A
সোনা মসজিদ
B
চট্টগ্রাম
C
বেনাপোল
D
হিলি
উত্তরের বিবরণ
বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম স্থলবন্দর হচ্ছে বেনাপোল, যা যশোর জেলায় অবস্থিত। দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিসেবে পরিচিত হিলি স্থলবন্দর, যা দিনাজপুর জেলায় অবস্থিত।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ (বাস্থবক) দেশের স্থলপথে আমদানি-রপ্তানির কার্যক্রমকে আরও উন্নত ও সহজতর করার উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে। এ কর্তৃপক্ষের আওতায় বর্তমানে মোট ২৪টি স্থলবন্দর রয়েছে, যার মধ্যে ১৬টি স্থলবন্দর বর্তমানে চালু রয়েছে।
চালু থাকা ১৬টি স্থলবন্দরের মধ্যে ১১টি বন্দর সরাসরি বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। এসব বন্দর হলো:
-
বেনাপোল
-
ভোমরা
-
আখাউড়া
-
বুড়িমারী
-
নাকুগাঁও
-
তামাবিল
-
সোনাহাট
-
গোবড়াকুড়া-কড়ইতলী
-
বিলোনিয়া
-
শেওলা
-
ধানুয়াকামালপুর
অপরদিকে, সোনামসজিদ, হিলি, টেকনাফ, বাংলাবান্ধা ও বিবিরবাজার – এই ৫টি স্থলবন্দর পরিচালিত হচ্ছে BOT (Build-Operate-Transfer) ভিত্তিতে।
বর্তমানে রামগড় ও বাল্লা — এই দুটি স্থলবন্দর চালুর অপেক্ষায় রয়েছে।
তথ্যসূত্র: বাংলাপিডিয়া, বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।

0
Updated: 2 weeks ago