'আঠারো আনা' বাগ্ধারাটি কী অর্থ প্রকাশ করে?
A
প্রায় সম্পূর্ণ
B
সকল তথ্য
C
অর্থের কু-প্রভাব
D
বাড়াবাড়ি
উত্তরের বিবরণ
• "আঠার
আনা"
বাগ্ধারাটির অর্থ - বাড়াবাড়ি।
বাক্য গঠন: তোমার সবসময়
আঠারো আনা স্বভাব, যা
আমার একদম ভালো লাগে
না।
অন্যদিকে,
- ‘ঊনকোটি চৌষট্টি’ বাগ্ধারাটির অর্থ - প্রায় সম্পূর্ণ।
- ‘তামার বিষ’ বাগ্ধারাটির অর্থ - অর্থের কু-প্রভাব।
- 'নাড়ির খবর' বাগ্ধারাটির অর্থ- সকল তথ্য।

0
Updated: 7 hours ago
'নীলদর্পণ' নাটক প্রথম মঞ্চস্থ হয় -
Created: 1 month ago
A
চট্টগ্রামে
B
কলকাতায়
C
ঢাকায়
D
রংপুরে
‘নীলদর্পণ’ (নাটক)
রচয়িতা: দীনবন্ধু মিত্র।
প্রথম ও শ্রেষ্ঠ নাটক; বাংলা সাহিত্যের একটি বিখ্যাত নাটক।
প্রকাশকাল: ১৮৬০, ঢাকা থেকে (প্রথম প্রকাশিত নাটক এবং প্রথম মঞ্চস্থ নাটক ঢাকাতেই)।
বিষয়বস্তু: নীলকরদের অত্যাচার।
ইংরেজি অনুবাদ:
অনুবাদক: মাইকেল মধুসূদন দত্ত।
ছদ্মনাম: A Native।
নাম: Nil Darpan or The Indigo Planting Mirror (১৮৬১)।
প্রতিক্রিয়া:
ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাটকটি দেখে মঞ্চে জুতো ছুড়ে মেরেছিলেন।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাটকটিকে Uncle Tom’s Cabin এর সাথে তুলনা করেন।
দীনবন্ধু মিত্র
জন্ম: পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চৌবেড়িয়া গ্রামে, এক দরিদ্র পরিবারে।
পিতৃদত্ত নাম: গন্ধর্বনারায়ণ।
মৃত্যু: ১ নভেম্বর ১৮৭৩, অকাল মৃত্যু।
শ্রেষ্ঠ রচনা: নীলদর্পণ।
দীনবন্ধু মিত্রের উল্লেখযোগ্য নাটক
নীলদর্পণ
নবীন তপস্বিনী
কমলে কামিনী

0
Updated: 1 month ago
“মাথার উপরে আকাশ।” — এখানে ‘উপরে’ কোন ধরনের অনুসর্গ?
Created: 2 days ago
A
ক্রিয়াজাত অনুসর্গ
B
সাধারণ অনুসর্গ
C
অব্যয়সূচক অনুসর্গ
D
সম্বন্ধসূচক অনুসর্গ
“মাথার উপরে আকাশ।” - এখানে ‘উপরে’ হচ্ছে সাধারণ অনুসর্গ।
• সাধারণ অনুসর্গ
- যেসব অনুসর্গ ক্রিয়া ছাড়া অন্য শব্দ থেকে তৈরি হয়, সেগুলোকে সাধারণ অনুসর্গ বলে।
• উদাহরণ
- উপরে: মাথার উপরে নীল আকাশ।
- কাছে: কার কাছে গেলে জানা যাবে?
- জন্যে: হারানো ঘড়িটার জন্য অনেক কেঁদেছি।
- দ্বারা: এমন কাজ তোমার দ্বারা হবে না।
- বনাম: আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা।

0
Updated: 2 days ago
চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি কে?
Created: 2 weeks ago
A
মুকুন্দরাম চক্রবর্তী
B
মানিক দত্ত
C
ভারতচন্দ্র রায়
D
কানাহরি দত্ত
• চণ্ডীমঙ্গল:
- 'চণ্ডীমঙ্গল' চন্ডী নামক লৌকিক-পৌরাণিক দেবীর পূজা প্রচারের লিখিত কাব্য।
- চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান কবি মুকুন্দরাম চক্রবর্তী।
- চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি মানিক দত্ত।
'চণ্ডীমঙ্গল' কাব্যের প্রধান চরিত্রগুলো হলো :
- কালকেতু,
- ফুল্লরা,
- ধনপতি,
- ভাঁড়ুদত্ত,
- মুরারি শীল।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

0
Updated: 2 weeks ago