নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ?
A
বাগদান
B
সংসার
C
উচ্ছেদ
D
পরস্পর
উত্তরের বিবরণ
নিপাতনে সিদ্ধ সন্ধি হলো এমন কিছু সন্ধি যা নির্দিষ্ট কোনো নিয়ম অনুসারে গঠিত হয় না। অর্থাৎ এ ধরনের সন্ধিগুলো ব্যাকরণের সাধারণ নিয়মে ব্যাখ্যা করা যায় না।
কিছু নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধির উদাহরণ হলো:
-
বন + পতি = বনস্পতি
-
আ + চর্য = আশ্চর্য
-
গো + পদ = গোষ্পদ
-
পর + পর = পরস্পর
-
ষট্ + দশ = ষোড়শ
-
এক + দশ = একাদশ
-
পতৎ + অঞ্জলি = পতঞ্জলি
অন্যদিকে কিছু সাধারণ ব্যঞ্জনসন্ধির উদাহরণ হলো:
-
সম + সার = সংসার
-
উৎ + ছেদ = উচ্ছেদ
-
বাক্ + দান = বাগদান
0
Updated: 1 month ago
'দ্যুলোক' শব্দের যথার্থ সন্ধি-বিচ্ছেদ কোনটি?
Created: 5 months ago
A
দুঃ + লোক
B
দিব্ + লোক
C
দ্বি + লোক
D
দ্বিঃ + লোক
‘দ্যুলোক’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ — ‘দিব্ + লোক’
এটি একটি নিপাতনে সিদ্ধ ব্যাঞ্জন সন্ধি।
নিপাতনে সিদ্ধ ব্যাঞ্জন সন্ধি কী?
ব্যাকরণের নিয়মমতো কোনো কর্ম বা পরিবর্তন ব্যাখ্যা করা সম্ভব না হলেও, বাস্তবে তা ঘটে থাকলে সেই ব্যতিক্রমকে বৈধতা দেওয়াকে নিপাতনে সিদ্ধ বলা হয়।
নিপাতনে সিদ্ধ ব্যাঞ্জন সন্ধির কিছু উদাহরণ:
-
আশ্চর্য = আ + চর্য
-
ষোড়শ = ষট্ + দশ
-
পতঞ্জলি = পতৎ + অঞ্জলি
-
একাদশ = এক + দশ
-
বৃহস্পতি = বৃহৎ + পতি
-
গোষ্পদ = গো + পদ
-
বনস্পতি = বন + পতি
-
পরস্পর = পর + পর
সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
0
Updated: 5 months ago
‘আশ্চর্য’ শব্দটি কোন ধরনের সন্ধির উদাহরণ?
Created: 2 months ago
A
স্বরসন্ধি
B
ব্যঞ্জনসন্ধি
C
নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি
D
বিসর্গসন্ধি
• কিছু নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি:
-
বন্ + পতি = বনস্পতি
-
আ + চর্য = আশ্চর্য
-
গো + পদ = গোষ্পদ
-
পর্ + পর = পরস্পর
-
ষট্ + দশ = ষোড়শ
-
এক্ + দশ = একাদশ
-
পতৎ + অঞ্জলি = পতঞ্জলি
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
0
Updated: 2 months ago
কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি?
Created: 2 months ago
A
আস্পদ
B
স্বাধীন
C
সপ্তর্ষি
D
প্রচ্ছদ
0
Updated: 2 months ago