'আঠারো আনা' বাগ্ধারাটি কী অর্থ প্রকাশ করে?
A
প্রায় সম্পূর্ণ
B
সকল তথ্য
C
অর্থের কু-প্রভাব
D
বাড়াবাড়ি
উত্তরের বিবরণ
“আঠার আনা” – বাড়াবাড়ি
-
অর্থ: বাড়াবাড়ি করা, অতিরিক্ত বা অতিরঞ্জিত আচরণ।
-
বাক্য উদাহরণ: তোমার সবসময় আঠারো আনা স্বভাব, যা আমার একদম ভালো লাগে না।
-
অন্য বাগ্ধারার অর্থ:
-
ঊনকোটি চৌষট্টি – প্রায় সম্পূর্ণ
-
তামার বিষ – অর্থের কু-প্রভাব
-
নাড়ির খবর – সকল তথ্য
-
0
Updated: 1 month ago
”খুব সকালে ঘুম থেকে উঠতাম।” বাক্যটি কোন কালের উদাহরণ?
Created: 1 month ago
A
নিত্য অতীত
B
ঘটমান অতীত
C
সাধারণ অতীত
D
পুরাঘটিত অতীত
নিত্য অতীত হলো অতীত কালের এমন একটি রূপ যা প্রায়ই ঘটে যেত এমন অভ্যাস বা কার্যকলাপ প্রকাশ করে। এটি অতীতের নিয়মিত বা স্বাভাবিক ক্রিয়াকে নির্দেশ করে।
-
উদাহরণ:
-
খুব সকালে ঘুম থেকে উঠতাম।
-
তারা সাগরের তীরে ঝিনুক কুড়াত।
-
উল্লেখ্য, অতীত কাল হলো অতীতে যে ক্রিয়া সম্পন্ন হতো তাকে নির্দেশ করে।
অতীত কালের চার প্রকার:
-
সাধারণ অতীত
-
ঘটমান অতীত
-
পুরাঘটিত অতীত
-
নিত্য অতীত
0
Updated: 1 month ago
'ময়ূর' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
Created: 2 months ago
A
কেকী
B
শিখণ্ডী
C
উরগ
D
বর্হী
সমার্থক শব্দের উদাহরণ
১. ময়ূর
-
অর্থ: উজ্জ্বল ও সুন্দর পালকযুক্ত পাখি
-
সমার্থক শব্দ: কলাপী, কেকী, শিখী, শিখণ্ডী, বর্হী, বর্হিণ
২. সাপ
-
অর্থ: বিষধর বা অ-বিষধর সরীসৃপ
-
সমার্থক শব্দ: আশীবিষ, উরগ
উৎস:
-
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)
-
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
0
Updated: 2 months ago
'উত্তম পুরুষ' রশীদ করীম রচিত কোন ধরনের সাহিত্যকর্ম?
Created: 2 months ago
A
কাব্যগ্রন্থ
B
প্রবন্ধ
C
উপন্যাস
D
নাটক
• 'উত্তম পুরুষ' উপন্যাস:
- রশীদ করীম রচিত এই উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৬১ সালে।
- উপন্যাসের চরিত্রে মনস্তাত্ত্বিক জটিলতায় কোথাও কোথাও শ্বাসরুদ্ধকর পরিস্থিতির উদ্ভব করেছে।
- আধুনিক মননশীলতা, পরিশীলতা, আঙ্গিক, অভিজ্ঞতার নির্লিপ্ত বর্ণনায় পাঠকের পাঠতৃষ্ণার নিবারণ হয়।
- উপন্যাসের প্রধান চরিত্র শাকেরকে ঘিরে সেলিনা, অণিমা, শেখর, মুশতাক, সলিল, চন্দ্রা, নিহার ভাবি, শিশির এ রকম অসংখ্য চরিত্র আবর্তিত হয়েছে।
--------------------
• রশীদ করীম রচিত উপন্যাসগুলো হলো:
- উত্তমপুরুষ,
- প্রসন্ন পাষাণ,
- আমার যত গ্লানি,
- সোনার পাথর বাটি,
- বড়ই নিঃসঙ্গ,
- লান্সবাক্স ইত্যাদি।
• প্রবন্ধ:
- আর এক দৃষ্টিকোণ,
- মনের গহীনে তোমার মুরতিখানি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।
0
Updated: 2 months ago