"বার"— শব্দের 'র' কোন ধরনের ধ্বনি?
A
ঘর্ষণজাত ধ্বনি
B
তাড়নজাত ধ্বনি
C
কম্পনজাত ধ্বনি
D
পার্শ্বিক ধ্বনি
উত্তরের বিবরণ
• "বার"
শব্দের ‘র’ হলো → কম্পনজাত ধ্বনি।
-------------------
• কম্পনজাত ধ্বনি:
জিভ কম্পিত হয়ে বা দন্তমূল
বারবার আঘাত করে উচ্চারিত
হয় বলে এ-জাতীয়
ব্যঞ্জনগুলিকে বলে কম্পনজাত। এ
শ্রেণির বাংলা ব্যঞ্জন একটি /র/।
যেমন- বার, ধার।
----------------------
অন্যদিকে,
• তাড়নজাত ধ্বনি:
জিভ উলটিয়ে এ ধ্বনি তৈরি
হয়। উচ্চারণের সময় জিভের সামনের
অংশ উপরের শক্ত তালুতে একটিমাত্র
টোকা দেয় বলে এগুলিকে
টোকাজাত ধ্বনিও বলে। এ জাতীয়
বাংলা প্রতিবেষ্টিত ব্যঞ্জন দুটি: ড় ও ঢ়
। যেমন- ধড়ফড়, বাড়, গাঢ়, নিগূঢ়।
• ঘর্ষণজাত
ধ্বনি:
এ ধ্বনি উচ্চারণের সময় দুটি বাগযন্ত্র
খুব কাছাকাছি আসে; কিন্তু একসঙ্গে
যুক্ত হয় না। ফলে
বাতাস বাধা পায় ও
সংকীর্ণ পথে বের হওয়ার
সময় ঘর্ষণের সৃষ্টি করে বলে এগুলি
ঘর্ষণজাত ধ্বনি বলা হয়। উচ্চারণস্থান
অনুযায়ী বাংলা ঘর্ষণজাত ধ্বনি হচ্ছে দন্তমূলীয়/স্/ বস্তু, কাস্তে,
তালব্য /শ/ দাশ, রাশ,
হ্রাস, কণ্ঠনালীয়: /হ/ হাট, হনহন।
• পার্শ্বিক
ধ্বনি:
বাতাস জিভের এক পাশ বা
দু-পাশ দিয়ে বেরিয়ে
যায় বলে এসব ব্যঞ্জনকে
বলে পার্শ্বিক। বাংলায় এ শ্রেণির ধ্বনি
একটি: ল। যেমন- তাল,
শাল।

0
Updated: 7 hours ago
'রসিদ' কোন ভাষার শব্দ?
Created: 1 week ago
A
আরবি
B
ফারসি
C
উর্দু
D
হিন্দি
• রসিদ (বিশেষ্য পদ),
- ফারসি ভাষার শব্দ।
অর্থ:
- পণ্য পরিবহনের জন্য ভাড়া আদায়ের দলিল।
• ফারসি ভাষার কিছু শব্দ:
সেতার, গুনাহ, পরহেজগার, দরগা, চশমা, খানা, জায়নামাজ, নামায, রোজা, আইন, সালিশ, নালিশ, বাদশাহ, সুপারিশ, সর্দি, শিরোনাম, হাঙ্গামা, ফরমান, ফরিয়াদ, বান্দা, আমদানি, সবজি, রসিদ।

0
Updated: 1 week ago
শাহ্ মুহম্মদ সগীর কত শতকের কবি ছিলেন?
Created: 5 days ago
A
সতের শতকের
B
ষোল শতকের
C
পনের শতকের
D
আঠারো শতকের
শাহ্ মুহম্মদ সগীর মধ্যযুগের এবং বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি।
-
তিনি পনের শতকের কবি।
-
রচিত গুরুত্বপূর্ণ গ্রন্থ: ইউসুফ-জোলেখা, যা রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কাব্য।
-
তিনি পারস্যের জামী রচিত ইউসুফ জোলেখা কাব্যের বাংলা অনুবাদ করেছেন, যা এই ধারার আদি গ্রন্থ হিসেবে গণ্য।
-
এ কাব্য গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে রচিত হয়েছিল।

0
Updated: 5 days ago
জীবনানন্দ দাশের “আবার আসিব ফিরে” কবিতায় কাকে ‘শাদা ছেঁড়া পালে’ দেখা যায় ?
Created: 7 hours ago
A
এক বৃদ্ধ মাঝিকে
B
এক শিকারিকে
C
এক কিশোরকে
D
এক জেলেকে
• ‘আবার
আসিব ফিরে’ — কবিতাটির রচয়িতা — জীবনানন্দ দাশ।
- ‘আবার আসিব ফিরে’ কবিতাটি
‘রূপসী বাংলা’ কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে।
- ‘রূপসীবাংলা' কাব্যগ্রন্থটি ১৯৫৭ সালে প্রকাশিত
হয়।
• কবিতাটি
নিম্নরূপ-
আবার আসিব ফিরে- (জীবনানন্দ দাশ)
আবার
আসিব ফিরে ধানসিড়ির তীরে — এই বাংলায়
হয়তো মানুষ নয় — হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে;
--------------------
হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে;
হয়তো শুনিবে এক লক্ষ্মীপেচাঁ ডাকিতেছে শিমুলের ডালে;
হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে;
রূপসা ঘোলা জলে হয়তো কিশোর এক শাদা ছেঁড়া পালে
ডিঙা রায় — রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে
দেখিবে ধবল বক: আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে —
এই
কবিতায় কবি বলেছেন- এক কিশোরকে এক শাদা ছেঁড়া পালে দেখা যায়।
--------------------------
• 'রূপসী বাংলা' কাব্যগ্রন্থ':
- জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ
'রূপসী বাংলা'।
- 'রূপসী বাংলা' কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯৫৭ সালে।
- কবিতাগুলির গঠন সনেটের। বাংলার
গ্রাম-প্রকৃতি, নদীনালা, পশু-পাখি, উৎসব,
অনুষ্ঠান কাব্যের বিষয়বস্তু।
- 'আবার আসিব ফিরে' — 'রূপসী
বাংলা' কাব্যের বিখ্যাত কবিতা।
-----------------------
জীবনানন্দ দাশ:
- তিনি কবি, শিক্ষাবিদ ছিলেন।
- তিনি ১৮৯৯ সালের ১৭
ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন।
- তাঁদের আদি নিবাস ছিল
বিক্রমপুরের গাওপাড়া গ্রামে।
- তাঁর পিতা সত্যানন্দ দাশ
ছিলেন স্কুলশিক্ষক ও সমাজসেবক।
- মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন
কবি।
জীবনানন্দ
দাশের উপাধি সমূহ:
- ধুসরতার কবি,
- তিমির হননের কবি,
- রূপসী বাংলার কবি,
- নির্জনতার কবি।
তাঁর
উল্লেখযোগ্য রচনা:
কাব্যগ্রন্থ:
- ঝরা পালক (এটি জীবনানন্দ দাশের প্রথম কাব্য গ্রন্থ),
- ধূসর পাণ্ডু লিপি,
- বনলতা সেন,
- মহাপৃথিবী,
- সাতটি তারার তিমির,
- রূপসী বাংলা,
- বেলা অবেলা কালবেলা।
উপন্যাস:
- মাল্যবান,
- সুতীর্থ।
প্রবন্ধগ্রন্থ:
- কবিতার কথা।

0
Updated: 7 hours ago