নিচের কোনটি নিম্নবিবৃত স্বরধ্বনি?
A
ই
B
আ
C
উ
D
অ্যা
উত্তরের বিবরণ
• নিম্নবিবৃত স্বরধ্বনি — আ
স্বরধ্বনির শ্রেণীবিভাগ:
উচ্চারণের সময় জিভের উচ্চতা, জিভের সামনের-পেছনের অবস্থান, এবং ঠোঁটের উন্মুক্তির উপর ভিত্তি করে স্বরধ্বনি ভাগ করা হয়।
১. উচ্চ স্বরধ্বনি – ই, উ
২. উচ্চ-মধ্য স্বরধ্বনি – এ, ও
৩. নিম্ন-মধ্য স্বরধ্বনি – অ্যা, অ
৪. নিম্ন স্বরধ্বনি – আ
ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী শ্রেণীবিভাগ:
-
সংবৃত – ই, উ (ঠোঁট কম খোলা)
-
অর্ধ-সংবৃত – এ, ও
-
বিবৃত – আ (ঠোঁট বেশি খোলা)
-
অর্ধ-বিবৃত – অ্যা, অ
0
Updated: 1 month ago
'বঙ্গভাষা' কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
Created: 2 months ago
A
চতুর্দশপদী কবিতাবলী
B
বীরাঙ্গনা কাব্য
C
মেঘনাদবধ কাব্য
D
তিলোত্তমাসম্ভব কাব্য
‘বঙ্গভাষা’ কবিতা
-
লেখক: মাইকেল মধুসূদন দত্ত
-
সংকলন: চতুর্দশপদী কবিতাবলী
-
ছন্দ: অক্ষরবৃত্ত ছন্দ
-
ধরণ: বাংলা সাহিত্যের প্রথম সনেট
-
বিষয়বস্তু: মাতৃভাষার প্রতি গভীর হৃদয়াবেগ, বাংলা ভাষা ও সাহিত্যের সম্ভাবনা ও ঐশ্বর্য, কবির মার্জিত ও পরিশীলিত বর্ণনায়
মাইকেল মধুসূদন দত্তের অন্যান্য কাব্য
-
তিলোত্তমাসম্ভব
-
মেঘনাদবধ
-
ব্রজাঙ্গনা
-
বীরাঙ্গনা (পত্রকাব্য)
-
চতুর্দশপদী কবিতাবলী
0
Updated: 2 months ago
ত্রিশোত্তর বাংলা কবিতার নব্যধারার আন্দোলনের প্রধান পাঁচজন কবির অন্যতম ছিলেন -
Created: 2 months ago
A
নবীনচন্দ্র সেন
B
বিষ্ণু দে
C
অদ্বৈত মল্লবর্মণ
D
অতুলপ্রসাদ সেন
বিষ্ণু দে
-
জন্ম: ১৯০৯, ১৮ জুলাই, পটলডাঙ্গা, কলকাতা
-
মৃত্যু: ১৯৮২, ৩ ডিসেম্বর, কলকাতা
-
পেশা ও পরিচিতি: কবি, প্রাবন্ধিক, চিত্রসমালোচক, শিল্পানুরাগী
-
সাহিত্যিক প্রভাব:
-
ত্রিশোত্তর বাংলা কবিতার নব্যধারার প্রধান পাঁচজন কবির মধ্যে একজন
-
মার্কসবাদী চেতনায় উদ্বুদ্ধ
-
কবিতায় টি.এস. এলিয়টের প্রভাব প্রতিফলিত
-
-
সম্পাদনা ও প্রকাশনা:
-
‘পরিচয়’ পত্রিকা (১৯৩১–১৯৪৭)
-
‘সাহিত্যপত্র’ (১৯৪৮)
-
প্রধান কাব্যগ্রন্থ
-
উর্বশী ও আর্টেমিস
-
চোরাবালি
-
স্মৃতি সত্তা ভবিষ্যৎ
-
সাত ভাই চম্পা
-
সেই অন্ধকার চাই
-
তুমি শুধু পঁচিশে বৈশাখ
-
রবিকরোজ্জ্বল নিজদেশ
উৎস:
১) বাংলাপিডিয়া
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 2 months ago
'সংজ্ঞা' শব্দের শুদ্ধ প্রকৃতি প্রত্যয় কোনটি?
Created: 2 months ago
A
সম্ + √জ্ঞা + অ + আ
B
সম্ + √জ্ঞা + অ
C
সম্ + √জ্ঞা + আ + অ
D
সন্ + √জ্ঞা + অ + আ
• সংস্কৃত কৃৎ প্রত্যয়:
অ(অঙ্) + স্ত্রী প্রত্যয় (আ) যোগে গঠিত কিছু শব্দ হলো-
- শ্রৎ + √ধা + অ + আ = শ্রদ্ধা,
-√ব্যথ্ + অ + আ = ব্যথা,
-√কৃপ্ + অ + আ = কৃপা,
- সম্ + √জ্ঞা + অ + আ = সংজ্ঞা।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
0
Updated: 2 months ago