She has been working at this company _____ March.
A
since
B
after
C
till
D
from
উত্তরের বিবরণ
Complete Sentence:
-
She has been working at this company since March.
‘Since’ এর ব্যবহার:
-
Since বসে point of time-এর আগে।
-
Point of time হলো সেই সময়কাল যা গণনার একক দ্বারা মাপা যায় না, বরং একটি নির্দিষ্ট মুহূর্ত বা সময়কে নির্দেশ করে।
-
উদাহরণ: গত সোমবার, গত সপ্তাহ/মাস/বছর, দুইটা, সাড়ে তিনটা ইত্যাদি।
-
More Examples:
-
It has been raining since morning.
-
He has been studying since morning.
-
‘For’ এর ব্যবহার:
-
For বসে period of time-এর আগে।
-
Period of time হলো সেই সময়কাল যা গণনার একক (সেকেন্ড, মিনিট, ঘন্টা, সপ্তাহ, মাস, বছর ইত্যাদি) দ্বারা মাপা যায়।
-
উদাহরণ: এক সেকেন্ড, এক মিনিট, এক ঘন্টা, এক সপ্তাহ, এক মাস, এক বছর, দুই বছর ইত্যাদি।
-
Examples:
-
We have been reading in this school for four years.
-
He said nothing for a long time.
-
Rima has been working here for eight months.
-
0
Updated: 1 month ago
Because of his ill health , the doctor advised Sakib ---- smoking.
Created: 1 week ago
A
to refrain to
B
to be refrained from
C
to refrain from
D
to not refrain from
Refrain from (doing something): এটি একটি সচেতন প্রচেষ্টা যা কাউকে কিছু না করার জন্য উদ্দীপ্ত করে।
-
এটি এমন একটি আচরণ বা সিদ্ধান্তকে নির্দেশ করে যেখানে ব্যক্তিটি নিজেকে কিছু না করার জন্য নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে।
-
উদাহরণস্বরূপ: "আমি সবাইকে অনুরোধ করছি যে, উপস্থাপনার শেষ না হওয়া পর্যন্ত প্রশ্ন না করতে।"
-
"দয়া করে লাইব্রেরিতে থাকা অবস্থায় কথা না বলার চেষ্টা করুন।"
0
Updated: 1 week ago
He is ____ pain after the accident.
Created: 1 month ago
A
at
B
with
C
on
D
in
Preposition ‘in’ সাধারণত অবস্থা বা মানসিক অবস্থা বোঝাতে ব্যবহার করা হয়।
Example sentences:
-
The baby is in a deep sleep।
-
They are in debt।
-
She is in a state of depression।
-
She is in a state of confusion।
Complete Sentence:
-
He is in pain after the accident।
-
Bangla অর্থ: দুর্ঘটনার পর সে প্রচণ্ড যন্ত্রণায় ভুগছে।
‘In’ এর আরও কিছু ব্যবহার:
-
অবস্থানের ক্ষেত্রে (ভিতরে বা মধ্যে বোঝাতে):
-
My pen was in the drawer।
-
We are in the class।
-
-
সপ্তাহ, মাস, ঋতু, বছর, শতাব্দী বা সহস্রাব্দের পূর্বে:
-
We will go in March।
-
She likes to travel in winter।
-
In the first week।
-
-
বড়ো স্থানের ক্ষেত্রে:
-
Bangladesh is a country in Asia।
-
He lives in Dhaka।
-
-
কোনো পাঠ্য বা গবেষণার বিষয়ের ক্ষেত্রে:
-
He studies in physics।
-
She completed masters in economics।
-
-
পরিধান বা পোশাক বোঝাতে:
-
The boy in blue shirt is my friend।
-
She was in jeans।
-
0
Updated: 1 month ago
He was exempted ____ attending the seminar.
Created: 6 days ago
A
from
B
by
C
for
D
without
Exempt from অর্থ হলো অব্যাহতি দেওয়া বা কোনো কিছু করার দায়িত্ব, বাধ্যবাধকতা কিংবা নিয়ম থেকে কাউকে মুক্ত রাখা। এটি সাধারণত আইনগত, প্রশাসনিক বা আনুষ্ঠানিক প্রসঙ্গে ব্যবহৃত হয়, যেখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে নির্দিষ্ট কর্তব্য বা শর্ত পূরণের দায় থেকে অব্যাহতি দেওয়া হয়।
• He was exempted from attending the seminar বাক্যটির অর্থ – তাকে সেমিনারে যোগদান করা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
• এখানে exempted হলো ক্রিয়া, যার মাধ্যমে বোঝানো হয়েছে যে কোনো কর্তৃপক্ষ বা নিয়ম অনুসারে ব্যক্তিকে নির্দিষ্ট কাজ থেকে মুক্ত রাখা হয়েছে।
• from ব্যবহৃত হয়েছে সেই বিষয়টি বোঝাতে, যেটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
• এই ধরনের বাক্য সাধারণত passive voice-এ ব্যবহৃত হয়, কারণ কর্মটি ব্যক্তির ওপর সম্পাদিত হয়েছে।
• উদাহরণ:
-
Students are exempt from paying fees. (শিক্ষার্থীদের ফি দেওয়া থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।)
-
He is exempt from military service. (সে সামরিক সেবায় যোগদান থেকে অব্যাহতি পেয়েছে।)
• Exempt from-এর ব্যবহার সাধারণত official rules, taxes, duties, attendance ইত্যাদি প্রসঙ্গে দেখা যায়।
• এটি ইংরেজি ভাষায় formal expression, যা প্রশাসনিক, শিক্ষাব্যবস্থা বা সরকারি নথিপত্রে প্রচলিতভাবে ব্যবহৃত হয়।
0
Updated: 6 days ago