নিচের কোন পদকর্তা চর্যাপদের প্রথম পদটির রচিয়তা?
A
কাহ্নপা
B
ভুসুকুপা
C
শবরপা
D
লুইপা
উত্তরের বিবরণ
• 'লুইপা'
— চর্যাপদের
প্রথম পদের রচিয়তা।
• লুইপা:
- চর্যাপদে লুইপাকে আদি সিদ্ধাচার্য বলে
বিবেচনা করা হয়।
- তিনি চর্যাপদের — প্রথম ও ঊনত্রিশতম পদের
রচয়িতা।
- এছাড়াও সংস্কৃত ভাষায় তিনি চারটি গ্রন্থ
রচনা করেছিলেন।
- তাঁর একটি গ্রন্থের নাম
অভিসময়বিভঙ্গ’।
• কাআ
তরুবর পাঞ্চ বি ডাল।
চঞ্চল চীএ পৈঠা কাল।।-
পদটির রচয়িতা 'লুইপা'। এটি চর্যাপদের
প্রথম পদ।

0
Updated: 7 hours ago
হুমায়ূন আহমেদ মৃত্যুবরণ করেন কত সালে?
Created: 1 month ago
A
২০১২ সালে
B
২০১১ সালে
C
২০১০ সালে
D
২০১৩ সালে
হুমায়ূন আহমেদ
-
পেশা: কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, শিক্ষক।
-
জন্ম: ১৯৪৮, নেত্রকোনা জেলার মোহনগঞ্জে মাতামহের বাড়িতে।
-
পৈত্রিক বাড়ি: কুতুবপুর গ্রাম, কেন্দুয়া উপজেলা, নেত্রকোনা জেলা।
-
পিতা-মাতা: ফয়জুর রহমান আহমেদ (পিতা), আয়েশা আখতার খাতুন (মা, বর্তমানে আয়েশা ফয়েজ)।
-
মৃত্যু: ২০১২ সালে।
মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাসসমূহ
-
জোছনা ও জননীর গল্প
-
আগুনের পরশমণি
-
শ্যামল ছায়া
-
সৌরভ
-
অনীল বাগচীর একদিন

0
Updated: 1 month ago
এশিয়া কাপ- ২০২৫ অনুষ্ঠিত হবে কোথায়? [আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
ভারত
B
পাকিস্তান
C
বাংলাদেশ
D
সংযুক্ত আরব আমিরাত
এশিয়া কাপ-২০২৫
-
তারিখ: ৯ সেপ্টেম্বর – ২৮ সেপ্টেম্বর, ২০২৫
-
ফরম্যাট: টি-টোয়েন্টি
-
স্থান: সংযুক্ত আরব আমিরাত
-
অংশগ্রহণকারী দল: ৮টি দল
-
ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং, সংযুক্ত আরব আমিরাত, ওমান
-
-
গ্রুপ বিভাজন:
-
এ গ্রুপ: ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান
-
বি গ্রুপ: বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং
-
-
ম্যাচ ব্যবস্থা: প্রত্যেক দল গ্রুপ পর্বে ৩টি করে ম্যাচ খেলবে।

0
Updated: 1 month ago
কোন লেখকের ছদ্মনাম 'যুবনাশ্ব'?
Created: 1 month ago
A
নারায়ণ গঙ্গোপাধ্যায়
B
মণিশঙ্কর মুখোপাধ্যায়
C
নীহাররঞ্জন গুপ্ত
D
মণীশ ঘটক
ছদ্মনামসমূহ
আসল নাম | ছদ্মনাম |
---|---|
মণীশ ঘটক | যুবনাশ্ব |
নীহাররঞ্জন গুপ্ত | দাদাভাই, বাণভট্ট |
মণিশঙ্কর মুখোপাধ্যায় | শংকর |
নারায়ণ গঙ্গোপাধ্যায় | সুনন্দ |

0
Updated: 1 month ago