মন্ত্রী পরিষদের প্রধান কে?
A
স্পীকার
B
প্রধানমন্ত্রী
C
চীফ হুইপ
D
মন্ত্রী পরিষদ সচিব
উত্তরের বিবরণ
বাংলাদেশে মন্ত্রীপরিষদের প্রধান হলো প্রধানমন্ত্রী, যিনি সরকারের কার্যকরী ও প্রশাসনিক নেতৃত্বের প্রধান।
-
সংবিধানের ধারা ৫৫ অনুযায়ী:
-
(১) প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা গঠন: প্রধানমন্ত্রী এবং সময়ে সময়ে তিনি যে অন্যান্য মন্ত্রীর নির্বাচন করবেন, তাদের নিয়ে মন্ত্রিসভা গঠিত হয়।
-
(২) নির্বাহী ক্ষমতা: সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর কর্তৃত্বে প্রয়োগ করা হয়।
-
(৩) দায়বদ্ধতা: মন্ত্রিসভা যৌথভাবে সংসদের প্রতি দায়বদ্ধ।
-
(৪) সরকারের কর্মকাণ্ড: সরকারের সকল নির্বাহী ব্যবস্থা রাষ্ট্রপতির নামে প্রকাশিত হয়।
-
(৫) আদেশ ও চুক্তি: রাষ্ট্রপতির নামে প্রণীত আদেশ ও অন্যান্য চুক্তিপত্র কিভাবে সত্যায়িত বা প্রমাণীকৃত হবে, তা রাষ্ট্রপতি নির্ধারণ করেন, এবং এভাবে সত্যায়িত আদেশ বা চুক্তিপত্র যথাযথভাবে প্রণীত বা সম্পাদিত হয়।
-
0
Updated: 1 month ago
প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ‘বিকল্প সরকার’কে?
Created: 1 month ago
A
বিরােধী দল
B
সুশীল সমাজ
C
মন্ত্রী পরিষদ
D
সচেতন নাগরিক
বিকল্প সরকার হলো প্রতিনিধিত্বশীল গণতন্ত্রে বিরোধী দল, যা সরকারের কার্যক্রমের প্রতি নজর রাখে এবং প্রয়োজনে সরকারের উপর চাপ সৃষ্টি করে।
-
উন্নত রাজনৈতিক সংস্কৃতিতে বিরোধী দলও সরকারি দলের ন্যায় ছায়া মন্ত্রিসভা গঠন করে।
-
এর উদ্দেশ্য হলো সরকারকে স্বৈরাচারি বা দুর্নীতিপরায়ণ হওয়া থেকে রক্ষা করা।
-
বর্তমান সময়ে গণতন্ত্রকে দলীয় শাসন হিসেবেও দেখা হয়।
অন্যদিকে, সুশীল সমাজ ও সচেতন নাগরিকরাও সরকারের কার্যক্রমে চাপ সৃষ্টির অংশ হিসেবে ভূমিকা পালন করে।
উৎস:
0
Updated: 1 month ago
সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার কত দিনের মধ্যে সংসদের অধিবেশন আহবান করা হয়?
Created: 2 months ago
A
৩০ দিন
B
৪৫ দিন
C
৬০ দিন
D
৯০ দিন
জাতীয় সংসদ:
- জাতীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের এক কক্ষবিশিষ্ট আইনসভা।
- দেশের সংবিধানের বিধানাবলি সাপেক্ষে আইন প্রণয়ন ক্ষমতা এ সংসদের ওপর ন্যস্ত।
- প্রতি নির্বাচনী এলাকা থেকে সরাসরি ভোটে নির্বাচিত ৩০০ সদস্য সমন্বয়ে জাতীয় সংসদ গঠিত হয়।
- সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে (২০১১) মহিলা আসন সংখ্যা ৫০ করা হয়।
- বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা ৩৫০টি।
- জাতীয় সংসদের মেয়াদ ৫ বছর।
- সংবিধানের ৭২ অনুচ্ছেদ অনুযায়ী সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের অধিবেশন আহবান করা হয়।
- জাতীয় সংসদের কার্য পরিচালনার জন্য কোরাম থাকতে হয়।
- অধিবেশনে কোরামের জন্য ন্যূনতম ৬০ জন সদস্যের উপস্থিতি প্রয়োজন।
- বাংলাদেশের সংবিধানের ৭৫ নং অনুচ্ছেদে কোরাম সম্পর্কে বলা হয়েছে।
- সংবিধান অনুযায়ী কমপক্ষে ৬০ জন সদস্যের উপস্থিতিতে জাতীয় সংসদের কাজ চলবে অর্থাৎ ৬০ জন সদস্যের উপস্থিতিতে জাতীয় সংসদের কোরাম হবে।
- ৬০ জনের কম সদস্য উপস্থিত থাকলে স্পিকার সংসদের অধিবেশন স্থগিত রাখেন।
0
Updated: 2 months ago
ফজলুর রহমান খান (এফআর খান) পেশায় কী ছিলেন?
Created: 1 month ago
A
স্থপতি
B
ডাক্তার
C
রাজনীতিবিদ
D
সাহিত্যিক
এফ আর খান (ফজলুর রহমান খান) ছিলেন একজন প্রখ্যাত স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ও স্থপতি, যিনি আধুনিক স্থাপত্য ও ইঞ্জিনিয়ারিংয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
-
তিনি ১৯২৯ সালে মাদারীপুর জেলার শিবচর উপজেলায় জন্মগ্রহণ করেন।
-
১৯৪৪ সালে কলকাতার বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করার পর প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন।
-
১৯৫০ সালে কলকাতার শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন।
-
১৯৫৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত স্থাপত্য প্রতিষ্ঠান স্কিডমুর-এ যোগ দিয়ে তার কর্মজীবন শুরু হয়।
-
তিনি শিকাগোর একশ তলা উঁচু জন হ্যানকক সেন্টার এবং একশ দশ তলা উঁচু সিয়ার্স টাওয়ারের নকশা তৈরি করেন, যা আধুনিক স্থাপত্যের উদাহরণ হিসেবে বিবেচিত।
-
ইঞ্জিনিয়ারিং নিউজ রেকর্ডস কর্তৃক 'কন্সট্রাকশনস ম্যান অব দি ইয়ার' মনোনীত হওয়ার পর, ১৯৭১ সালে শিকাগোর ওন্টারিও সেন্টারে তাঁর উপর একটি ফলকে মন্তব্য লেখা হয়, যার শিরোনাম ছিল 'ইনোভেশন ফলোজ প্রোগ্রাম'।
-
১৯৮২ সালের ২৬ মার্চ তিনি হৃদরোগে মারা যান।
0
Updated: 1 month ago