ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়-
A
১৮০০ সালে
B
১৮০১ সালে
C
১৮০২ সালে
D
১৮০৩ সালে
উত্তরের বিবরণ
• ফোর্ট উইলিয়াম কলেজ:
- ফোর্ট উইলিয়াম কলেজ গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলী কর্তৃক ১৮০০ সালের ৪মে প্রতিষ্ঠিত প্রাচ্যবিষয়ক একটি প্রশিক্ষণ কেন্দ্র।
- নবনিযুক্ত ইউরোপীয় আমলাদের নৈতিক ও বুদ্ধিবৃত্তিক উন্নতি সাধনই ছিল এ কেন্দ্রের উদ্দেশ্য।
- ১৮০১ সালের ২৪শে নভেম্বর কলেজে বাংলা বিভাগ প্রতিষ্ঠিত হয় এবং প্রথম অধ্যক্ষ হন পাদ্রী উইলিয়াম কেরী।
ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ উইলিয়াম কেরী এবং তাঁর দুই সহকারী রামরাম বসু ও মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ছাড়াও আরো কয়েকজন বাংলা গদ্যে কলেজের পাঠ্যপোযোগী গ্রন্থ রচনা করেন।

0
Updated: 8 hours ago
নিচের কোন দেশ 'হর্ন অফ আফ্রিকা' এর অংশ নয়?
Created: 2 weeks ago
A
জিবুতি
B
কেনিয়া
C
ইরিত্রিয়া
D
সোমালিয়া
⇒ কেনিয়া 'হর্ন অফ আফ্রিকা' এর অংশ নয়।
হর্ন অফ আফ্রিকা:
- আফ্রিকার হর্ন বলতে পূর্ব আফ্রিকার অঞ্চল বোঝানো হয়।
- আফ্রিকার মানচিত্র লক্ষ্য করলে দেখা যায় এর উত্তর-পূর্ব অংশ আরব সাগরে শিং এর মত বর্ধিত হয়েছে।
- এর অংশগুলো হলো জিবুতি, ইরিত্রিয়া, ইথিওপিয়া এবং সোমালিয়া দেশগুলির আবাসস্থল।
- হর্ন অফ আফ্রিকা অঞ্চলের একটি অংশ সোমালি উপদ্বীপ নামেও পরিচিত।
- হর্নে ইথিওপিয়ান মালভূমির উচ্চভূমি, ওগাডেন মরুভূমি এবং ইরিথ্রিয়ান, এবং সোমালিয়ান উপকূলের মতো বিভিন্ন অঞ্চল রয়েছে এবং এটি আমহারা, টাইগ্রে, ওরোমো এবং সোমালি জনগণের আবাসস্থল।
- এর উপকূল লোহিত সাগর, এডেন উপসাগর এবং ভারত মহাসাগর দ্বারা ঘেরা।
- এটি দীর্ঘদিন ধরে আরব উপদ্বীপ এবং দক্ষিণ-পশ্চিম এশিয়ার সাথে যোগাযোগ করেছে।
তথ্যসূত্র - ব্রিটেনিকা ওয়েবসাইট।

0
Updated: 2 weeks ago
বাংলাদেশ ওআইসির সদস্যপদ লাভ করে কত সালে?
Created: 1 week ago
A
১৯৭৫ সালে
B
১৯৭৪ সালে
C
১৯৭৩ সালে
D
১৯৭৬ সালে
বাংলাদেশ ওআইসির (OIC) সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালে, যা দেশের আন্তর্জাতিক ইসলামি সহযোগিতার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ।
ওআইসি সম্পর্কিত তথ্য:
-
পূর্ণরূপ: The Organization of Islamic Cooperation
-
একটি ইসলামি সহযোগিতা সংস্থা, যা মুসলিম দেশগুলোর রাজনৈতিক জোট হিসেবে কাজ করে।
-
গঠন: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে
-
প্রথম শীর্ষ সম্মেলন: রাবাত, মরক্কো (১৯৬৯)
-
অফিসিয়াল যাত্রা: ১৯৭২ সালে
-
প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি
-
বর্তমান সদস্য: ৫৭টি [আগস্ট, ২০২৫]
-
সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব
উল্লেখযোগ্য তথ্য:
-
বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা (১২তম)
-
অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি, ফরাসি
-
OIC-এর পররাষ্ট্রমন্ত্রীদের ৫১তম সম্মেলন অনুষ্ঠিত হয় তুরস্ক, ২১-২২ জুন, ২০২৫
উৎস:

0
Updated: 1 week ago
নিচের কোন দেশের মুদ্রার নাম দিনার?
Created: 2 weeks ago
A
কুয়েত
B
কাতার
C
ওমান
D
ইয়েমেন
রিয়াল যেসব দেশের মুদ্রা:
- সৌদি আরব,
- ওমান,
- ইয়েমেন,
- কাতার,
- ইরান।
দিনার যেসব দেশের মুদ্রা:
- ইরাক,
- কুয়েত,
- জর্ডান,
- বাহরাইন,
- আলজেরিয়া,
- তিউনেশিয়া।
দিরহাম যেসব দেশের মুদ্রা:
- সংযুক্ত আরব আমিরাত,
- মরক্কো।
পাউন্ড যেসব দেশের মুদ্রা:
- মিশর,
- সিরিয়া,
- লেবানন।
তথ্যসূত্র - Britannica.com

0
Updated: 2 weeks ago