মধ্যযুগের সর্বশেষ কবি কে?
A
ভারতচন্দ্র রায়গুণাকর
B
আলাওল
C
মুকুন্দরাম চক্রবর্তী
D
ঈশ্বরচন্দ্র গুপ্ত
উত্তরের বিবরণ
ভারতচন্দ্র রায়গুণাকর ১৭১২ সালে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার পাণ্ডুয়া গ্রামে একটি জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মঙ্গলযুগ তথা মধ্যযুগের সর্বশেষ কবি এবং মধ্যযুগের বাংলা সাহিত্যের একজন শ্রেষ্ঠ কবি হিসেবে পরিচিত।
-
নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন তিনি।
-
রাজা কৃষ্ণচন্দ্র ভারতচন্দ্রকে ‘রায়গুণাকর’ উপাধি দেন।
-
তিনি রচনা করেন ‘অন্নদামঙ্গল’ কাব্য, যা রাজার আদেশে রচিত হয়।
-
ভারতচন্দ্র রায়গুণাকর ১৭৬০ সালে মৃত্যুবরণ করেন।

0
Updated: 1 day ago
মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন?
Created: 1 month ago
A
১৭৫৬
B
১৭৫২
C
১৭৬০
D
১৭৬২
ভারতচন্দ্র রায়গুণাকর
-
ভারতচন্দ্র রায়গুণাকর ১৭১২ সালে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার পাণ্ডুয়া গ্রামে জমিদার পরিবারের সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন।
-
তিনি বাংলা সাহিত্যের মধ্যযুগের শেষতম কবি এবং সেই সময়ের একজন প্রধান কবি।
-
নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের অধীনে তিনি সভাকবি হিসেবে কাজ করতেন।
-
রাজা কৃষ্ণচন্দ্র তাকে "রায়গুণাকর" উপাধি দেন।
-
ভারতচন্দ্র রায়গুণাকর ‘অন্নদামঙ্গল’ কাব্যের রচয়িতা। এই মহাকাব্য রচনার জন্য তিনি রাজা কৃষ্ণচন্দ্রের বিশেষ আদেশ পান।
-
তিনি ১৭৬০ সালে মৃত্যুবরণ করেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ।

0
Updated: 1 month ago
'আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে।' - উক্তিটি কোন সাহিত্যিকের?
Created: 1 month ago
A
জ্ঞানদাস
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
ভারতচন্দ্র রায়গুণাকর
D
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ভারতচন্দ্র রায়গুণাকরের অন্নদামঙ্গল কাব্য
কবিতার উদাহরণ:
-
“প্রণমিয়া পাটুনী কহিছে জোড় হাতে,
আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।”-
আলোচিত পঙক্তিটি অন্নদামঙ্গল কাব্যের 'আমার সন্তান' কবিতার অন্তর্গত
-
এখানে লেখক ঈশ্বরী পাটনীর মুখ দিয়ে বলেছেন “আমার সন্তান যেন থাকে দুধে ভাতে”
-
অন্নদামঙ্গল কাব্য সম্পর্কে:
-
রচয়িতা: ভারতচন্দ্র রায়গুণাকর
-
তাকে মধ্যযুগের প্রথম নাগরিক কবি বলা হয়
-
প্রধান চরিত্র: মানসিংহ, ভবানন্দ, বিদ্যাসুন্দর, মালিনী, ঈশ্বরী পাটনী প্রমুখ
-
ভাগ: তিন খণ্ডে বিভক্ত
-
শিবনারায়ণ
-
কালিকামঙ্গল
-
মানসিংহ-ভবানন্দ খণ্ড
-
-
ঈশ্বরী পাটনীর উক্তি: "আমার সন্তান যেন থাকে দুধে ভাতে"
কাব্যের কিছু বিখ্যাত পঙক্তি:
-
“মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।”
-
“নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?”
-
“আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।”
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 1 month ago
কোন রাজসভা কর্তৃক ভারতচন্দ্রকে 'রায়গুণাকর' উপাধি প্রদান করা হয়?
Created: 5 days ago
A
আরাকান রাজসভা
B
লক্ষ্মণ সেনের রাজসভা
C
রোসাঙ্গ রাজসভা
D
কৃষ্ণনগর রাজসভা
ভারতচন্দ্র রায়গুণাকর ছিলেন মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি এবং বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি।
-
তিনি নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন।
-
কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে তিনি 'অন্নদামঙ্গল' কাব্য রচনা করেন, যা তিনটি খণ্ডে বিভক্ত।
-
এই কাব্যের জন্য মহারাজ কৃষ্ণচন্দ্র তাঁকে 'রায়গুণাকর' উপাধি দেন।
-
ভারতচন্দ্রের প্রথম কাব্য ছিল বিমিশ্র দেবতা সত্যনারায়ণের সম্মানে রচিত একটি পাঁচালি।
-
তাঁকে মধ্যযুগের শেষ বড় কবি বা নাগরিক কবি হিসেবেও অভিহিত করা হয়।

0
Updated: 5 days ago