কোন দেশটি আরব লীগের সদস্য নয়?
A
লেবানন
B
জর্ডান
C
ইরান
D
কাতার
উত্তরের বিবরণ
• আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- ৭ অক্টোবর ১৯৪৪ সালে স্বাক্ষরিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল ছিল আরব লীগের ভিত্তি।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- সদস্য: মোট ২২টি রাষ্ট্র।
- আলজেরিয়া, বাহরাইন, কোমোরোস, জিবুতি, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, লেবানন, লিবিয়া, মৌরিতানিয়া, মরক্কো, ওমান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, সোমালিয়া, সুদান, সিরিয়া, তিউনিশিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
- অফিসিয়াল ভাষা: আরবি।

0
Updated: 8 hours ago
ইমানুয়েল কান্ট কোন দেশের নীতিবিজ্ঞানী?
Created: 1 week ago
A
ফ্রান্স
B
জার্মানি
C
সুইডেন
D
যুক্তরাজ্য
• ইমানুয়েল কান্ট:
- ইমানুয়েল কান্টকে 'কর্তব্যমুখী নৈতিকতার' প্রবর্তক বলা হয়।
- ইমানুয়েল কান্ট একজন জার্মান নীতিবিজ্ঞানী।
- তাঁর নীতিবিদ্যার মূলকথা তিনটি যথা: সৎ ইচ্ছা, কর্তব্যের জন্য কর্তব্য এবং শর্তহীন আদেশ।
- সততার জন্য সদিচ্ছা'র কথা বলেছেন ইমানুয়েল কান্ট।
- 'কর্তব্যের জন্য কর্তব্য'-ধারণাটির প্রবর্তক ইমানুয়েল কান্ট।
• ইমানুয়েল কান্ট গুরুত্বপূর্ণ কিছু বই:
- Groundwork for Metaphysics of Morals.
- Critique of Pure Reason.
- Critique of Practical Reason.
- Critique of Judgement.

0
Updated: 1 week ago
বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি?
Created: 8 hours ago
A
জেলা
B
উপজেলা
C
ইউনিয়ন
D
ওয়ার্ড
• প্রশাসনিক কাঠামোর স্তর:
- মাঠ পর্যায়ে প্রশাসনিক কাঠামোর স্তর তিনটি। যথা- বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন।
- মাঠ পর্যায়ে প্রশাসনিক কাঠামো সর্বোচ্চ স্তর- বিভাগীয় প্রশাসন এবং সর্বনিম্ন স্তর উপজেলা প্রশাসন।
অন্যদিকে,
- বর্তমানে বাংলাদেশে প্রচলিত স্থানীয় সরকার ব্যবস্থা রয়েছে ৫ ধরনের।
- গ্রাম অঞ্চলের ৩ ধরনের এবং শহর অঞ্চলে ২ ধরনের।
- গ্রাম অঞ্চলের স্থানীয় সরকার ব্যবস্থা - ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ।
- শহর অঞ্চলের স্থানীয় সরকার ব্যবস্থা - পৌরসভা এবং সিটি কর্পোরেশন।
- মাঠ পর্যায়ে স্থানীয় সরকার ব্যবস্থার সর্বনিম্ন স্তর - ইউনিয়ন পরিষদ।

0
Updated: 8 hours ago
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন?
Created: 8 hours ago
A
ড. মুহাম্মদ শহীদুল্লাহ
B
ড. রমেশচন্দ্র মজুমদার
C
স্যার এ. এফ. রহমান
D
ড. মাহমুদ হোসেন
• স্যার এ এফ রহমান:
- পুরো নাম আহমদ ফজলুর রহমান।
- স্যার আহমদ ফজলুর রহমান একজন বিশিষ্ট শিক্ষাবিদ।
- তিনি ১৮৮৯ সালের ২৮ ডিসেম্বর ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন।
- তিনি জলপাইগুড়ি জেলা স্কুল থেকে ১৯০৮ সালে প্রবেশিকা পাস করেন।
- তিনি লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯১২ সালে ইতিহাস বিষয়ে বি.এ (অনার্স) এবং ১৯১৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এম.এ ডিগ্রি লাভ করেন।
- আহমদ ফজলুর রহমান ১৯৩৪ থেকে ১৯৩৬ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় ও মুসলমান উপাচার্য ছিলেন স্যার এ এফ রহমান।
- ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৩৭ সালে তাঁকে সম্মানসূচক ডক্টর অব ল’ ডিগ্রি প্রদান করে।
- ১৯৪২ সালে ব্রিটিশ সরকার তাঁকে ‘নাইট’
তথ্যসূত্র: বাংলাপিডিয়া ও প্রথম আলো। Link

0
Updated: 8 hours ago