চর্যাপদ তিব্বতি ভাষায় অনুবাদ করেন কে?
A
প্রবোধচন্দ্র
B
কীর্তিচন্দ্র
C
মুনিদত্ত
D
হরপ্রসাদ শাস্ত্রী
উত্তরের বিবরণ
চর্যাপদ:
- চর্যাপদ বাংলা ভাষার — প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/ গানের সংকলন।
- এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র
লিখিত নিদর্শন।
- ড. হরপ্রসাদ শাস্ত্রী — ১৯০৭ সালে নেপালের
রাজদরবার গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার
করেন।
- চর্যাপদের চর্যাগুলো রচনা করেন —বৌদ্ধ
সহজিয়াগণ।
- চর্যাপদে বৌদ্ধধর্মের কথা বলা হয়েছে।
- চর্যাপদ
তিব্বতি ভাষায় অনুবাদ করেন — কীর্তিচন্দ্র।
- চর্যাপদের টীকাকার - মুনি দত্ত।
- অপরদিকে, ১৯৩৮ সালে প্রবোধচন্দ্র
বাগচী চর্যাপদের তিব্বতী ভাষার অনুবাদ আবিষ্কার করেন।

0
Updated: 7 hours ago
বিজন ভট্টাচার্য রচিত 'নবান্ন' গ্রন্থটি কোন প্রকার সাহিত্য?
Created: 1 day ago
A
নাটক
B
উপন্যাস
C
কাব্যগ্রন্থ
D
প্রবন্ধ
• 'নবান্ন' নাটক:
- নবান্ন পঞ্চাশের মন্বন্তরের পটভূমিকায় কৃষক জীবনের দুঃখ দুর্দশা ও জীবন সংগ্রামের কাহিনি অবলম্বনে রচিত নাটক।
- নবনাট্য আন্দোলনের পথিকৃৎ বিজন ভট্টাচার্য এই নাটকের মাধ্যমে বাংলা নাট্যধারায় অবদান রাখেন।
- পঞ্চাশের মন্বন্তর, সমকালীন জাতীয় আন্দোলন, মেহনতি মানুষের চাহিদা ইত্যাদি প্রেক্ষাপটে গ্রামীণ কৃষক সমাজের দুঃখ-দুর্দশা, তাদের সংগ্রাম, সফলতা- ব্যর্থতা নাটকের মূল সুর।
• বিজন ভট্টাচার্যের বিখ্যাত নাটক:
- নবান্ন,
- জনপদ,
- কলঙ্ক,
- মরাচাঁদ,
- অবরোধ,
- গোত্রান্তর ইত্যাদি।

0
Updated: 1 day ago
বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে-
Created: 3 months ago
A
সংস্কৃত
B
পালি
C
প্রাকৃত
D
অপ্রভ্রংশ
বাংলা ভাষা হলো বাঙালি জনগোষ্ঠীর মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম। এই ভাষাটি একটি সমৃদ্ধ ঐতিহ্য ও দীর্ঘ বিবর্তনের ধারায় গঠিত।
ভাষা পরিবারের দৃষ্টিকোণ থেকে
বিশ্বের ভাষাগুলো মূলত কয়েকটি ভাষা-পরিবারে বিভক্ত। বাংলা ভাষা ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্ভুক্ত। এই পরিবারে অন্তর্ভুক্ত অন্যান্য উল্লেখযোগ্য ভাষাগুলো হলো:
-
ইংরেজি
-
জার্মান
-
ফরাসি
-
হিস্পানি
-
রুশ
-
পর্তুগিজ
-
ফারসি
-
হিন্দি
-
উর্দু
-
নেপালি
-
সিংহলি
বাংলা ভাষার সবচেয়ে ঘনিষ্ঠ আত্মীয় ভাষা দুটি হলো:
-
অহমিয়া (আসামি)
-
ওড়িয়া
বিবর্তনের ধারা
বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ একটি ধাপে ধাপে বিবর্তনের ফল। ভাষাটির ইতিহাস নিম্নোক্ত স্তরগুলো অতিক্রম করে গঠিত হয়েছে:
ইন্দো-ইউরোপীয় → ইন্দো-ইরানীয় → ভারতীয় আর্য → প্রাকৃত → বাংলা
এই ধারায় বিশেষভাবে উল্লেখযোগ্য হলো পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা, যার ভেতর থেকেই বাংলা ভাষার জন্ম হয়েছে।
জন্ম ও লিখিত রূপ
-
বাংলা ভাষার জন্ম আনুমানিক এক হাজার বছর পূর্বে।
-
বাংলা ভাষার প্রাচীনতম লিখিত নিদর্শন হলো:
চর্যাপদ, যা একটি গীতিকবিতা সংগ্রহ এবং মধ্যযুগীয় বৌদ্ধ সাধকদের রচিত।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

0
Updated: 3 months ago
'লীলাময় রায়' ছদ্মনামে লিখতেন -
Created: 4 weeks ago
A
প্রেমেন্দ্র মিত্র
B
অন্নদাশঙ্কর রায়
C
গোবিন্দচন্দ্র দাস
D
অমিয় চক্রবর্তী
অন্নদাশঙ্কর রায়
-
পেশা: কবি, লেখক, ছড়াকার
-
ছদ্মনাম: লীলাময় রায়
-
ভ্রমণকাহিনি:
-
পথে প্রবাসে
-
ইউরোপের চিঠি
-
-
প্রথম কবিতাগ্রন্থ: রাখী (১৯৩২)
অন্নদাশঙ্কর রায়ের উপন্যাসসমূহ
-
কঙ্কাবতী
-
দুঃখমোচন
-
অপসরণ
-
অজ্ঞাতবাস
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া

0
Updated: 4 weeks ago