"আ + উ = ও"- সন্ধি বিচ্ছেদের এই নিয়মে গঠিত শব্দ কোনটি?
A
দীর্ঘোচ্চারণ
B
কথোপকথন
C
গঙ্গোর্মি
D
নবোঢ়া
উত্তরের বিবরণ
• স্বরসন্ধির
নিয়ম:
প্রথম পদের শেষের অ-ধ্বনি বা আ-ধ্বনির
সঙ্গে দ্বিতীয় পদের প্রথম হয়-উ ধ্বনি বা
দীর্ঘ-ঊ ধ্বনির যোগে
ও-ধ্বনি হয়। বানানে তা
ও- কারের রূপ নিয়ে আগের
বর্ণে যুক্ত হয়।
অ +
উ = ও (ও-ধ্বনিতে
রূপান্তর):
সর্ব + উচ্চ = সর্বোচ্চ;
সূর্য + উদয় = সূর্যোদয়;
দীর্ঘ + উচ্চারণ = দীর্ঘোচ্চারণ;
প্রশ্ন + উত্তর = প্রশ্নোত্তরায়।
অ +
ঊ = ও (ও-ধ্বনিতে
রূপান্তর):
নব + ঊঢ়া = নবোঢ়া;
সর্ব+ ঊর্ধ্ব = সর্বোর্ধ্ব ইত্যাদি।
আ
+ উ = ও (ও-ধ্বনিতে রূপান্তর):
যথা + উচিত = যথোচিত;
কথা + উপকথন = কথোপকথন;
যথা + উপযুক্ত = যথোপযুক্ত ইত্যাদি।
আ +
ঊ = ও (ও-ধ্বনিতে
রূপান্তর):
গঙ্গা + ঊর্মি = গঙ্গোর্মি;
মহা + ঊর্মি = মহোর্মি;
মহা + ঊর্ধ্ব = মহোর্ধ্ব ইত্যাদি।

0
Updated: 7 hours ago
’উন্নাসিক’ শব্দটির অর্থ কী?
Created: 1 week ago
A
দিবা রাত্রি ঘুমায় যে
B
অবহেলায় দিন কাটায় যে
C
অবজ্ঞায় নাক উঁচু করে যে
D
অলসতায় সময় কাটায় যে
বাংলা একাডেমি কর্তৃক প্রণীত আধুনিক বাংলা অভিধান অনুসারে, ’উন্নাসিক’ একটি সংস্কৃত শব্দ এবং এটি বিশেষণ পদ হিসেবে ব্যবহৃত হয়। শব্দটির অর্থ হলো—
-
অবজ্ঞাভরে নাক উঁচু করে এমন
-
দাম্ভিক
-
সবকিছুকেই তুচ্ছ জ্ঞান করে এমন
-
খুঁতখুঁতে
-
ঘ্রাণ গ্রহণে আগ্রহী
উৎস:

0
Updated: 1 week ago
কোনটি জসীমউদ্দীনের রচনা?
Created: 21 hours ago
A
গাজী মিয়াঁর বস্তানী
B
দুর্দিনের দিনলিপি
C
রেখাচিত্র
D
যে দেশে মানুষ বড়
সঠিক
উত্তর
- ঘ)
যে দেশে মানুষ বড়।
----------------------
• জসীম উদ্দীন:
- তিনি ১৯০৩ সালের ১
জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন কবি, শিক্ষাবিদ।
- তিনি পল্লিকবি হিসেবে পরিচিত।
- তাঁর রচিত উপন্যাস 'বোবা
কাহিনী'।
- তাঁর রচিত 'নক্সী কাঁথার মাঠ' একটি বিখ্যাত
গাথাকাব্য। এটি ১৯২৯ সালে
প্রকাশিত হয়।
- E.M. Millford গ্রন্থটি
'The Field of the Embroidered Quilt' নামে
অনুবাদ করেন।
- তিনি প্রেসিডেন্টের প্রাইড অব পারফরমেন্স পুরস্কার
(১৯৫৮), বাংলাদেশ সরকারের একুশে পদক (১৯৭৬) ও
স্বাধীনতা দিবস পুরস্কারে (মরণোত্তর,
১৯৭৮) ভূষিত হন।
- ১৯৭৬ সালের ১৩ মার্চ তিনি
ঢাকায় মারা যান।
• তাঁর
রচিত ভ্রমণকাহিনি:
- চলে মুসাফির,
- হলদে পরীর দেশ,
- যে দেশে মানুষ বড়।
• 'যে দেশে মানুষ বড়' ভ্রমণকাহিনির রচয়িতা - জসীম উদ্দীন।
- এটি ১৯৬৮ সালে প্রকাশিত হয়।
অন্য অপশনগুলো:
ক) গাজী মিয়াঁর বস্তানী- মীর মশাররফ হােসেনের আত্মজীবনীমূলক উপন্যাসোপম রচনা।
খ) দুর্দিনের দিনলিপি - আবুল ফজল রচিত দিনলিপি।
গ) রেখাচিত্র - আবুল ফজল রচিত একটি দিনিলিপি।

0
Updated: 21 hours ago
মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
Created: 2 weeks ago
A
তিলোত্তমাসম্ভব কাব্য
B
দ্য ক্যাপটিভ লেডি
C
মেঘনাদবধ কাব্য
D
চতুর্দশপদী কবিতাবলী
✦ ব্যক্তিত্ব: মাইকেল মধুসূদন দত্ত
জন্ম: ২৫ জানুয়ারি ১৮২৪, সাগরদাঁড়ি গ্রাম, যশোর জেলা
পেশা: মহাকবি, নাট্যকার
ভাষা ও সাহিত্য অবদান:
-
বাংলা ভাষার সনেট প্রবর্তক
-
অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক
-
প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ: পদ্মাবতী নাটক (দ্বিতীয় অঙ্ক, দ্বিতীয় গর্ভাঙ্ক)
-
সম্পূর্ণ অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ: তিলোত্তমাসম্ভব কাব্য
-
প্রথম কাব্যগ্রন্থ (ইংরেজিতে): দ্য ক্যাপটিভ লেডি
✦ নাটকসমূহ
-
শর্মিষ্ঠা
-
পদ্মাবতী
-
কৃষ্ণকুমারী
✦ কাব্যসমূহ
-
তিলোত্তমাসম্ভব কাব্য
-
মেঘনাদবধ কাব্য
-
ব্রজাঙ্গনা কাব্য
-
বীরাঙ্গনা কাব্য (পত্রকাব্য)
-
চতুর্দশপদী কবিতাবলী
✦ প্রহসনসমূহ
-
একেই কি বলে সভ্যতা
-
বুড়ো সালিকের ঘাড়ে রোঁ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago