(প্রশ্নটি তৎকালীন 'সাম্প্রতিক প্রশ্ন'। তখনকার সময়ের সঠিক উত্তর এখন আর গুরুত্বপূর্ণ নয়।) ২০০৩-০৪ সনের বার্ষিক উন্নয়ন কর্মসূচির মোট ব্যয়-
A
২০,৩০০ কোটি টাকা
B
১৯,২০০ কোটি টাকা
C
১৭,১০০ কোটি টাকা
D
১৯,৫০০ কোটি টাকা
উত্তরের বিবরণ
বার্ষিক উন্নয়ন কর্মসূচি
- ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (ADP) বরাদ্দের পরিমাণ ২,৬৩,০০০ কোটি টাকা।
- এর আকার জিডিপির ৫.৩% ও বাজেটের ৩৬.৩%।
মোট রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা — ৪,৭৮,০০০ কোটি টাকা (GDP’এর ৯.৫১%)।
এনবিআর কর্তৃক কর রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা — ৪,১০,০০০ কোটি টাকা (GDP’এর ৮.১৬%)।
• মোট সরকারি ব্যয়:
— ৭,১৪,৪১৮ কোটি টাকা (জিডিপির ১৪.২১%)।
— পরিচালন ব্যয় — ৪,৫৩,২২৮ কোটি টাকা,
— উন্নয়ন ব্যয় — ২,৬০,০০৭ কোটি টাকা,
— বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাবদ ব্যয় — ২,৪৫,০০০ কোটি টাকা।
— অন্যান্য ব্যয় – ১১৮৩ কোটি টাকা।
উৎস: ২০২৩-২৪ জাতীয় বাজেট।

0
Updated: 2 weeks ago
(প্রশ্নটি তৎকালীন 'সাম্প্রতিক প্রশ্ন'। তখনকার সময়ের সঠিক উত্তর এখন আর গুরুত্বপূর্ণ নয়।) সম্প্রতি গার্মেন্টসসহ কতিপয় দ্রব্য বিনাশুল্কে কোন দেশে প্রবেশাধিকার পেয়েছে?
Created: 2 weeks ago
A
যুক্তরাষ্ট্র
B
কানাডা
C
জাপান
D
চীন
প্রশ্নটি তৎকালীন 'সাম্প্রতিক প্রশ্ন'। তখনকার সময়ের সঠিক উত্তর এখন আর গুরুত্বপূর্ণ নয়।
• বস্ত্র খাত:
- ২০২২-২৩ অর্থবছরে তৈরি পোশাক খাতে রপ্তানি আয় প্রায় ৪৬.৯৯ বিলিয়ন মার্কিন ডলার, যা উক্ত সময়ে দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮৪.৫৭ শতাংশ।
• গুরুত্বপূর্ণ তথ্য:
- বাংলাদেশের তৈরি পোশাক খাত ‘তৈরি পোশাক’ ও ‘নীটওয়্যার’ – ইত্যাদি কয়েক ধরনের রপ্তানি পণ্যের সমন্বয়ে গঠিত।
- ২০২৩-২৪ অর্থবছরে তৈরি পোশাক ও নীটওয়্যার পণ্যের রপ্তানি আয় – ৩২,৮৫৬ মিলিয়ন মার্কিন ডলার যা মোট রপ্তানি আয়ের ৮৫.৪৫%।
- একক পণ্য হিসাবে নীটওয়্যার সবচেয়ে বেশি রপ্তানি হয়। পরিমাণ – ১৮,৫৯২ মিলিয়ন মার্কিন ডলার।
সূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২৪, বাণিজ্য মন্ত্রণালয় ওয়েবসাইট।

0
Updated: 2 weeks ago