বিশ্বের সবচেয়ে বড় বইমেলা কোন শহরে অনুষ্ঠিত হয়?
A
লন্ডন
B
ফ্রাঙ্কফুর্ট
C
ঢাকা
D
কোলকাতা
উত্তরের বিবরণ
• ফ্রাঙ্কফুর্ট বইমেলা:
- বিশ্বের সর্ববৃহৎ বইমেলা জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হয়।
- প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালে আধুনিক ফ্রাঙ্কফুর্ট বইমেলার শুরু হলেও এর মূল গোড়াপত্তন হয়েছিল ৫০০ বছর পূর্বে ১৪৬২ খ্রিস্টাব্দে।
- প্রতি বছর অক্টোবর মাসে আয়োজিত হয় জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলা।
- বিশ্ববিখ্যাত এই বইমেলার সময়সীমা সাধারণত পাঁচ দিন।

0
Updated: 8 hours ago
ইমানুয়েল কান্ট কোন দেশের নীতিবিজ্ঞানী?
Created: 1 week ago
A
ফ্রান্স
B
জার্মানি
C
সুইডেন
D
যুক্তরাজ্য
• ইমানুয়েল কান্ট:
- ইমানুয়েল কান্টকে 'কর্তব্যমুখী নৈতিকতার' প্রবর্তক বলা হয়।
- ইমানুয়েল কান্ট একজন জার্মান নীতিবিজ্ঞানী।
- তাঁর নীতিবিদ্যার মূলকথা তিনটি যথা: সৎ ইচ্ছা, কর্তব্যের জন্য কর্তব্য এবং শর্তহীন আদেশ।
- সততার জন্য সদিচ্ছা'র কথা বলেছেন ইমানুয়েল কান্ট।
- 'কর্তব্যের জন্য কর্তব্য'-ধারণাটির প্রবর্তক ইমানুয়েল কান্ট।
• ইমানুয়েল কান্ট গুরুত্বপূর্ণ কিছু বই:
- Groundwork for Metaphysics of Morals.
- Critique of Pure Reason.
- Critique of Practical Reason.
- Critique of Judgement.

0
Updated: 1 week ago
‘সোয়াচ অব নো গ্রাউন্ড' কোথায় অবস্থিত?
Created: 1 week ago
A
পারস্য উপসাগরে
B
বঙ্গোপসাগরে
C
আরব সাগরে
D
ভূমধ্যসাগরে
সোয়াচ অব নো গ্রাউন্ড হলো খাদ আকৃতির একটি সামুদ্রিক অববাহিকা বা গিরিখাত, যা বঙ্গোপসাগরের মহীসোপানকে কৌণিকভাবে অতিক্রম করেছে।
-
এটি বঙ্গোপসাগরে অবস্থিত এবং গঙ্গা খাদ নামেও পরিচিত।
-
প্রস্থ প্রায় ৫ থেকে ৭ কিলোমিটার, তলদেশ তুলনামূলকভাবে সমতল, এবং পার্শ্ব দেয়াল প্রায় ১২ ডিগ্রি হেলানো।
-
মহীসোপানের কিনারায় খাদের গভীরতা প্রায় ১,২০০ মিটার।
-
বঙ্গীয় ডিপ সি ফ্যান গবেষণায় দেখা গেছে যে, সোয়াচ অব নো গ্রাউন্ড অবক্ষেপপূর্ণ ঘোলাটে স্রোত এনে বেঙ্গল ফ্যানে ফেলে।
-
বেঙ্গল ফ্যানের অধিকাংশ পলল গঙ্গা-ব্রহ্মপুত্র সঙ্গমস্থলে উদ্ভূত।
-
সোয়াচ অব নো গ্রাউন্ড বঙ্গোপসাগরের ১৪ কিলোমিটার প্রশস্ত গভীর সমুদ্রের উপত্যকা।
-
এই উপত্যকার গভীরতম রেকর্ড করা অঞ্চল প্রায় ১৩৫০ মিটার।
-
সাবমেরিন উপত্যকাটি বেঙ্গল ফ্যান বা বঙ্গ পাখার অংশ, যা বিশ্বের বৃহত্তম সাবমেরিন পাখা হিসেবে পরিচিত।
উৎস:

0
Updated: 1 week ago
বর্তমানে বিশ্বে স্বাধীন দেশের সংখ্যা কত?
Created: 8 hours ago
A
১৯২
B
১৯৩
C
১৯৪
D
১৯৫
বর্তমানে বিশ্বে স্বাধীন দেশের সংখ্যা:
- জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বের মোট ১৯৫টি স্বীকৃত দেশ আছে।
- এর মধ্যে ১৯৩টি দেশ জাতিসংঘের সদস্য রাষ্ট্র।
- দুটি দেশ সদস্য নয়।
- এরা পর্যবেক্ষক রাষ্ট্র – ভ্যাটিকান সিটি এবং প্যালেস্টাইন রাষ্ট্র।

0
Updated: 8 hours ago