(প্রশ্নটি তৎকালীন 'সাম্প্রতিক প্রশ্ন'। তখনকার সময়ের সঠিক উত্তর এখন আর গুরুত্বপূর্ণ নয়।) সম্প্রতি 'সাফ' ফুটবলে এই দেশের সাথে খেলে বাংলাদেশ শিরোপা পায়-
A
মালদ্বীপ
B
ভারত
C
পাকিস্তান
D
নেপাল
উত্তরের বিবরণ
প্রশ্নটি তৎকালীন 'সাম্প্রতিক প্রশ্ন'। তখনকার সময়ের সঠিক উত্তর এখন আর গুরুত্বপূর্ণ নয়।
0
Updated: 3 months ago
২০২৫ সালে ক্রীড়া ক্ষেত্রে একুশে পদক পেয়েছেন কোন প্রতিষ্ঠান?
Created: 1 month ago
A
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
B
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল
C
বাংলাদেশ কাবাডি দল
D
বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল
একুশে পদক বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় পুরস্কার, যা প্রতি বছর মহান ভাষা আন্দোলনের স্মরণে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য প্রদান করা হয়। ২০২৫ সালে মোট ১৭ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে এই সম্মাননা প্রদান করা হয়।
-
ক্রীড়া: বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
-
গবেষণা: মঈদুল হাসান (মূলধারা ৭১ এর রচয়িতা)।
-
ভাষা ও সাহিত্য: শহীদুল জহির (মরণোত্তর) ও হেলাল হাফিজ (মরণোত্তর)।
-
সংস্কৃতি ও শিক্ষা: ড. শহীদুল আলম।
-
বিজ্ঞান ও প্রযুক্তি: মেহেদী হাসান খান, রিফাত নবী, মো. তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা।
-
সাংবাদিকতা: মাহফুজ উল্লাহ (মরণোত্তর)।
-
সাংবাদিকতা ও মানবাধিকার: মাহমুদুর রহমান।
-
শিল্পকলা (চলচ্চিত্র): আজিজুর রহমান।
-
সংগীত: উস্তাদ নীরদ বরণ বড়ুয়া ও ফেরদৌস আরা।
-
আলোকচিত্র: নাসির আলী মামুন।
-
চিত্রকলা: রোকেয়া সুলতানা।
-
শিক্ষা: ড. নিয়াজ জামান।
-
সমাজসেবা: মোহাম্মদ ইউসুফ চৌধুরি।
0
Updated: 1 month ago
স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন?
Created: 1 month ago
A
জাকারিয়া পিন্টু
B
হুমায়ুন কায়সার
C
আব্দুল জব্বার
D
কাজী সালাহউদ্দিন
স্বাধীন বাংলাদেমের ফুটবল দল দেশের মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ১৯৭১ সালে দেশের শীর্ষ ফুটবলাররা গঠন করেছিলেন এই দলটি, যা মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিকভাবে জনমত সৃষ্টি করতে এবং দেশের স্বাধীনতা সমর্থনে মাঠে অবদান রাখতে ভূমিকা রেখেছিল।
-
প্রথম জাতীয় ফুটবল দলের অধিনায়ক: জাকারিয়া পিন্টু।
-
মুক্তিযুদ্ধের সময় গঠন: দেশের শীর্ষ ফুটবলাররা স্বাধীন বাংলা ফুটবল দল গঠন করেছিলেন।
-
দলের লক্ষ্য: দেশের মানুষের মুক্তির পক্ষে বিশ্বজনমত তৈরি করা।
-
ম্যাচ: ভারতের বিভিন্ন রাজ্যে ১৬টি ম্যাচে অংশগ্রহণ, যার ১২টিতেই জয়।
-
পরবর্তী কর্মকাণ্ড: তাঁর অধিনায়কত্বে ১৯৭৩ সালে মালয়েশিয়ার মারদেকা কাপে বাংলাদেশ অংশ নেয়।
-
মৃত্যু: ১৮ নভেম্বর ২০২৪।
0
Updated: 1 month ago