"ই-৮" কি?
A
৮ টি দরিদ্র দেশ
B
৮টি ধনী দেশ
C
৮টি পরিবেশ দূষণকারী দেশ
D
৮টি শিল্পোন্নত দেশ
উত্তরের বিবরণ
E-8 হলো পরিবেশ দূষণকারী আটটি দেশের একটি আন্তর্জাতিক গোষ্ঠী, যা পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে কাজ করে।
-
উদ্দেশ্য: বিশ্বব্যাপী পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং দূষণ কমানো।
-
কার্যক্রম: পরিবেশ দূষণকারীদের জন্য বিভিন্ন আইন প্রণয়ন ও নীতি প্রবর্তন।
-
বিশ্বে অবদান: এই দেশগুলো বিশ্বের সর্বাধিক কার্বন ও গ্রিনহাউস গ্যাস নিঃসরণের জন্য দায়ী।
-
E-8 ভুক্ত দেশসমূহ:
-
মার্কিন যুক্তরাষ্ট্র
-
ইউরোপীয় ইউনিয়ন
-
জাপান
-
রাশিয়া
-
চীন
-
ভারত
-
ব্রাজিল
-
দক্ষিণ আফ্রিকা
-
অন্য গোষ্ঠীসমূহের তুলনা:
-
G-7: শিল্পোন্নত সাতটি দেশের জোট।
-
D-8: উন্নয়নশীল আটটি দেশের জোট।
0
Updated: 1 month ago
NATO- এর বর্তমান মহাসচিব কে? (আগস্ট-২০২৫)
Created: 2 months ago
A
রাশিদ অলিমিভ
B
মার্ক রুট
C
জাৰ্গেন স্টর্ক
D
ফিলিপ্পো গ্রান্ডি
The North Atlantic Treaty Organization (NATO)
-
প্রতিষ্ঠা: ১৯৪৯ সালে, একটি সামরিক জোট হিসেবে।
-
সদস্য রাষ্ট্রের সংখ্যা: ৩২টি।
-
সদরদপ্তর:
-
শুরুতে: লন্ডন
-
১৯৫২ সালে স্থানান্তরিত: প্যারিস
-
১৯৬৭ সালে স্থানান্তরিত: ব্রাসেলস
-
-
মহাসচিব: ১ অক্টোবর ২০২৪ থেকে মার্ক রুট দায়িত্ব গ্রহণ করেছেন, যিনি জোটের ১৪তম মহাসচিব।
-
সর্বশেষ সদস্য: সুইডেন (২০২৪)
উৎস: নাটো ওয়েবসাইট
0
Updated: 2 months ago
ইরাকের রাজধানী শহর-
Created: 1 month ago
A
কারবালা
B
আল-কাদিসিয়াহ
C
বাগদাদ
D
সুলিমানিয়া
ইরাক দক্ষিণ-পশ্চিম এশিয়ার একটি আরব দেশ, যা আরব বিশ্বের পূর্বতম অংশে অবস্থিত। এটি অক্ষাংশের দিক থেকে দক্ষিণ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তুলনীয় অবস্থানে রয়েছে। দেশটি ভূ-রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থান গ্রহণ করেছে এবং পারস্য উপসাগরের উত্তর প্রান্তে একটি ছোট উপকূলরেখা রয়েছে। রাজধানী বাগদাদ প্রাচীন মেসোপটেমিয়ার কেন্দ্রস্থলে, টাইগ্রিস নদীর তীরে অবস্থিত।
-
অবস্থান: দক্ষিণ-পশ্চিম এশিয়া, আরব বিশ্বের পূর্বতম অংশ
-
সীমান্তবর্তী দেশসমূহ:
-
উত্তরে: তুরস্ক
-
পূর্বে: ইরান
-
পশ্চিমে: সিরিয়া ও জর্ডান
-
দক্ষিণে: সৌদি আরব ও কুয়েত
-
-
উপকূলরেখা: পারস্য উপসাগরের উত্তর প্রান্তে ৩৬ মাইল (৫৮ কিমি) দীর্ঘ
-
রাজধানী: বাগদাদ, টাইগ্রিস নদীর তীরে
0
Updated: 1 month ago
সূর্যের পৃষ্ঠের আনুমানিক তাপমাত্রা কত?
Created: 1 month ago
A
৪৫০০° সেলসিয়াস
B
৪৮০০° সেলসিয়াস
C
৬০০০° সেলসিয়াস
D
৭৫০০° সেলসিয়াস
সূর্য (Sun):
সূর্য হলো সৌরজগতের কেন্দ্রীয় নক্ষত্র, যা নিজস্ব আলো ও তাপ দ্বারা আলোড়িত হয়ে সৌরজগতের সকল গ্রহকে প্রভাবিত করে।
-
সূর্য একটি নক্ষত্র।
-
সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ৬০০০° সেলসিয়াস।
-
পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব প্রায় ১৫ কোটি কিলোমিটার।
-
সূর্যের বিকিরিত মোট তাপের প্রায় ২০০ কোটি ভাগের ১ ভাগ পৃথিবীতে পৌঁছায়।
-
আলোর গতি প্রতি সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার।
-
সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় ৮.৩২ মিনিট বা ৮ মিনিট ১৯ সেকেন্ড।
0
Updated: 1 month ago