বিশ্বের সবচেয়ে বড় বইমেলা কোন শহরে অনুষ্ঠিত হয়?
A
লন্ডন
B
ফ্রাঙ্কফুর্ট
C
ঢাকা
D
কোলকাতা
উত্তরের বিবরণ
ফ্রাঙ্কফুর্ট বইমেলা বিশ্বের অন্যতম বৃহত্তম ও প্রসিদ্ধ আন্তর্জাতিক বইমেলা, যা জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হয়।
-
প্রতিষ্ঠা: মূলত ১৪৬২ খ্রিস্টাব্দে, তবে আধুনিক মেলা শুরু হয় ১৯৪৯ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর।
-
আয়োজনকাল: প্রতি বছর অক্টোবর মাসে অনুষ্ঠিত হয়।
-
মেয়াদ: সাধারণত মেলার সময়সীমা পাঁচ দিন।
-
বিশ্বখ্যাতি: এটি বিশ্বের সর্ববৃহৎ বইমেলা এবং আন্তর্জাতিক প্রকাশক ও লেখকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
0
Updated: 1 month ago
বাংলাদেশের সরকারপ্রধান হলেন-
Created: 2 months ago
A
রাষ্ট্রপতি
B
সেনাপ্রধান
C
প্রধান বিচারপতি
D
প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর পদমর্যাদা
-
রাষ্ট্রপতি সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সাংসদকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন।
-
বাংলাদেশে প্রধানমন্ত্রী হচ্ছেন সরকারপ্রধান এবং সরকারের প্রধান নির্বাহী কর্মকর্তা।
-
তিনি সংসদ নেতা ও মন্ত্রিসভার প্রধান, একইসাথে মন্ত্রিসভা গঠন করার দায়িত্বও তাঁর ওপর বর্তায়।
-
প্রধানমন্ত্রী পদত্যাগ করলে বা সংসদের আস্থা হারালে সরকারের পতন ঘটে।
-
দেশের সংসদীয় শাসনব্যবস্থা প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচালিত হয়ে থাকে।
-
সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রীর পদ মর্যাদা অত্যন্ত উচ্চ।
-
যদিও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন, তবুও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য সম্পাদন করেন।
-
প্রধানমন্ত্রী মন্ত্রিসভার মূল স্তম্ভ এবং তিনি অত্যন্ত মর্যাদাপূর্ণ পদে অধিষ্ঠিত।
-
সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী তাঁর শাসন পরিচালনার জন্য সংসদের কাছে দায়বদ্ধ।
উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম ও দশম শ্রেণি
0
Updated: 2 months ago
জাতীয় বাজেট ২০২৫-২৬ অনুযায়ী, অনুমিত মুদ্রাস্ফীতির হার কত?
Created: 2 months ago
A
৫.০%
B
৫.২%
C
৬.৫%
D
৬.৯%
জাতীয় বাজেট ২০২৫-২৬:
- বাজেটের ক্রম: ৫৪তম (অন্তবর্তীকালীনসহ ৫৫তম)।
- বাজেটের শিরোনাম: 'বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়'।
- বাজেট উত্থাপনকারী: ড. সালেহউদ্দিন আহমেদ (অর্থ উপদেষ্টা)।
- বাজেট উত্থাপন: ২ জুন, ২০২৫।
- অনুমোদন হয় : ২২ জুন, ২০২৫।
- কার্যকর হয়: ১ জুলাই, ২০২৫।
- জিডিপির আকার: ৬২ লাখ ৪৪ হাজার ৫৭৮ কোটি টাকা।
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৫%।
- বাজেটের আকার: ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।
- অনুদান ব্যতিত বাজেট ঘাটতি: ২ লাখ ২৬ হাজার কোটি টাকা।
- অনুদান সহ বাজেট ঘাটতি: ২,২১,০০০ কোটি টাকা।
- সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত (পরিচালন ও উন্নয়ন বাজেট): জনপ্রশাসন।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ।
- অনুন্নয়ন (পরিচালন) বাজেটে সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত: সুদ।
- মাথাপিছু আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২ লাখ ৩০ হাজার কোটি টাকা (জিডিপির ৩.৭%)।
- উন্নয়ন বাজেটে বরাদ্দের পরিমাণ: ২,৪৫,৬০৯ কোটি টাকা।
- অনুমিত মুদ্রাস্ফীতির হার: ৬.৫%।
0
Updated: 2 months ago
Which is the first Geographical Indication (GI) product of Bangladesh?
Created: 1 month ago
A
Jamdani Saree
B
Nakshi Kantha
C
Rajshahi Silk
D
Hilsa Fish
জিআই (GI):
- জিআই (GI) এর পূর্ণরূপ হলো Geographical indication
- জাতিসংঘের সংস্থা WIPO হলো জিআই পণ্যের স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান।
- ভৌগোলিক নির্দেশক হচ্ছে একটি প্রতীক বা চিহ্ন, যা পণ্য ও সেবার উৎস, গুণাগুণ ও সুনাম ধারণ এবং প্রচার করে।
- কোনো দেশের আবহাওয়া ও পরিবেশ যদি কোনো পণ্য উৎপাদনের ক্ষেত্রে বিশেষ কোনো গুরুত্ব রাখে, সেই দেশের সংস্কৃতির সঙ্গে যদি বিষয়টি সম্পর্কিত হয়, তাহলে সেটাকে সে দেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
- দেশের প্রথম জিআই পণ্য হিসেবে নিবন্ধন পায় জামদানি।
সূত্র: পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর ওয়েবসাইট ও প্রথম আলো।
0
Updated: 1 month ago