পৃথিবীর সবচেয়ে বড় এনজিও (NGO) এর নাম কি?
A
ব্র্যাক
B
প্রশিকা
C
গ্রামীণ ব্যাংক
D
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
উত্তরের বিবরণ
ব্র্যাক হলো বিশ্বের সবচেয়ে বড় এনজিও (NGO), যা সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
-
প্রতিষ্ঠা: ১৯৭২ সালে বাংলাদেশের স্যার ফজলে হাসান আবেদ দ্বারা প্রতিষ্ঠিত।
-
আন্তর্জাতিক কার্যক্রম: বর্তমানে ১০টিরও বেশি দেশে কার্যক্রম চালাচ্ছে।
-
মূল কার্যক্রম:
-
স্বাস্থ্য
-
শিক্ষা
-
মাইক্রোফাইন্যান্স
-
দারিদ্র্য দূরীকরণ
-
অন্যান্য বহুমুখী সামাজিক উন্নয়ন কার্যক্রম
-
-
বিশ্বব্যাপী পরিচিতি: সদস্য সংখ্যা, কার্যক্রমের পরিধি এবং বাজেটের দিক থেকে এটি বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি উন্নয়ন সংস্থা।
0
Updated: 1 month ago
পলাশীর যুদ্ধে কোন ফরাসি সেনানায়ক বাংলার নবাবের পক্ষে লড়াই করে?
Created: 1 month ago
A
আল বুকার্ক
B
সিন ফ্রে
C
মেজর মনরো
D
ভান্সিটার্ট
পলাশীর যুদ্ধ ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর আমবাগানে সংঘটিত হয়, যেখানে স্বাধীন বাংলার নবাব সিরাজ-উদ-দৌলা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হন। এই পরাজয়ের ফলে প্রায় ২০০ বছরের জন্য বাংলা স্বাধীনতা হারায়। প্রতি বছর ২৩ জুন পলাশী দিবস হিসেবে স্মরণ করা হয়। যুদ্ধটি বাংলার শেষ স্বাধীন নবাব এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে পলাশী নামক স্থানে সংঘটিত হওয়ায় এটি পলাশীর যুদ্ধ নামে পরিচিত।
-
১৭৫৭ সালে রবার্ট ক্লাইভ সিরাজ-উদ-দৌলাকে পরাজিত করে কলকাতা দখল করেন।
-
নবাবের পরাজয়ের ফলে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের পথ উন্মুক্ত হয়।
-
নবাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন জগৎশেঠ, মীরজাফর, রায়দুর্লভ ও উমিচাদ।
-
নবাবের পক্ষে যুদ্ধ করেন মীরমদন, মোহন লাল এবং ফরাসি সেনাপতি সিন ফ্রে।
-
২৩ জুন পলাশী দিবস হিসেবে প্রতি বছর স্মরণ করা হয়।
0
Updated: 1 month ago
COP এর পূর্ণরূপ কী?
Created: 1 month ago
A
Conference of the Parties
B
Climate Organization of the Pacific
C
Convention on Pollution
D
Council of Policies
জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP) হলো একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যা জাতিসংঘের জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCCC)-এর আওতায় পরিচালিত হয়। এর মূল লক্ষ্য হলো জলবায়ুর উপর মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলা করা এবং বৈশ্বিক জলবায়ু নীতি নির্ধারণে সমন্বয় সাধন করা।
• পূর্ণরূপ: Conference of the Parties (COP)
• ১৯৯২ সালে দেশগুলো UNFCCC-তে স্বাক্ষর করে।
• ১৯৯৫ সাল থেকে এটি প্রতি বছর জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।
• কপ-২৭: ২০২২ সালের নভেম্বরে মিশরে অনুষ্ঠিত।
• কপ-২৮: ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের দুবাই-এ আয়োজিত।
• কপ-২৯: অনুষ্ঠিত হবে আজারবাইজানে।
• কপ-৩০: ২০২৫ সালে আয়োজিত হবে ব্রাজিলে, স্থান হিসেবে নির্বাচিত হয়েছে আমাজনিয়ান শহর বেলেম ডো প্যারা।
0
Updated: 1 month ago
Which of the following is not a part of the forebrain?
Created: 1 month ago
A
Hypothalamus
B
Thalamus
C
Cerebellum
D
Cerebrum
সেরেবেলাম হলো পশ্চাৎ মস্তিষ্কের অংশ, যা মস্তিষ্কের প্রধান তিনটি অংশের একটি।
মস্তিষ্ক হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটি স্ফীত অংশ, যা কঙ্কাল খোঁচায় অবস্থান করে এবং মানবদেহের সকল কার্যাবলী নিয়ন্ত্রণ করে। প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের আয়তন প্রায় ১৫০০ ঘন সেন্টিমিটার, গড় ওজন প্রায় ১.৩৬ কেজি, এবং এতে প্রায় ১০০ বিলিয়ন নিউরন থাকে। মস্তিষ্ক স্নায়ুতন্ত্রের সবচেয়ে বড়, জটিল ও গুরুত্বপূর্ণ অংশ।
মানব মস্তিষ্ককে তিনটি প্রধান অংশে ভাগ করা যায়:
১. অগ্রমস্তিষ্ক
২. মধ্যমস্তিষ্ক
৩. পশ্চাৎ মস্তিষ্ক (সেরেবেলাম)
১. অগ্রমস্তিষ্ক
-
এটি মস্তিষ্কের প্রধান অংশ গঠন করে।
-
তিনটি অংশে বিভক্ত:
-
সেরেব্রাম
-
থ্যালামাস
-
হাইপোথ্যালামাস
-
সেরেব্রাম
-
মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ, প্রায় ৮০% গঠন করে।
-
প্রতিটি সেরেব্রাল হেমিস্ফিয়ার ৫টি লোব-এ বিভক্ত: ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, অক্সিপিটাল লোব, টেম্পোরাল লোব এবং লিম্বিক লোব।
-
সেরেব্রাম সংযুক্ত বাকশক্তি, স্মৃতি, চিন্তাশক্তি, বুদ্ধি, সৃজনশীলতা, ইচ্ছা শক্তি, সহজাত প্রবৃত্তি, কর্মপ্রেরণা প্রভৃতি কার্যক্রম নিয়ন্ত্রণ করে।
-
সর্বোপরি মানুষের ঐচ্ছিক ক্রিয়া নিয়ন্ত্রণের জন্য দায়ী।
থ্যালামাস
-
সেরেব্রাল হেমিস্ফিয়ারের নিচে দুটি ক্ষুদ্র, ডিম্বাকৃতির থ্যালামাস থাকে, যা ধূসর পদার্থ দিয়ে গঠিত।
-
এটি সংবেদী উদ্দীপনা গ্রহণ করে এবং সেরেব্রামে রিলে করে পাঠায়।
হাইপোথ্যালামাস
-
থ্যালামাসের ঠিক নিচে ধূসর পদার্থ দিয়ে গঠিত।
-
অন্তত এক ডজন পৃথক অঞ্চলে বিভক্ত।
-
স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের সকল কার্যকলাপ নিয়ন্ত্রণ করে।
-
ক্ষুধা, তৃষ্ণা, রাগ, ভাল লাগা, ভীতি, আবেগ প্রভৃতির কেন্দ্র হিসেবে কাজ করে।
-
পিটুইটারী গ্রন্থি বিভিন্ন হরমোন নিঃসরণ করে।
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago