জীবনানন্দ দাশের “আবার আসিব ফিরে” কবিতায় কাকে ‘শাদা ছেঁড়া পালে’ দেখা যায় ?
A
এক বৃদ্ধ মাঝিকে
B
এক শিকারিকে
C
এক কিশোরকে
D
এক জেলেকে
উত্তরের বিবরণ
• ‘আবার
আসিব ফিরে’ — কবিতাটির রচয়িতা — জীবনানন্দ দাশ।
- ‘আবার আসিব ফিরে’ কবিতাটি
‘রূপসী বাংলা’ কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে।
- ‘রূপসীবাংলা' কাব্যগ্রন্থটি ১৯৫৭ সালে প্রকাশিত
হয়।
• কবিতাটি
নিম্নরূপ-
আবার আসিব ফিরে- (জীবনানন্দ দাশ)
আবার
আসিব ফিরে ধানসিড়ির তীরে — এই বাংলায়
হয়তো মানুষ নয় — হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে;
--------------------
হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে;
হয়তো শুনিবে এক লক্ষ্মীপেচাঁ ডাকিতেছে শিমুলের ডালে;
হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে;
রূপসা ঘোলা জলে হয়তো কিশোর এক শাদা ছেঁড়া পালে
ডিঙা রায় — রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে
দেখিবে ধবল বক: আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে —
এই
কবিতায় কবি বলেছেন- এক কিশোরকে এক শাদা ছেঁড়া পালে দেখা যায়।
--------------------------
• 'রূপসী বাংলা' কাব্যগ্রন্থ':
- জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ
'রূপসী বাংলা'।
- 'রূপসী বাংলা' কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯৫৭ সালে।
- কবিতাগুলির গঠন সনেটের। বাংলার
গ্রাম-প্রকৃতি, নদীনালা, পশু-পাখি, উৎসব,
অনুষ্ঠান কাব্যের বিষয়বস্তু।
- 'আবার আসিব ফিরে' — 'রূপসী
বাংলা' কাব্যের বিখ্যাত কবিতা।
-----------------------
জীবনানন্দ দাশ:
- তিনি কবি, শিক্ষাবিদ ছিলেন।
- তিনি ১৮৯৯ সালের ১৭
ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন।
- তাঁদের আদি নিবাস ছিল
বিক্রমপুরের গাওপাড়া গ্রামে।
- তাঁর পিতা সত্যানন্দ দাশ
ছিলেন স্কুলশিক্ষক ও সমাজসেবক।
- মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন
কবি।
জীবনানন্দ
দাশের উপাধি সমূহ:
- ধুসরতার কবি,
- তিমির হননের কবি,
- রূপসী বাংলার কবি,
- নির্জনতার কবি।
তাঁর
উল্লেখযোগ্য রচনা:
কাব্যগ্রন্থ:
- ঝরা পালক (এটি জীবনানন্দ দাশের প্রথম কাব্য গ্রন্থ),
- ধূসর পাণ্ডু লিপি,
- বনলতা সেন,
- মহাপৃথিবী,
- সাতটি তারার তিমির,
- রূপসী বাংলা,
- বেলা অবেলা কালবেলা।
উপন্যাস:
- মাল্যবান,
- সুতীর্থ।
প্রবন্ধগ্রন্থ:
- কবিতার কথা।

0
Updated: 7 hours ago
‘ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ’ গ্রন্থের রচয়িতা কে?
Created: 2 weeks ago
A
সুকুমার সেন
B
সুকুমারী ভট্টাচার্য
C
নিহার রঞ্জন রায়
D
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
"ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ " - গ্রন্থের রচয়িতা ড.সুনীতিকুমার চট্টোপাধ্যায়। তিনি একজন ভাষাবিদ, ভাষাবিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদ।

0
Updated: 2 weeks ago
সম্প্রতি, কোন সংস্থা থেকে যুক্তরাষ্ট্র ৩য় বারের মতো সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে? [আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
ইউনিসেফ
B
ইউনেস্কো
C
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
D
হিউম্যান রাইটস ওয়াচ
ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্রের বের হওয়ার ঘোষণা
-
যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে যে, তারা ইউনেস্কো থেকে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর থেকে কার্যকরভাবে সরে দাঁড়াবে।
-
প্রধান কারণ:
-
ফিলিস্তিনকে সদস্যপদ প্রদান
-
মার্কিন প্রশাসনের ‘আমেরিকা ফার্স্ট’ নীতি এর সঙ্গে সংঘাত
-
পটভূমি:
-
১৯৮৩: প্রেসিডেন্ট রোনাল্ড রেগান ইউনেস্কোকে ‘সোভিয়েতপন্থী ও দুর্নীতিগ্রস্ত’ আখ্যা দিয়ে প্রথমবার যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন।
-
পরে, প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ. বুশ আমলে যুক্তরাষ্ট্র পুনরায় সদস্য হয়।
-
২০১৭: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউনেস্কো থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেন।
-
পরে, প্রেসিডেন্ট জো বাইডেন আমলে দেশটি পুনরায় সদস্যপদ ফিরে পায়।

0
Updated: 1 month ago
'চিত্তনামা' কাজী নজরুল ইসলাম রচিত কোন প্রকার সাহিত্য?
Created: 2 weeks ago
A
উপন্যাস
B
গল্পগ্রন্থ
C
প্রবন্ধগ্রন্থ
D
কাব্যগ্রন্থ
'চিত্তনামা' কাব্যগ্রন্থ
-
রচয়িতা: কাজী নজরুল ইসলাম
-
বিষয়: দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ
-
প্রেক্ষাপট: ১৩৩২ বঙ্গাব্দের ২ রা আষাঢ়ে চিত্তরঞ্জন দাশ মৃত্যুবরণ করলে, নজরুল অর্ঘ্য, অকাল-সন্ধ্যা, সান্ত্বনা, ইন্দ্রপ্তন, রাজভিখারি নামক কয়েকটি কবিতা সমকালীন পত্রিকায় লিখেন।
-
কবিতাগুলোয় চিত্তরঞ্জনের প্রতি কবির আবেগমিশ্রিত শ্রদ্ধা প্রকাশিত হয়।
-
প্রকাশকাল: ১৯২৫ খ্রিস্টাব্দ (১৩৩২ বঙ্গাব্দ)
কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থসমূহ
-
অগ্নি-বীণা
-
সঞ্চিতা
-
চিত্তনামা
-
মরুভাস্কর
-
সর্বহারা
-
ফণি-মনসা
-
চক্রবাক
-
সাম্যবাদী
-
ছায়ানট
-
নতুন চাঁদ
-
পুবের হাওয়া
-
জিঞ্জির
-
বিষের বাঁশি
-
দোলনচাঁপা
-
চন্দ্রবিন্দু
-
সিন্ধু হিন্দোল
-
ভাঙার গান
-
সন্ধ্যা ইত্যাদি
উৎস
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago