Choose a similar word in meaning to the word 'Generosity'.
A
Sympathy
B
Frugality
C
Munificence
D
Cutting back
উত্তরের বিবরণ
Correct Answer: Munificence
Generosity (Noun)
-
English Meaning: The quality of being kind and generous; the quality or fact of being plentiful or large.
-
Bangla Meaning: উদারতা, মহত্ত্ব, সহৃদয়তা; উদার বা মহৎ কাজ।
Given Options:
-
ক) Sympathy – সহানুভূতি; সমবেদনা; দরদ; কারুণ্য; অনুকম্পা; অনুবেদনা।
-
খ) Frugality – মিতব্যয়িতা।
-
গ) Munificence – অপরিমিত দানশীলতা।
-
ঘ) Cutting back – ছাঁটাই, হ্রাস করা।
Explanation:
Generosity-এর অর্থ হলো উদারতা বা অপরিমিত দানশীলতা, যা সরাসরি Munificence-এর সঙ্গে মিলে যায়। অন্য বিকল্পগুলো অর্থের দিক থেকে সম্পূর্ণ ভিন্ন।
0
Updated: 1 month ago
What is the meaning of the word 'sequences'?
Created: 5 months ago
A
to follow
B
round up
C
withdraw
D
question closely
Sequence — পরম্পরা, ক্রম, অনুক্রম, আনুপূর্ব, পারম্পর্য, অনুলোপ।
• প্রশ্নে উল্লেখিত অপশনগুলোর বিশ্লেষণঃ
ক) To follow — অনুসরণ করা, ধারাবাহিকভাবে ক্রম মেনে চলা।
খ) Round up — পূর্ণ সংখ্যায় নিয়ে আসা; তাড়া করে একত্রিত করা বা গ্রেফতার করা।
গ) Withdraw — সরে যাওয়া; তুলে নেওয়া বা সরিয়ে ফেলা।
ঘ) Question closely — গভীরভাবে প্রশ্ন করা।
উপরের বিশ্লেষণ থেকে বোঝা যায়, উল্লেখিত অপশনগুলোর মধ্যে "to follow" শব্দটির অর্থই সবচেয়ে বেশি "Sequence" শব্দের সাথে সঙ্গতিপূর্ণ।
অতএব, বলা যায়:
The meaning of the word ‘sequences’ is “to follow”.
উৎস:
-
Accessible Dictionary by Bangla Academy
-
Oxford Learner’s Dictionary
0
Updated: 5 months ago
The word 'omnivorous' means:
Created: 2 months ago
A
eating all types of food
B
eating only fruits
C
eating only meat
D
eating grass and plants only
Omnivorous (adjective)
ইংরেজিতে অর্থ:
-
যে প্রাণী উভয়—শাকসবজি ও মাংস—খেতে পারে।
-
যে কোনো বিষয়ে অনেক রকম আগ্রহী বা উৎসাহী।
বাংলা অর্থ:
-
(প্রাণীবিশেষ) সর্বভূক; সব ধরনের খাবার খায়।
-
(মানব বা মনোভাবের ক্ষেত্রে) সর্বপাঠী; সব ধরনের বই পড়ে বা বিভিন্ন বিষয়ের প্রতি আগ্রহী।
উদাহরণ:
-
He is an omnivorous reader, exploring both novels and scientific articles.
→ তিনি একজন সর্বপাঠী পাঠক, যিনি উপন্যাস এবং বৈজ্ঞানিক প্রবন্ধ দুটোই পড়েন।
উৎস: Cambridge Dictionary
0
Updated: 2 months ago
The word ‘homogeneous’ means:
Created: 5 months ago
A
Of the same kind
B
Of the same place
C
Of the same race
D
Of the same density
Homogeneous (adjective)
English Meaning: Things that are of the same nature, kind, or type; composed of elements or parts that are alike.
Bangla Meaning: একই প্রকার বা প্রকৃতির অংশ নিয়ে গঠিত; সমজাতীয়, সমঘন, সমমাত্র।
সমার্থক শব্দ (Synonyms):
-
Identical (এক; অভিন্ন)
-
Similar (সদৃশ; অনুরূপ)
-
Alike (একই রকম; সদৃশ)
-
Equivalent (সমতুল্য)
-
Fungible (বিনিময়যোগ্য)
বিপরীত শব্দ (Antonyms):
-
Heterogeneous (অসমসত্ত; বৈচিত্র্যময়)
-
Different (ভিন্ন; অন্য রকম)
-
Dissimilar (অসদৃশ; বিসদৃশ)
-
Diverse (বৈচিত্র্যপূর্ণ)
-
Mixed (মিশ্রিত)
অন্যান্য রূপ (Other Forms):
-
Noun: Homogeneity (সমজাতীয়তা; সমঘনত্ব)
-
Verb (transitive): Homogenize / Homogenise — কিছু সমঘন বা সমজাতীয় করে তোলা; বিশেষ করে দুধের চর্বিকণাকে একরূপভাবে মিশিয়ে দেওয়া যাতে তা সমানভাবে বিতরণ হয়।
উদাহরণ বাক্য (Example Sentences):
-
If we want to reduce traffic jams and slowdowns, creating homogeneous traffic is essential.
-
Building a homogeneous workforce does not guarantee organisational success.
তথ্যসূত্র (Sources):
-
Live MCQ Lecture
-
Oxford Learner's Dictionary
-
বাংলা একাডেমির Accessible Dictionary
0
Updated: 5 months ago