'সিরাজাম মুনীরা'- কোন ভাষায় রচিত গ্রন্থ?
A
বাংলা
B
আরবি
C
ফারসি
D
হিন্দি
উত্তরের বিবরণ
সিরাজাম মুনীরা' হলো ফররুখ আহমদের বাংলা ভাষায় রচিত একটি বিখ্যাত কাব্য। তিনি আধুনিক বাংলা কাব্যে ইসলামী চেতনা, আধ্যাত্মিকতা ও মানবতার আদর্শ তুলে ধরেছেন। কবিতার মাধ্যমে তিনি শুধু সাহিত্যেই নয়, সমাজেও বিশেষ অবদান রেখেছেন।
-
ফররুখ আহমদ ১৯১৮ সালে মাগুরা জেলার শ্রীপুর থানায় জন্মগ্রহণ করেন।
-
১৯৪৪ সালে কলকাতার দুর্ভিক্ষের প্রেক্ষাপটে রচিত ‘লাশ’ কবিতা তাঁকে প্রথম খ্যাতি এনে দেয়।
-
হাতেমতায়ী তাঁর একটি কাহিনিকাব্য।
-
নৌফেল ও হাতেম তাঁর রচিত একটি কাব্যনাট্য।
-
সাত সাগরের মাঝি হলো তাঁর প্রথম প্রকাশিত কাব্য।
তাঁর উল্লেখযোগ্য কাব্যের মধ্যে রয়েছে: সাত সাগরের মাঝি, সিরাজাম মুনিরা, নৌফেল ও হাতেম, মুহূর্তের কবিতা, হাতেমতায়ী, হাবেদা মরুর কাহিনী ইত্যাদি।
এ ছাড়া শিশুদের জন্যও তিনি অসাধারণ রচনা করেছেন। তাঁর শিশুতোষ রচনার মধ্যে উল্লেখযোগ্য হলো: পাখির বাসা, হরফের ছড়া, ছড়ার আসর ইত্যাদি।
0
Updated: 1 month ago
’শরৎ প্রতিভা’ গ্রন্থের লেখক কে?
Created: 2 months ago
A
হুমায়ূন আহমেদ
B
জাহানারা ইমাম
C
মাইকেল মধুসূদন দত্ত
D
নীলিমা ইব্রাহিম
নীলিমা ইব্রাহিম
-
তিনি ছিলেন শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজকর্মী।
-
জন্ম: ১৯২১ সালের ১১ অক্টোবর, বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামে, একটি জমিদার পরিবারে।
-
তিনি বহু জাতীয় ও আন্তর্জাতিক সমাজকল্যাণ, নারী-উন্নয়ন সংস্থা এবং বুদ্ধিবৃত্তিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
রচিত উপন্যাস
-
বিশ শতকের মেয়ে
-
এক পথ দুই বাঁক
-
কেয়াবন সঞ্চারিণী
-
বহ্নিবলয় ইত্যাদি
রচিত প্রবন্ধ ও গবেষণা
-
শরৎ প্রতিভা
-
বাংলার কবি মধুসূদন
-
ঊনবিংশ শতাব্দীর বাঙালী সমাজ ও বাংলার নাটক
-
বাঙালী মানস ও বাংলা সাহিত্য
-
অগ্নিস্নাত বঙ্গবন্ধুর ভস্মাচ্ছাদিত কন্যা আমি
-
আমি বীরাঙ্গনা বলছি
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
চণ্ডীচরণ মুনশী রচিত গ্রন্থ কোনটি?
Created: 2 months ago
A
ইতিহাস মালা
B
প্রবোধচন্দ্রিকা
C
লিপিমালা
D
তোতা ইতিহাস
চণ্ডীচরণ মুনশী রচিত গ্রন্থ
-
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ হলো ‘তোতা ইতিহাস’।
-
গ্রন্থটি প্রকাশিত হয় ১৮০৫ খ্রিষ্টাব্দে।
চণ্ডীচরণ মুনশী
-
তিনি ব্রিটিশ ভারতের একজন বাঙালি লেখক।
-
বাংলা ভাষার অধ্যাপক হিসেবে তিনি ফোর্ট উইলিয়াম কলেজে দায়িত্ব পালন করেছিলেন।
অন্যান্য গ্রন্থ ও তাঁদের রচয়িতা
-
ইতিহাস মালা — উইলিয়াম কেরি
-
প্রবোধচন্দ্রিকা — মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
-
লিপিমালা — রামরাম বসু
উৎস: বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি?
Created: 3 months ago
A
প্রভু যিশুর বাণী
B
কৃপার শাস্ত্রের অর্থভেদ
C
ফুলমণি ও করুণার বিবরণ
D
মিশনারি জীবন
• ‘কৃপার শাস্ত্রের অর্থ ভেদ’ গ্রন্থ
রোমান ক্যাথলিক ধর্মযাজক মানোএল দা আসসুম্পসাঁও ১৭৩৪ সালে ‘কৃপার শাস্ত্রের অর্থ ভেদ’ নামের একটি গ্রন্থ লেখেন এবং ১৭৪৩ সালে এটি পর্তুগালের লিসবনে রোমান হরফে মুদ্রিত হয়। এই গ্রন্থটিকে বাংলা গদ্যের প্রাথমিক রূপ হিসেবে ধরা হয়।
এই বইটি লেখা হয়েছিল ঢাকার ভাওয়াল এলাকার ‘নাগরী’ নামক স্থানে। এতে এক দিকে বাংলা ভাষায় এবং অন্য দিকে পর্তুগিজ ভাষায় গুরু ও শিষ্যের কথোপকথনের মাধ্যমে খ্রিস্টধর্ম ও খ্রিস্টানদের আচার-অনুষ্ঠান বোঝানো হয়েছে।
• মনোএল দা আসসুম্পসাঁও
তিনি একজন পর্তুগিজ খ্রিস্টান যাজক ছিলেন। বাংলা ভাষার ব্যাকরণ রচনায় তিনিই প্রথম উদ্যোগ নেন।
১৭৪৩ সালে তিনি দুটি বাংলা বই লেখেন ও মুদ্রণ করেন। বই দুটি হলো:
-
কৃপার শাস্ত্রের অর্থ ভেদ
-
ভোকাবুলিরও এম ইদিওমা বেনগল্লা ই পোরতুগিজ (যার অর্থ: বাংলা ও পর্তুগিজ ভাষার শব্দকোষ ও বাক্যপ্রয়োগ)
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর)
-
বাংলাপিডিয়া
-
বাংলা সাহিত্যের ইতিহাস (মাহবুবুল আলম)
0
Updated: 3 months ago