নিচের কোনটি গ্রিক শব্দ?
A
দাম
B
লুঙ্গি
C
তুফান
D
কুপন
উত্তরের বিবরণ
বাংলা একাডেমি প্রণীত আধুনিক বাংলা অভিধান অনুসারে ‘দাম’ শব্দটি গ্রিক উৎস থেকে এসেছে। এর অর্থ হলো মূল্য, দর, মর্যাদা ও গুরুত্ব।
অন্যদিকে,
-
লুঙ্গি শব্দটি ফারসি উৎস থেকে আগত।
-
তুফান শব্দটি এসেছে আরবি থেকে।
-
কুপন শব্দটি এসেছে ফরাসি ভাষা থেকে।
0
Updated: 1 month ago
’সওগাত’ শব্দটি কোন ভাষা থেকে গৃহীত হয়েছে?
Created: 2 months ago
A
আরবি
B
তুর্কি
C
ফারসি
D
জাপানি
সওগাত
-
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে ‘সওগাত’ শব্দটি তুর্কি ভাষা থেকে গৃহীত।
-
এটি একটি বিশেষ্য পদ।
অর্থ: উপহার, ভেট।
তুর্কি ভাষা থেকে গৃহীত কিছু গুরুত্বপূর্ণ শব্দ
উজবুক, বাবুর্চি, বেগম, কাবু, কাঁচি, তোপ, কুর্নিশ, কোর্মা, চাকু, চোগা, তকমা।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
0
Updated: 2 months ago
গঠন বিবেচনায় বাংলা শব্দকে কয় ভাগে ভাগ করা যায়?
Created: 2 months ago
A
২ ভাগে
B
৩ ভাগে
C
৪ ভাগে
D
৫ ভাগে
গঠন অনুসারে বাংলা শব্দের বিভাজন
১. মৌলিক শব্দ
-
যেসব শব্দ ভেঙে বিশ্লেষণ করা যায় না।
-
এরা মূল আকারেই ব্যবহৃত হয়।
-
উদাহরণ: গোলাপ, নাক, লাল, তিন, ভাই, কলা, মাটি।
২. সাধিত শব্দ
-
যেসব শব্দ মৌলিক শব্দ বা ধাতুর সঙ্গে প্রত্যয়, বিভক্তি বা উপসর্গ যোগে গঠিত হয়।
-
অর্থাৎ বিশ্লেষণ করলে মূল শব্দ পাওয়া যায়।
-
উদাহরণ: দেশি (দেশ + ই), মাটির (মাটি + র), বোনের (বোন + এর), হাতগুলো (হাত + গুলো), গোলাপী (গোলাপ + য়ী)।
0
Updated: 2 months ago
নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ?
Created: 2 months ago
A
খোকা
B
ধোপা
C
কৃতদার
D
নেতা
নিত্য নরবাচক ও নিত্য নারীবাচক শব্দ
-
যে সব শব্দের নর বা নারীবাচক রূপ নেই, সেগুলোকে নিত্য নরবাচক ও নিত্য নারীবাচক বলা হয়।
নিত্য নরবাচক: কৃতদার, অকৃতদার।
নিত্য নারীবাচক: সতীন, বিধবা।
অন্যদিকে:
-
খোকা → খুকি
-
ধোপা → ধোপানি
-
নেতা → নেত্রী
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ৯ম-১০ম শ্রেণি, ২০২৫ সালের সংস্করণ।
0
Updated: 2 months ago