'সূর্য' এর প্রতিশব্দ কোনটি?
A
সুধাকর
B
তনু
C
মার্তণ্ড
D
সিন্ধু
উত্তরের বিবরণ
• 'সূর্য'
এর প্রতিশব্দ - মার্তণ্ড।
• 'সূর্য'
এর কিছু প্রতিশব্দ:
- রবি,
- তপন,
- ভানু,
- ভাস্কর,
- আদিত্য,
- প্রভাকর,
- দিবাকর,
- বিভাবসু,
- দিনমণি,
- মার্তণ্ড,
- অংশুমালী,
- অরুণ।
অন্যদিকে,
- চাঁদের প্রতিশব্দ - সুধাকর, কলানিধি।
- 'দেহ' শব্দের প্রতিশব্দ:- কায়া, কলেবর, গা, গাত্র, তনু,
শরীর, অঙ্গ, কায় ইত্যাদি।
• 'সমুদ্র' এর প্রতিশব্দ: সাগর, সিন্ধু, বারিধি, জলধি, অর্ণব, পারাবার, বারীশ, উদধি, পয়োনিধি ইত্যাদি।

0
Updated: 7 hours ago
কোনটি উপমিত কর্মধারয় সমাস?
Created: 2 days ago
A
কাজলকালো
B
তুষারপুত্র
C
চাঁদমুখ
D
শশব্যস্ত
চাঁদমুখ হচ্ছে উপমিত কর্মধারয় সমাস।
• উপমিত কর্মধারয় সমাস
- যে কর্মধারয় সমাসে উপমান ও উপমেয় পদের সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে।
- এই সমাসে দুটো পদই বিশেষ্য হয়।
- যেমন সোনার মতো মুখ সোনামুখ, বাস্তু লতার ন্যায় বাতুলতা।
- এ সমাসে উপমেয় পদটি সাধারণত পূর্বে বসে।
যেমন
- মুখ চন্দ্রের ন্যায় মুখচন্দ্র।
এরূপ-
করকমল, করপল্লব, অধরপল্লব, চরণকমল, চরণণয়, চাঁদবদন, চাঁদমুখ, নয়নপল্প, মুখগল্প, হাঁড়িমুখ ইত্যাদি উপমিত কর্মধারয় সমাস।
• উপমান কর্মধারয় সমাস
- যার সঙ্গে তুলনা করা হয়, তা উপমান। কিছু কর্মধারয় সমাসে উপমানের সঙ্গে গুণবাচক শব্দের সমাস হয়। এগুলোকে উপমান কর্মধারয় বলে।
যেমন-
ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ = ভ্রমরকৃষ্ণকেশ। এখানে ভ্রমর উপমান এবং কেশ উপমেয়। কৃষ্ণত্ব হলো সাধারণ ধর্ম।
উৎস: ১। বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০২৫ সংস্করণ)। ২। ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 2 days ago
ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত নন কে?
Created: 2 weeks ago
A
চণ্ডীচরণ মুনশী
B
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
C
ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়
D
তারিণীচরণ মিত্র
✦ ফোর্ট উইলিয়াম কলেজ
প্রতিষ্ঠা:
-
লর্ড ওয়েলেসলী, ১৮০০ খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠা করেন।
ভাষা বিভাগ:
-
বাংলাসহ ভারতের বিভিন্ন ভাষা শিক্ষা ও প্রসারের জন্য প্রতিষ্ঠিত।
-
উইলিয়ম কেরীকে স্থানীয় ভাষা বিভাগের প্রধান নিয়োগ করা হয়।
-
১৮০১ সালের মে মাসে উইলিয়ম কেরী বাংলা বিভাগের অধ্যাপক নিযুক্ত হন।
-
১৮০৫ সালের মধ্যে কলেজে মোট ১২টি অনুষদ খোলা হয়।
বাংলা সাহিত্যে অবদান:
-
ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা গদ্যের প্রাতিষ্ঠানিক বিকাশ ঘটে।
-
এখানে পণ্ডিত ও অনুবাদকরা বাংলা ভাষায় পাঠ্যপুস্তক, অনুবাদ ও মৌলিক গ্রন্থ রচনা করেন।
-
বাংলা গদ্যের আদিরূপ গড়ে ওঠে।
প্রধান পণ্ডিতগণ:
-
উইলিয়ম কেরী
-
রামরাম বসু
-
গোলকনাথ শর্মা
-
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
-
তারিণীচরণ মিত্র
-
রাজীবলочন
-
চণ্ডীচরণ মুনশী
-
হরপ্রসাদ রায় প্রমুখ
উৎস:
-
বাংলা সাহিত্যের ইতিহাস — মাহবুবুল আলম
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা — ড. সৌমিত্র শেখর

0
Updated: 2 weeks ago
'লীলাময় রায়' ছদ্মনামে লিখতেন -
Created: 4 weeks ago
A
প্রেমেন্দ্র মিত্র
B
অন্নদাশঙ্কর রায়
C
গোবিন্দচন্দ্র দাস
D
অমিয় চক্রবর্তী
অন্নদাশঙ্কর রায়
-
পেশা: কবি, লেখক, ছড়াকার
-
ছদ্মনাম: লীলাময় রায়
-
ভ্রমণকাহিনি:
-
পথে প্রবাসে
-
ইউরোপের চিঠি
-
-
প্রথম কবিতাগ্রন্থ: রাখী (১৯৩২)
অন্নদাশঙ্কর রায়ের উপন্যাসসমূহ
-
কঙ্কাবতী
-
দুঃখমোচন
-
অপসরণ
-
অজ্ঞাতবাস
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া

0
Updated: 4 weeks ago