কোন দেশটি আরব লীগের সদস্য নয়?
A
লেবানন
B
জর্ডান
C
ইরান
D
কাতার
উত্তরের বিবরণ
আরব লীগ হলো মধ্যপ্রাচ্যের দেশগুলোর একটি আঞ্চলিক সংগঠন, যা সদস্য রাষ্ট্রগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক সমন্বয় ও বন্ধন শক্তিশালী করার উদ্দেশ্যে গঠিত।
-
প্রতিষ্ঠা: আলেকজান্দ্রিয়া প্রটোকল স্বাক্ষরিত ৭ অক্টোবর ১৯৪৪; আনুষ্ঠানিকভাবে গঠন ২২ মার্চ ১৯৪৫।
-
সদর দপ্তর: কায়রো, মিশর।
-
সদস্য সংখ্যা: ২২টি রাষ্ট্র।
-
সদস্য দেশসমূহ:
-
আলজেরিয়া, বাহরাইন, কোমোরোস, জিবুতি, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, লেবানন, লিবিয়া, মৌরিতানিয়া, মরক্কো, ওমান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, সোমালিয়া, সুদান, সিরিয়া, তিউনিশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন।
-
-
আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
-
অফিসিয়াল ভাষা: আরবি।
0
Updated: 1 month ago
Which of these is an alternative fuel to CNG?
Created: 1 month ago
A
LPG
B
Coal
C
Wood
D
Diesel
সিএনজি (Compressed Natural Gas) হলো একটি পরিবেশবান্ধব জ্বালানি, যা যানবাহনে ব্যবহৃত হয়। এর বিকল্প জ্বালানি হিসেবে এলপিজি (Liquefied Petroleum Gas) ব্যবহার করা যেতে পারে। এলপিজি মূলত প্রোপেন ও বুটেনের মিশ্রণ, যা গ্যাসীয় অবস্থায় ব্যবহৃত হয়। এটি সহজে সংরক্ষণযোগ্য, পরিষ্কার দাহ হয় এবং পরিবেশে কম দূষণ ছড়ায়। অন্যদিকে, কয়লা ও কাঠ পুড়লে বেশি ধোঁয়া ও কার্বন নির্গত হয়, যা দূষণ সৃষ্টি করে। ডিজেল তরল জ্বালানি হলেও, এটি সিএনজি বা এলপিজির তুলনায় বেশি দূষণ করে। সুতরাং, এলপিজি হলো সিএনজির একটি উপযুক্ত বিকল্প।
সিএনজি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য:
-
সিএনজি (CNG) এর পূর্ণরূপ হলো Compressed Natural Gas।
-
CNG-এর মূল দাহ্য পদার্থ হলো মিথেন।
-
প্রাকৃতিক গ্যাসকে অতি উচ্চ চাপে সংকুচিত করলে প্রাপ্ত নমুনাকে CNG বলা হয়।
-
এটি পরিবেশবান্ধব জ্বালানি হিসেবে পরিচিত।
-
বাংলাদেশ সরকার পরিবেশ দূষণ রোধের জন্য ২০০১ সালে যানবাহনসমূহকে সিএনজিতে রূপান্তরের প্রক্রিয়াকে উৎসাহিত করতে CNG থ্রাস্ট সেক্টর হিসেবে ঘোষণা করে।
0
Updated: 1 month ago
পাপুয়া নিউগিনি কোন দেশ থেকে স্বাধীনতা অর্জন করে?
Created: 1 month ago
A
ফ্রান্স
B
যুক্তরাস্ট্র
C
অস্ট্রেলিয়া
D
যুক্তরাজ্য
পাপুয়া নিউগিনি প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র, যা ওশেনিয়ার মেলানেশিয়া অঞ্চলে অবস্থিত। স্বাধীনতার আগে এটি অস্ট্রেলিয়ার অধীনে ছিল।
-
১৯০৫ সালে ব্রিটিশদের নিয়ন্ত্রণ থেকে অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রণে আসে।
-
১৯৭৫ সালে অস্ট্রেলিয়ার নিকট থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে।
-
এটি বিশ্বের সবচেয়ে বেশি ভাষা-ধারী দেশ।
-
দেশটিতে প্রায় ৮৪০টি ভাষা প্রচলিত।
0
Updated: 1 month ago
Which is the first Geographical Indication (GI) product of Bangladesh?
Created: 1 month ago
A
Jamdani Saree
B
Nakshi Kantha
C
Rajshahi Silk
D
Hilsa Fish
জিআই (GI):
- জিআই (GI) এর পূর্ণরূপ হলো Geographical indication
- জাতিসংঘের সংস্থা WIPO হলো জিআই পণ্যের স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান।
- ভৌগোলিক নির্দেশক হচ্ছে একটি প্রতীক বা চিহ্ন, যা পণ্য ও সেবার উৎস, গুণাগুণ ও সুনাম ধারণ এবং প্রচার করে।
- কোনো দেশের আবহাওয়া ও পরিবেশ যদি কোনো পণ্য উৎপাদনের ক্ষেত্রে বিশেষ কোনো গুরুত্ব রাখে, সেই দেশের সংস্কৃতির সঙ্গে যদি বিষয়টি সম্পর্কিত হয়, তাহলে সেটাকে সে দেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
- দেশের প্রথম জিআই পণ্য হিসেবে নিবন্ধন পায় জামদানি।
সূত্র: পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর ওয়েবসাইট ও প্রথম আলো।
0
Updated: 1 month ago