখন সেটিকে Gerund বলে।
-
সহজভাবে, Gerund = Verb + ing = Noun (Verb-এর মতো দেখতে কিন্তু Noun-এর কাজ করে)।
• Correct Answer: The underlined word “reading” is a Gerund (used as the object of the preposition of)।
• উল্লিখিত বাকি অপশনগুলো:
Participle:
-
A participle হলো এমন একটি verb form যা -ing (present participle) অথবা -ed, -d, -t, -en, -n (past participle) দিয়ে শেষ হয়।
-
এটি noun-কে modify করে adjective-এর মতো কাজ করে।
-
উদাহরণ: We saw a burning house. (“burning” শব্দটি “house” noun-টিকে বর্ণনা করছে)।
Infinitive:
-
Verb-এর present form-এর আগে to বসিয়ে Infinitive তৈরি হয়।
-
অর্থাৎ, Infinitive = to + verb।
-
উদাহরণ: The mayor promised to rebuild the damaged areas.
Conjunction:
-
যে part of speech দুই বা ততোধিক word, phrase বা clause-কে সংযুক্ত করে, তাকে Conjunction বলে।
-
উদাহরণ: and, but, because, although ইত্যাদি।
0
Updated: 1 month ago
He has been studying __ morning.
Created: 2 weeks ago
A
from
B
since
C
for
D
after
0
Updated: 2 weeks ago