'রাজা প্রতাপাদিত্য চরিত্র' গ্রন্থের রচনা করেছেন কে?
A
রামরাম বসু
B
উইলিয়াম কেরি
C
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
D
গোলোকনাথ শর্মা
উত্তরের বিবরণ
রামরাম বসু রচিত গ্রন্থ ‘রাজা প্রতাপাদিত্য চরিত্র’ ১৮০১ সালে প্রকাশিত হয়। এটি বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ হিসেবে পরিচিত।
-
রামরাম বসু উইলিয়াম কেরিকে বাংলা ভাষা শেখান (১৭৯৩ থেকে ১৭৯৬ পর্যন্ত)।
-
এজন্য তিনি কেরি সাহেবের মুন্সি নামে পরিচিত ছিলেন।

0
Updated: 1 day ago
'সেক শুভোদয়া' গ্রন্থের রচয়িতা কে?
Created: 1 month ago
A
রামাই পণ্ডিত
B
বড়ু চণ্ডীদাস
C
হলায়ূধ মিশ্র
D
বৃন্দাবন দাস
'সেক শুভোদয়া' গ্রন্থ
-
রচয়িতা: হলায়ূধ মিশ্র
-
ভাষা ও শৈলী: অশুদ্ধ বাংলা ও সংস্কৃত মিশ্রিত, সংস্কৃত গদ্য-পদ্যে লেখা চম্পুকাব্য
-
ঐতিহাসিক প্রেক্ষাপট: অনেকে একে রজা লক্ষ্মণ সেনের সভাকবি হলায়ূধ মিশ্রের রচনা বলে মনে করেন।
- ড. মুহম্মদ এনামুল হকের মতে, খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীর গোড়ার দিকের রচনা। -
গঠন: গদ্য ও পদ্য মিলিয়ে ২৫টি অধ্যায়
-
বিশেষত্ব: গ্রন্থে বাংলা ছড়া ও বাগধারার ব্যবহার লক্ষ্য করা যায়; তবে প্রচুর ভুল সংস্কৃত ব্যবহার রয়েছে।
- ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় একে ‘dog Sanskrit’ বলেছেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলা সাহিত্যের ইতিহাস

0
Updated: 1 month ago
'আলবেরুনী' - গ্রন্থটি রচনা করেন কে?
Created: 3 days ago
A
সমর সেন
B
শামসুজ্জামান খান
C
সত্যেন সেন
D
সত্যেন্দ্রনাথ দত্ত
সত্যেন সেন ছিলেন একজন সাহিত্যিক ও রাজনীতিবিদ। তিনি ১৯০৭ সালে বিক্রমপুরের সোনারঙ গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৮ সালে তিনি ‘উদীচী’ নামের একটি সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা করেন এবং ১৯৭০ সালে উপন্যাস রচনার জন্য বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
তাঁর রচিত উপন্যাসসমূহ:
-
ভোরের বিহঙ্গী
-
রুদ্ধদ্বার মুক্তপ্রাণ
-
পদচিহ্ন
-
আলবেরুনী
-
সাত নম্বর ওয়ার্ড

0
Updated: 3 days ago
'হাবেদা মরুর কাহিনী' গ্রন্থটির রচয়িতা কে?
Created: 11 hours ago
A
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
B
কায়কোবাদ
C
গোলাম মোস্তফা
D
ফররুখ আহমদ
"হাবেদা মরুর কাহিনী" বাংলাদেশের প্রখ্যাত কবি ফররুখ আহমদ রচিত একটি কাব্যগ্রন্থ, যা ১৯৮১ সালে প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থে ফররুখ আহমদের কবিতার ধারা প্রতিফলিত, যেখানে মুসলিম রেনেসাঁর অনুপ্রেরণা, আরব-ইরানের ঐতিহ্য এবং ইসলামের আদর্শ প্রকাশ পেয়েছে।
-
ফররুখ আহমদ:
-
তিনি একজন প্রখ্যাত বাংলাদেশি কবি। ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন।
-
'মুসলিম রেনেসাঁর কবি' বা 'মুসলিম পুনর্জাগরণবাদী কবি' হিসেবে পরিচিতি লাভ করেছেন।
-
তাঁর কাব্যের মূল প্রবণতা মুসলিম সংস্কৃতির গৌরবকীর্তন ও জাতীয় চেতনার পুনর্জাগরণ।
-
কবিতায় পাকিস্তানবাদ, ইসলামিক আদর্শ ও আরব-ইরানের ঐতিহ্য স্পষ্টভাবে ফুটে উঠেছে।
-
অর্জিত পুরস্কার:
-
হাতেমতায়ী কাহিনিকাব্যের জন্য আদমজি পুরস্কার
-
'পাখির বাসা' গ্রন্থের জন্য ইউনেস্কো পুরস্কার
-
-
-
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
-
সাত সাগরের মাঝি
-
সিরাজাম মুনিরা
-
নৌফেল ও হাতেম
-
মুহূর্তের কবিতা
-
হাতেমতায়ী
-
হাবেদা মরুর কাহিনী
-
-
শিশুতোষ রচনা:
-
পাখির বাসা
-
হরফের ছড়া
-
ছড়ার আসর
-

0
Updated: 11 hours ago