"A market in which securities or commodities are persistently declining in value" is called-
A
A bear market
B
A bull market
C
A seller's market
D
An inflated market
উত্তরের বিবরণ
Correct Term: Bear Market
Bear Market (Noun)
-
English Meaning: A market in which securities or commodities are persistently declining in value.
-
Bangla Meaning: এমন বাজার যেখানে সিকিউরিটিজ বা পণ্যের মূল্য ক্রমাগত হ্রাস পায়।
Other Related Market Terms:
-
Bull Market (Noun)
-
English Meaning: A market in which share prices are rising, encouraging buying.
-
Bangla Meaning: শেয়ার বাজার যেখানে মূল্যবৃদ্ধি হতে থাকে বা মূল্যবৃদ্ধির পরিস্থিতি তৈরি হয়।
-
-
A Seller's Market
-
English Meaning: A market in which goods are scarce, buyers have a limited range of choice, and prices are high.
-
Bangla Meaning: এমন বাজার যেখানে পণ্যের অভাব, ক্রেতাদের সীমিত পছন্দের পরিসর, এবং দাম বেশি থাকে।
-
-
An Inflated Market
-
English Meaning: A market where prices for goods, services, or assets are significantly higher than they should be.
-
Bangla Meaning: অস্বাভাবিক বা অযৌক্তিক উচ্চ মূল্যে প্রসারিত বাজার।
-
0
Updated: 1 month ago
What is the meaning of the word 'Prima Facie'?
Created: 6 days ago
A
Out look
B
Face reading
C
Face to Face
D
At the first sight
‘Prima Facie’ একটি ল্যাটিন শব্দগুচ্ছ, যার অর্থ ‘প্রথম দর্শনে’ বা ‘প্রথম ধারণার ভিত্তিতে’। ইংরেজিতে এর অর্থ “At the first sight” বা “Based on the first impression”। সাধারণত কোনো ঘটনা, তথ্য বা প্রমাণকে প্রথমবার দেখেই যে ধারণা তৈরি হয়, তাকে বোঝাতে এই বাক্যাংশটি ব্যবহৃত হয়। এর উৎস Oxford Dictionary অনুযায়ী ল্যাটিন ভাষা।
• ‘Prima’ শব্দের অর্থ ‘প্রথম’ এবং ‘Facie’ শব্দের অর্থ ‘চেহারা’ বা ‘রূপ’।
• এই ফ্রেজটি সাধারণত আইন, দর্শন ও একাডেমিক আলোচনায় ব্যবহৃত হয়।
• আইনি প্রেক্ষাপটে, ‘Prima Facie Evidence’ বলতে বোঝানো হয় এমন প্রমাণ যা প্রথম দৃষ্টিতে সত্য বলে মনে হয়, যতক্ষণ না বিপরীত প্রমাণ পাওয়া যায়।
• এটি প্রায়শই বিচারপ্রক্রিয়ার প্রাথমিক পর্যায়ে কোনো বিষয়ের প্রাথমিক গ্রহণযোগ্যতা বোঝাতে ব্যবহৃত হয়।
• দৈনন্দিন ব্যবহারেও এই ফ্রেজটি প্রথম ধারণা বা তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রকাশে ব্যবহৃত হতে পারে।
• ইংরেজি ভাষায় এটি একটি স্থায়ী আইনি ও প্রাতিষ্ঠানিক পরিভাষা, যা যুক্তি বা অনুমানের প্রাথমিক অবস্থানকে প্রকাশ করে।
0
Updated: 6 days ago
The word 'plurality' means-
Created: 5 months ago
A
The letter 'S'
B
Chaos and confusion
C
Men and women
D
The holding of more than one office at a time
Plurality (noun)
Plural: pluralities
English Meaning:
-
A state or condition where there are many different kinds or types of something; variety or multiplicity.
-
The quality of being plural or made up of more than one; for example, "a plurality of worlds" implies multiple worlds. In grammar, it refers to forms indicating more than one (as in plural verbs).
-
In politics or official context, it can also mean the holding of more than one office at the same time.
Bangla Meaning:
১। [Uncountable noun] বিভিন্নতা বা বহুত্ব; [Countable noun] অনেক সংখ্যক কিছু; (ভোট ইত্যাদির ক্ষেত্রে) সংখ্যাগরিষ্ঠতা বা অধিকাংশ।
২। [Uncountable noun] একাধিক পদ বা দায়িত্ব একসাথে ধারণ করার অবস্থা (বহুপদাধিকার); [Countable noun] যুগ্মভাবে ধারণ করা পদ বা দায়িত্ব (যুগ্মাধিকার)।
Example Usage:
-
The plurality of cultures in a cosmopolitan city enriches its identity.
-
He was criticized for holding a plurality of offices in the administration.
Sources:
-
Cambridge Dictionary
-
Accessible Dictionary by Bangla Academy
0
Updated: 5 months ago
What is the meaning of the proverb 'Indolence is the mother of poverty'?
Created: 1 month ago
A
আলস্যই দারিদ্রের মূল।
B
ইহা বলাই বাহুল্য।
C
অতীতের কথা তুলে দুঃখ করে লাভ নেই।
D
এক হাতে তালি বাজে না।
• Correct answer: আলস্যই দারিদ্রের মূল।
• Indolence is the mother of poverty.
- আলস্যই দারিদ্রের মূল।
Other options:
• It goes without saying.
- ইহা বলাই বাহুল্য।
• It is no use crying over spilt milk.
- অতীতের কথা তুলে দুঃখ করে লাভ নেই।
• It takes two to make a quarrel.
- এক হাতে তালি বাজে না।
0
Updated: 1 month ago