'ছড়ার ছন্দ বা লৌকিক ছন্দ' নামে পরিচিত ছন্দ কোনটি?
A
স্বরবৃত্ত ছন্দ
B
মাত্রাবৃত্ত ছন্দ
C
অক্ষরবৃত্ত ছন্দ
D
অমিত্রাক্ষর ছন্দ
উত্তরের বিবরণ
• স্বরবৃত্ত
ছন্দ:
- স্বরবৃত্ত
ছন্দের বহুল প্রচলিত নাম ছড়ার ছন্দ, লৌকিক ছন্দ, লোকছন্দ, মেয়েলি ছন্দ।
- এটাকে প্রাকৃত বাংলা ছন্দও বলা হয়। প্রাচীন
ছড়াগুলো স্বরবৃত্তে রচিত।
- রবীন্দ্রনাথ ঠাকুর একে ছড়া ছন্দ
বা লোকছন্দ বলেছেন।
- এর ভাব লঘু ও
চপল।
স্বরবৃত্ত
ছন্দের বৈশিষ্ট্য:
- দ্রুত লয়ের ছন্দ।
- এই ছন্দের মূল পর্ব বা
পূর্ণ পর্ব চার মাত্রাবিশিষ্ট।
- মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষর উভয়ই
একমাত্র বিশিষ্ট, পর্বগুলো ছোট ৪ মাত্রা
বিশিষ্ট।

0
Updated: 7 hours ago
‘শূন্যপুরাণ’ প্রকাশ করেন কে?
Created: 1 month ago
A
ড. মুহম্মদ শহীদুল্লাহ
B
নাগেন্দ্রনাথ বসু
C
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
D
রাজেন্দ্রলাল মিত্র
‘শূণ্যপুরাণ’
-
রচয়িতা: রামাই পণ্ডিত
-
বিষয়: ধর্মপূজাপদ্ধতি সম্পর্কিত ধর্মীয় তত্ত্বগ্রন্থ
-
সাহিত্যকাল: অন্ধকার যুগ
-
কারো মতে ১৩শ থেকে ১৮শ শতাব্দীর মধ্যে রচিত।
-
-
ধরন: গদ্য-পদ্য মিশ্রিত চম্পুকাব্য
-
অধ্যায়: মোট ৫১টি, প্রথম ৫টি অধ্যায় সৃষ্টিতত্ত্ব সম্বন্ধীয়।
-
গ্রন্থের ইতিহাস: নামহীন অবস্থায় পাওয়া;
-
বিশ্বকোষ প্রণেতা নাগেন্দ্রনাথ বসু ১৩১৪ বঙ্গাব্দে তিনটি পুথি সংগ্রহ করে ‘শূণ্যপুরাণ’ নামে প্রকাশ করেন।
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 1 month ago
বৌদ্ধ ধর্মীয় তত্ত্বের গ্রন্থ কোনটি?
Created: 5 days ago
A
সেক শুভোদয়া
B
শূণ্যপুরাণ
C
গীতগোবিন্দম্
D
কোনোটিই নয়
অন্ধকার যুগ বলতে বাংলা সাহিত্যে ১২০০ থেকে ১৩৫০ সাল পর্যন্ত প্রায় দেড়'শ বছরকে বোঝায়। কেউ কেউ এই সময়কালকে তামস যুগ বা অন্ধকার যুগ বলে অভিহিত করেছেন। যদিও এই সময়ের সাহিত্য নিদর্শন খুব সীমিত, তা সম্পূর্ণ অনুপস্থিত ছিল বলে ধারণা সত্য নয়।
-
অন্ধকার যুগে প্রাপ্ত কিছু সাহিত্য নিদর্শন:
-
শ্রীহর্ষ: প্রাকৃত পৈঙ্গল কাব্যের রচয়িতা
-
রামাই পণ্ডিত:
-
বৌদ্ধ ধর্মীয় তত্ত্বের গ্রন্থ শূণ্যপুরাণ
-
নিরঞ্জনের রুম্মা (শূণ্যপুরাণের অন্তর্গত কবিতা)
-
কলিমা জালাল
-
-
হলায়ুধ মিশ্র: সেক শুভোদয়া (পীর মাহাত্ম্য-ব্যঞ্জক কাব্য)
-
-
এ সময়ের পাশাপাশি আদি বৈষ্ণব পদাবলিও উদ্ভূত হয়, যেমন জয়দেব রচিত গীতগোবিন্দম্, যা রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে রচিত।

0
Updated: 5 days ago
'গান দিয়ে মনটাকে আনন্দে ভরিয়ে রাখতো সে।' বাক্যটিতে 'দিয়ে' হলো-
Created: 2 weeks ago
A
উপসর্গ
B
প্রত্যয়
C
ধাতু
D
অনুসর্গ

0
Updated: 2 weeks ago