"এসো যুগ-সারথি নিঃশঙ্ক নির্ভয়।
এসো চির-সুন্দর অভেদ অসংশয়।" - কবিতাংশটুকুর রচয়িতা কে?
A
আল মাহমুদ
B
সুকান্ত ভট্টাচার্য
C
কাজী নজরুল ইসলাম
D
ফররুখ আহমদ
উত্তরের বিবরণ
"এসো
যুগ-সারথি নিঃশঙ্ক নির্ভয়।
এসো চির-সুন্দর অভেদ
অসংশয়।" - কবিতাংশটুকুর রচয়িতা কাজী নজরুল ইসলাম।
- কবিতাংশটুকু কাজী নজরুল ইসলামের
'সর্বহারা' কাব্যগ্রন্থের 'প্রার্থনা' কবিতার অংশবিশেষ।
• 'সর্বহারা'
কাব্যগ্রন্থ:
সর্বহারা কাজী নজরুল ইসলাম
রচিত একটি কাব্যগ্রন্থ।
- ১৯২৬ খৃষ্টাব্দে এই কাব্যগ্রন্থটি প্রথম
প্রকাশিত হয়।
- এই কাব্যগ্রন্থে মোট ১০ টি
কবিতা রয়েছে।
কবিতাসমূহের তালিকা:
১. সর্বহারা,
২. কৃষাণের গান,
৩. শ্রমিকের গান,
৪. ধীবরদের গান,
৫. ছাত্রদলের গান,
৬. কাণ্ডারী হুঁশিয়ার,
৭. ফরিয়াদ,
৮. আমার কৈফিয়ত,
৯. প্রার্থনা,
১০. গোকুল নাগ।
কবিতার অংশিবিশেষ,
এসো যুগ-সারথি নিঃশঙ্ক নির্ভয়।
এসো চির-সুন্দর অভেদ অসংশয়।
জয় জয়।
জয় জয়।
এসো বীর অনাগত
বজ্র-সমুদ্যত।
এসো অপরাজেয় উদ্ধত নির্দয়।
জয় জয়।

0
Updated: 7 hours ago
'বাঙালি ও বাঙলা সাহিত্য’-গ্রন্থের রচয়িতা কে?
Created: 1 week ago
A
মুহম্মদ শহীদুল্লাহ
B
মুহম্মদ আব্দুল হাই
C
সৈয়দ আলী আহসান
D
আহমদ শরীফ
আহমদ শরীফ ‘বাঙালী ও বাঙলা সাহিত্য’ নামক গবেষণা গ্রন্থের রচয়িতা।
আহমদ শরীফ সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:
-
পেশা: শিক্ষাবিদ, চিন্তাবিদ, লেখক ও বাংলা সাহিত্যের গবেষক
-
জন্ম: ১৩ ফেব্রুয়ারি ১৯২১, চট্টগ্রাম জেলা, পটিয়া উপজেলা, সুচক্রদণ্ডী গ্রাম
-
গুরুত্বপূর্ণ ভূমিকা: বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধানের সম্পাদক
-
প্রধান রচনা: বাঙালী ও বাঙলা সাহিত্য (দু খণ্ড, ১৯৭৮ ও ১৯৮৩) – মধ্যযুগের বাংলা সাহিত্যের পূর্ণাঙ্গ ইতিহাস গ্রন্থ
আহমদ শরীফের প্রবন্ধগ্রন্থসমূহ:
-
বিশ শতকের বাঙালি
-
বিচিত্র চিন্তা
-
স্বদেশ অন্বেষা
-
স্বদেশ চিন্তা
-
বাঙালী ও বাঙলা সাহিত্য
-
সাহিত্য সংস্কৃতি চিন্তা

0
Updated: 1 week ago
শিশুতোষ গ্রন্থ 'কুঁচবরণ কন্যা' রচনা করেন কে?
Created: 4 weeks ago
A
সুকুমার সেন
B
সুকুমার রায়
C
বন্দে আলী মিয়া
D
সৈয়দ মুজতবা আলী
'কুঁচবরণ কন্যা' শিশুসাহিত্য
-
রচয়িতা: বন্দে আলী মিয়া
-
ধরণ: শিশুতোষ গ্রন্থ
-
প্রকাশ বা জন্মকাল: বন্দে আলী মিয়া, ১৯০৬ সালের ১৫ ডিসেম্বর, পাবনা জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন।
-
রচনার বৈশিষ্ট্য: বাংলার মানুষ, সমাজ ও প্রকৃতির প্রতিফলন।
-
অন্যান্য শিশুসাহিত্য রচনা:
-
চোর জামাই
-
মেঘকুমারী
-
বাঘের ঘরে ঘোগের বাসা
-
সোনার হরিণ
-
শিয়াল পন্ডিতের পাঠশালা
-
সাত রাজ্যের গল্প
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া

0
Updated: 4 weeks ago
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচিত গ্রন্থ নয় কোনটি?
Created: 2 weeks ago
A
বত্রিশ সিংহাসন
B
হিতোপদেশ
C
প্রবোধচন্দ্রিকা
D
রাজা প্রতাপাদিত্য চরিত্র

0
Updated: 2 weeks ago