টেকনাফ ও তেঁতুলিয়া স্থান ২টি কোন কোন জেলায় অবস্থিত?
A
বান্দরবান ও নীলফামারি
B
কক্সবাজার ও দিনাজপুর
C
কক্সবাজার ও পঞ্চগড়
D
ফেনী ও টাঙ্গাঁইল
উত্তরের বিবরণ
• টেকনাফ উপজেলা:
- টেকনাফ কক্সবাজার জেলায় অবস্থিত।
• তেতুঁলিয়া উপজেলা:
- তেতুঁলিয়া পঞ্চগড় জেলার একটি উপজেলা।
- ইংরেজী ১৮৬০ সন হতে ১৮৬৯ সন পর্যন্ত রংপুর জেলার একটি মহুকুমা হিসেবে প্রশাসনিক ইউনিটের মর্যাদা লাভ করে।
- শিল্প, বাণিজ্য ও নদী বন্দর হিসেবে তেতুলিয়া ছিল সুবিখ্যাত।
- ১৯৪৭ সনের ১৮ আগস্ট স্যার রেডক্লিপ ভারতের জলপাইগুড়ি জেলার অন্য ৪ টি থানার সঙ্গে তেতুলিয়াকে পূর্ব পাকিস্তানের দিনাজপুরের সাথে যুক্ত করে দেন ।
- তেতুলিয়া বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা।
- এ উপজেলার তিন দিকে ভারত শুধুমাত্র দক্ষিন দিকে পঞ্চগড় সদর উপজেলা।

0
Updated: 7 hours ago
বাংলাদেশে কী ধরনের রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান?
Created: 2 weeks ago
A
একদলীয় ব্যবস্থা
B
দ্বি-দলীয় ব্যবস্থা
C
একনায়কতন্ত্র
D
বহু-দলীয় ব্যবস্থা
একদলীয় ব্যবস্থা
-
রাষ্ট্রে যখন কেবলমাত্র একটি রাজনৈতিক দল থাকে, তখন সেটিকে একদলীয় ব্যবস্থা বলা হয়।
-
একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থায় সাধারণত একটিমাত্র দল বিদ্যমান থাকে।
-
এই ব্যবস্থায় বিরোধী দলের কোনো অস্তিত্ব স্বীকৃত হয় না।
দ্বি-দলীয় ব্যবস্থা
-
যখন রাষ্ট্রে মাত্র দুটি রাজনৈতিক দল থাকে, তখন তাকে দ্বি-দলীয় ব্যবস্থা বলা হয়।
-
এ ব্যবস্থায় একটি দল সরকার গঠন করে এবং অপর দল বিরোধী দলের দায়িত্ব পালন করে।
-
প্রকৃত অর্থে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে দ্বি-দলীয় ব্যবস্থাই চালু রয়েছে।
বহু-দলীয় ব্যবস্থা
-
একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যখন দুইয়ের অধিক রাজনৈতিক দল ক্ষমতা অর্জনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে কার্যকর ভূমিকা পালন করে, তখন তাকে বহু-দলীয় ব্যবস্থা বলা হয়।
-
ফ্রান্স, ইতালি, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ অনেক দেশে বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান।
উৎস: পৌরনীতি ও সুশাসন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 2 weeks ago
বাংলাদেশ সংবিধান হাতে লেখার দায়িত্ব কার ওপর ন্যস্ত ছিল?
Created: 1 week ago
A
হাশেম খান
B
এ.কে.এম আব্দুর রউফ
C
কামরুল ইসলাম
D
সমরজিৎ রায় চৌধুরী
বাংলাদেশের সংবিধান হাতে লেখা ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এ.কে.এম. আব্দুর রউফ, যার নিকট সংবিধানের মূল রচনা তৈরি হয়।
-
১৫ ডিসেম্বর, ১৯৭২ সালে গণপরিষদের সদস্যরা হাতে লেখা সংবিধানের কপিতে স্বাক্ষর প্রদান করেন।
-
বাংলাদেশ সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২ থেকে।
-
একমাত্র বিরোধী দলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত সংবিধানে স্বাক্ষর করেননি।
-
হস্তলিখিত সংবিধানে মোট ৩৯৯ জন গণপরিষদ সদস্যের স্বাক্ষর রয়েছে।
-
হস্তলিখিত সংবিধানের মূল লেখক হলেন এ.কে.এম. আব্দুর রউফ।
উল্লেখযোগ্য তথ্য:
-
হাশেম খান বাংলাদেশের একজন খ্যাতিমান চিত্রশিল্পী, যিনি ১৯৯২ সালে একুশে পদক লাভ করেন।
-
কামরুল হাসান "পটুয়া" হিসাবেও পরিচিত।
উৎস:

0
Updated: 1 week ago
৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে গঠিত ব্রিগেড ফোর্স কোনটি?
Created: 4 days ago
A
এম ফোর্স
B
কে ফোর্স
C
এস ফোর্স
D
জেড ফোর্স
ব্রিগেড ফোর্স সম্পর্কিত তথ্য নিম্নরূপ:
মুক্তিযুদ্ধের সময় মোট ৩টি ব্রিগেড ফোর্স গঠন করা হয়:
-
জেড ফোর্স
-
কে ফোর্স
-
এস ফোর্স
জেড ফোর্স
-
নেতৃত্বে ছিলেন জিয়াউর রহমান।
-
‘জেড ফোর্স’ নামে পরিচিত প্রথম নিয়মিত ব্রিগেড জুলাই মাসে গঠিত হয়।
-
ব্রিগেডটি ১ম, ৩য় ও ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে গঠিত।
এস ফোর্স
-
নেতৃত্বে ছিলেন কে.এম. সফিউল্লাহ।
-
‘এস ফোর্স’ নামে পরিচিত দ্বিতীয় নিয়মিত ব্রিগেড অক্টোবর মাসে গঠিত হয়।
-
ব্রিগেডটি দ্বিতীয় ও একাদশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকদের নিয়ে গঠিত।
কে ফোর্স
-
নেতৃত্বে ছিলেন খালেদ মোশাররফ।
-
‘কে ফোর্স’ গঠিত হয় ৪র্থ, ৯ম ও ১০ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যদের নিয়ে।

0
Updated: 4 days ago