‘ভাষা মানুষের মুখ হতে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে।' উক্তিটি কে করেছেন?
A
প্রমথনাথ বিশী
B
প্রমথ চৌধুরী
C
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
D
মীর মশাররফ হোসেন
উত্তরের বিবরণ
প্রমথ চৌধুরী ছিলেন একজন সাহিত্যিক এবং বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক। তিনি ১৮৬৮ সালের ৭ আগস্ট যশোরে জন্মগ্রহণ করেন। সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল।
-
রচিত ‘বীরবলের হালখাতা’ ১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এতে তিনি প্রথমবার বাংলা গদ্যে চলিত রীতির প্রয়োগ করেন।
-
বাংলা কাব্য সাহিত্যে তিনিই প্রথম ইতালীয় সনেট প্রবর্তন করেন।
-
তিনি সম্পাদনা করেছেন ‘সবুজপত্র’ পত্রিকা।
প্রমথ চৌধুরীর কিছু বিখ্যাত উক্তি:
-
“সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত” (বইপড়া)
-
“ভাষা মানুষের মুখ হতে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে” (ভাষার কথা)
-
“জীবনে জ্যাঠামি, সাহিত্যে ন্যাকামি সহ্য করতে পারতেন না” (সাহিত্যের খেলা)
-
“কাব্যজগতে যার নাম আনন্দ, তারই নাম বেদনা” (সাহিত্যের খেলা)
-
“সাহিত্যের উদ্দেশ্যে সকলকে আনন্দ দান করা কারো মনোরঞ্জনের বিষয় নয়” (সাহিত্যে খেলা)
রচিত কাব্যগ্রন্থ:
-
সনেট পঞ্চাশৎ
-
পদচারণ
রচিত প্রবন্ধগ্রন্থ:
-
তেল নুন লকড়ি
-
বীরবলের হালখাতা
-
নানাকথা
-
আমাদের শিক্ষা
-
রায়তের কথা
-
নানাচর্চা
-
আত্মকথা
-
প্রবন্ধসংগ্রহ ইত্যাদি
রচিত গল্পগ্রন্থ:
-
চার ইয়ারী কথা
-
আহুতি
-
নীললোহিত
0
Updated: 1 month ago
প্রমথ চৌধুরীর মতে যৌবনকে এদেশের মানুষ ভয় পায়, কারণ-
Created: 4 weeks ago
A
যৌবন প্রকৃতি বিরুদ্ধ
B
যৌবন মানব জীবনে বিরাট এক ফাঁড়া
C
যৌবন শাসনযোগ্য নয়
D
যৌবনের অন্তরে শক্তি আছে
এই উক্তি আমাদের দেখায় যে যৌবন শুধু বয়স নয়, বরং শক্তি, উদ্যম ও সম্ভাবনার প্রতীক। তাই মানুষ প্রায়শই যৌবনের কাছে সম্মোহিত বা ভয় পায়, কারণ এতে অন্তর্নিহিত শক্তি ও ক্ষমতা লুকানো থাকে।
-
উক্তি থেকে বোঝা যায় যে শক্তি ও উদ্যমের সাথে বয়সের সম্পর্ক অত্যন্ত গভীর।
-
যৌবন মানেই নতুন সম্ভাবনা ও উদ্যোগের সময়, যা কখনও কখনও অন্যদের মনে ভীতি সৃষ্টি করতে পারে।
-
প্রমথ চৌধুরীর এই বক্তব্যে যৌবনের সাহস, উদ্যম ও ক্ষমতার গুরুত্ব তুলে ধরা হয়েছে।
1
Updated: 4 weeks ago
প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম–
Created: 2 months ago
A
তত্ত্ববোধিনী
B
কল্লোল
C
সবুজ পত্র
D
ধূমকেতু
তত্ত্ববোধিনী - অক্ষয়কুমার দত্ত, কল্লোল - দীনেশরঞ্জন দাস, ধূমকেতু - কাজী নজরুল ইসলাম, সবুজপত্র - প্রমথ চৌধুরী। সবুজপত্র ১৯১৪ সালে প্রকাশ ঘটে।
0
Updated: 2 months ago
কে বাংলা গদ্যে চলিত রীতি প্রবর্তন করেন?
Created: 2 months ago
A
উইলিয়াম কেরি
B
ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
C
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
D
প্রমথ চৌধুরী
প্রমথ চৌধুরী:
-
জন্ম: ১৮৬৮ সালের ৭ আগস্ট, যশোরে।
-
তিনি বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক।
-
সবুজপত্র পত্রিকা সম্পাদনার মাধ্যমে বাংলা সাহিত্যে চলিতরীতি প্রবর্তন করেন।
-
বাংলা সাহিত্যে তিনি বিদ্রূপাত্মক প্রবন্ধিক হিসেবে পরিচিত।
-
ছোটোগল্প ও সনেট রচনাতেও তার বিশিষ্ট অবদান রয়েছে।
-
প্রমথ চৌধুরীর সম্পাদিত পত্রিকা: সবুজপত্র।
-
চলিত রীতিতে তার প্রথম গদ্যরচনা: বীরবলের হালখাতা।
-
প্রমথ চৌধুরীর উক্তি: “সুশিক্ষিত লোক মানে স্বশিক্ষিত”।
কাব্যগ্রন্থ:
-
সনেট পঞ্চাশৎ
-
পদচারণ
গল্পগ্রন্থ:
-
চার-ইয়ারি কথা
-
নীললোহিত ও গল্প সংগ্রহ
-
আহুতি
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago