কোন দুটি বর্ণের পরে মূর্ধন্য 'ণ' হয়?
A
ত, ঢ
B
ত, থ
C
ঋ, র
D
দ, ধ
উত্তরের বিবরণ
• ‘ণ’
ব্যবহারের নিয়ম:
- ট-বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে
সব সময় 'ণ' ব্যবহৃত
হয়। যেমন: ঘণ্টা, কাণ্ড ইত্যাদি।
- ঋ,
র, ষ - এর পরে 'ণ' হয়।
যেমন: ঋণ, তৃণ, বর্ণ,
বর্ণনা, কারণ, মরণ, ব্যাকরণ, ভীষণ,
ভাষণ, উষ্ণ ইত্যাদি।
- ঋ, র, ষ- এর
পরে স্বরধ্বনি (ষ, য়, ব,
হ, ং এবং ক-বর্গীয় ও প-বর্গীয়)
ধ্বনি থাকলে তার পরবর্তী ‘ন’
মূর্ধন্য ‘ণ’ হয়। যেমন:
কৃপণ, হরিণ, অর্পণ, লক্ষণ, রুক্মিণী, ব্রাহ্মণ ইত্যাদি।
- কতকগুলো শব্দে স্বভাবতই ‘ণ’ হয়। যেমন:
চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ,
মণ, বেণু, বীণা, কঙ্কণ, কণিকা, স্থাণু, ফণী, পিণাক, কফণি,
বণিক, চিক্কণ, তূণ, ভণিতা, আপণ,
বিপণি, লবণ্য ইত্যাদি।
অন্যদিকে,
ত-বর্গীয় (ত, থ, দ, ধ) বর্ণের সঙ্গে যুক্ত হয় ন কখনো (ণ) হয় না।
যেমন- অন্ত, গ্রন্থ ইত্যাদি।

0
Updated: 7 hours ago
বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি?
Created: 1 month ago
A
ভদ্রার্জুন
B
লিপিমালা
C
শর্মিষ্ঠা
D
কৃষ্ণকুমারী
ভদ্রার্জুন নাটক
-
প্রকাশ: ১৮৫২
-
রচয়িতা: তারাচরণ শিকদার
-
ধরন: বাংলা ভাষায় প্রথম মৌলিক মধুরান্তিক নাটক
-
লক্ষ্য ও বৈশিষ্ট্য:
-
ইংরেজি ও সংস্কৃত নাটকের আদর্শের সংমিশ্রণ
-
কাহিনি: অর্জুন কর্তৃক সুভদ্রাহরণ (মহাভারত অবলম্বন)
-
বাঙালি সমাজের বাস্তব পরিবেশ অঙ্কিত
-
-
প্রথম প্রচেষ্টা: ‘কীর্তিবিলাস’ (বিয়োগান্ত নাটক)
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

0
Updated: 1 month ago
'গৃহকর্তা' কোন সমাস?
Created: 2 weeks ago
A
অব্যয়ীভাব
B
উপনাম কর্মধারয়
C
ষষ্ঠী তৎপুরুষ
D
সমানাধিকরণ বহুব্রীহি
✦ ষষ্ঠী তৎপুরুষ সমাস
Definition / সংজ্ঞা:
-
ষষ্ঠী তৎপুরুষ সমাস হলো সেই সমাস যেখানে পূর্বপদে ষষ্ঠী বিভক্তি ‘র’ বা ‘এর’ লোপ হয়ে যায়।
Examples / উদাহরণ:
-
ছাগীর দুগ্ধ → ছাগদুগ্ধ
-
গৃহের কর্তা → গৃহকর্তা
-
অশ্বের পদ → অশ্বপদ
-
চায়ের বাগান → চাবাগান
-
রাজার পুত্র → রাজপুত্র
-
খেয়ার ঘাট → খেয়াঘাট
Additional Examples:
-
জনগণ
-
ছাত্রসমাজ
-
দেশসেবা
-
বিড়ালছানা

0
Updated: 2 weeks ago
বাংলা সাহিত্যে ভোরের পাখি কে?
Created: 4 weeks ago
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
স্বর্ণকুমারী দেবী
C
বিহারীলাল চক্রবর্তী
D
ঈশ্বরচন্দ্র গুপ্ত
বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ হিসেবে খ্যাত বিহারীলাল চক্রবর্তী। গীতিকবিতার ক্ষেত্রে তিনি রবীন্দ্রনাথের গুরু হিসেবে খ্যাত। রবীন্দ্রনাথ তাকে বাঙলা গীতি কাব্য-ধারার ‘ভোরের পাখি’ বলে আখ্যায়িত করেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থগুলোর নাম- স্বপ্নদর্শন, সংগীত শতক, বঙ্গসুন্দরী, নিসর্গ সন্দর্শন, বন্ধু বিয়োগ, প্রেম প্রবাহিনী, সারদামঙ্গল, ইত্যাদি।

0
Updated: 4 weeks ago