She has been working at this company _____ March.
A
since
B
after
C
till
D
from
উত্তরের বিবরণ
Complete Sentence:
-
She has been working at this company since March.
‘Since’ এর ব্যবহার:
-
Since বসে point of time-এর আগে।
-
Point of time হলো সেই সময়কাল যা গণনার একক দ্বারা মাপা যায় না, বরং একটি নির্দিষ্ট মুহূর্ত বা সময়কে নির্দেশ করে।
-
উদাহরণ: গত সোমবার, গত সপ্তাহ/মাস/বছর, দুইটা, সাড়ে তিনটা ইত্যাদি।
-
More Examples:
-
It has been raining since morning.
-
He has been studying since morning.
-
‘For’ এর ব্যবহার:
-
For বসে period of time-এর আগে।
-
Period of time হলো সেই সময়কাল যা গণনার একক (সেকেন্ড, মিনিট, ঘন্টা, সপ্তাহ, মাস, বছর ইত্যাদি) দ্বারা মাপা যায়।
-
উদাহরণ: এক সেকেন্ড, এক মিনিট, এক ঘন্টা, এক সপ্তাহ, এক মাস, এক বছর, দুই বছর ইত্যাদি।
-
Examples:
-
We have been reading in this school for four years.
-
He said nothing for a long time.
-
Rima has been working here for eight months.
-

0
Updated: 1 day ago
The plane flew ____ the bridge.
Created: 4 weeks ago
A
above
B
on
C
in
D
to
• Complete Sentence: The plane flew above the bridge.
-
প্লেনটি সেতুর উপর দিয়ে উড়ে গেল।
-
"above" হলো একটি preposition যা বোঝায় — কোনো কিছুর উপরে, কিন্তু স্পর্শ না করে, অর্থাৎ উঁচুতে অবস্থান।
উদাহরণ:
-
The helicopter hovered above the ground.
-
The picture hangs above the sofa.
Other options:
-
খ) on – কোনো কিছুর উপর স্পর্শ করে (e.g., The book is on the table.)
-
গ) in – কোনো কিছুর ভেতরে (e.g., The bird is in the cage.)
-
ঘ) to – দিকে যাওয়ার জন্য ব্যবহৃত (e.g., She went to school.)
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

0
Updated: 4 weeks ago
The doctor recommended _____ a new treatment.
Created: 1 week ago
A
to
B
with
C
on
D
No preposition
Transitive Verb এর পর সাধারণত কোনো Preposition বসে না; এর পর সরাসরি Object বসে।
-
কিছু প্রচলিত Transitive Verb: reach, resemble, violate, discuss, resign, sign, investigate, recommend, order, command, enter
-
সঠিক উদাহরণ: The doctor recommended a new treatment.
-
এখানে recommended হলো Transitive Verb
-
a new treatment হলো Object
-

0
Updated: 1 week ago
The beaches of Bali are more beautiful than ___________ Phuket.
Created: 3 weeks ago
A
those of
B
all of
C
that of
D
that
• দুটি Noun এর মধ্যে তুলনা করার সময় পূর্বের Noun এর পুনরাবৃত্তি এড়াতে Uncountable Noun এর ক্ষেত্রে that of এবং Plural Countable Noun এর ক্ষেত্রে those of ব্যবহার করা হয়।
-
অন্যভাবে বলা যায়, কোনো Comparative sentence এর প্রথম অংশ যদি The + Noun + of + Noun হয়, তবে verb-এর পরের অংশ হবে than + that/those of।
-
এখানে beaches দ্বারা Plural Countable Noun বোঝানো হয়েছে। তাই এখানে those of হবে।
Correct Sentence: The beaches of Bali are more beautiful than those of Phuket.
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition, By Chowdhury & Hossain.

0
Updated: 3 weeks ago