‘ভুখা’ শব্দের অর্থ—
A
ভূমিকা
B
ক্ষুধার্ত
C
অলঙ্কার
D
উপহার
উত্তরের বিবরণ
• বাংলা
একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- ‘ভুখা’ শব্দের অর্থ - ক্ষুধার্ত।
0
Updated: 1 month ago
'আরোগ্য' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন ধরনের রচনা?
Created: 2 months ago
A
প্রবন্ধ
B
নাটক
C
উপন্যাস
D
কাব্যগ্রন্থ
'আরোগ্য' কাব্যগ্রন্থ
-
রচয়িতা: রবীন্দ্রনাথ ঠাকুর
-
প্রকাশকাল: ১৩৪৭ বঙ্গাব্দ (১৯৪১)
-
কাব্যের ধরন:
-
তেত্রিশটি কবিতার সংকলন
-
কবিতাগুলো সংখ্যা দ্বারা চিহ্নিত
-
মুখে মুখে রচনা, কোনো পত্রিকায় প্রকাশিত নয়
-
-
ভাষা ও ছন্দ:
-
অলঙ্কারহীন, ছন্দ ধীরগতি
-
চিত্রগুলি পরিচিত জীবনের
-
রবীন্দ্রনাথের অন্যান্য কাব্যগ্রন্থ
-
মানসী
-
সোনার তরী
-
চিত্রা
-
কল্পনা
-
ক্ষণিকা
-
গীতাঞ্জলি
-
বলাকা
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
-
বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
বাংলা গদ্যরীতিকে পাঠ্যপুস্তকের বাইরে সর্বপ্রথম ব্যবহার করেন কে?
Created: 1 month ago
A
রামমোহন রায়
B
রাজীবলোচন মুখোপাধ্যায়
C
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
D
উইলিয়াম কেরি
রামমোহন রায় (১৭৭৪–১৮৩৩) বাংলা গদ্য সাহিত্যের একজন প্রাথমিক ও প্রভাবশালী রচয়িতা, যিনি পাঠ্যপুস্তকের বাইরে বাংলা গদ্যরীতি প্রথম ব্যবহার করেন। তাঁর গদ্যরচনা বিচার-বিশ্লেষণ ও উচ্চতর চিন্তাধারার প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
ধর্ম সম্পর্কিত আলোচনায় রামমোহন রায় স্বকীয় গদ্যরীতি অবলম্বন করেছিলেন, কারণ তিনি তৎকালীন রচনারীতির সহায়তা পাননি।
-
তাঁর ভাষা ছিল বিবৃতিসর্বস্ব ও প্রচারধর্মী, যা পরমতখণ্ডন ও আত্মপক্ষ সমর্থনের জন্য শাস্ত্র উদ্ধৃতি ও অনুবাদের মাধ্যমে ব্যবহৃত।
-
রচনা যুক্তিনিষ্ঠ এবং বুদ্ধিদীপ্ত, তবে সাহিত্যগুণের প্রকাশ সীমিত।
-
কিছু রচনায় পণ্ডিতি-বৈশিষ্ট্য ফুটে উঠেছে; সেই ক্ষেত্রে তাঁর গদ্যরীতি সংস্কৃত গদ্যরীতির আদর্শ অনুসরণ করে গঠিত।
0
Updated: 1 month ago
মনের ভাব প্রকাশে কোনটি সবচেয়ে কার্যকর মাধ্যম?
Created: 1 month ago
A
লিপি
B
সংকেত
C
চিত্র
D
ভাষা
• মনের ভাব প্রকাশের প্রধান বাহন - 'ভাষা'।
• 'ভাষার সংজ্ঞা:
- গলনালি, মুখবিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক প্রভৃতি প্রত্যঙ্গ দিয়ে মানুষ নানা রকম ধ্বনি তৈরি করে।
- এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ। শব্দের গুচ্ছ দিয়ে বাক্য গঠিত হয়।
- বাক্য দিয়ে মানুষ মনের ভাব আদান-প্রদান করে।
- মনের ভাব প্রকাশক এসব বাক্যের সমষ্টিকে বলে ভাষা।
0
Updated: 1 month ago