সংবিধানের কত অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশ সরকারী কর্মকমিশন গঠিত হয়?
A
১৩৭ অনুচ্ছেদ
B
১৩৮ অনুচ্ছেদ
C
১১১ অনুচ্ছেদ
D
১৩৯ অনুচ্ছেদ
উত্তরের বিবরণ
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) সংবিধানের একটি সাংবিধানিক সংস্থা, যা সরকারি চাকরি ও পদে নিয়োগ প্রক্রিয়ার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
প্রতিষ্ঠা: সংবিধানের ১৩৭ নং অনুচ্ছেদ অনুযায়ী।
-
উদ্দেশ্য: সরকারি চাকুরি ও পদে নিয়োগ প্রদান, পদোন্নতি, পদায়ন, বদলি, শৃঙ্খলা ও আপিলের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ।
-
নিয়োগ: রাষ্ট্রপতি কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ দেন।
-
শপথ: প্রধান বিচারপতি কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদসমূহ:
-
১৩৭ নং – সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠা
-
১৩৮ নং – সরকারি কর্ম কমিশনের সদস্য নিয়োগ
-
১৩৯ নং – সরকারি কর্ম কমিশনের সদস্যপদের মেয়াদ
-
১৪০ নং – সরকারি কর্ম কমিশনের দায়িত্ব
-
১৪১ নং – বার্ষিক রিপোর্ট জমা দেওয়ার প্রক্রিয়া
অতিরিক্ত তথ্য:
-
১১১ নং অনুচ্ছেদ সম্পর্কিত – সুপ্রীম কোর্টের রায়ের বাধ্যতামূলক কার্যকরতা।
0
Updated: 1 month ago
নিচের কোনটি জলবায়ুর নিয়ামক নয়?
Created: 1 month ago
A
সমুদ্রস্রোত
B
জলোচ্ছ্বাস
C
অক্ষাংশ
D
বায়ুপ্রবাহ
জলবায়ু হলো কোনো নির্দিষ্ট স্থানের সুদীর্ঘ সময়ের আবহাওয়ার গড় বা সামগ্রিক অবস্থা, সাধারণত ৩০–৩৫ বছরের পর্যবেক্ষণের ভিত্তিতে নির্ণীত। এটি বৃহৎ এলাকায় প্রযোজ্য হয় এবং দৈনিক আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সরাসরি পরিবর্তিত হয় না।
• জলবায়ুর সংজ্ঞা: কোনো স্থানের দীর্ঘমেয়াদী আবহাওয়ার গড় বা সামগ্রিক অবস্থা।
• এটি সাধারণত বৃহৎ এলাকা জুড়ে নির্ণীত হয়।
• জলবায়ুর পরিবর্তন নির্ভর করে আবহাওয়ার পরিবর্তনের উপর, তবে প্রতিদিনের ব্যবধানে কোনো অঞ্চলের জলবায়ু বদলায় না।
জলবায়ুর নিয়ামক:
পৃথিবীর সব অঞ্চলের জলবায়ু একরকম নয়; কোনো অঞ্চল উষ্ণ, কোনো অঞ্চল শীতল; কোনো স্থান বৃষ্টিবহুল, আবার কোনো স্থান বৃষ্টিহীন। এই পার্থক্য বিভিন্ন ভৌগোলিক কারণের কারণে হয়। এই কারণগুলোকে জলবায়ুর নিয়ামক বলা হয়।
• প্রধান জলবায়ুর নিয়ামক:
-
অক্ষাংশ
-
উচ্চতা
-
সমুদ্র থেকে দূরত্ব
-
বায়ুপ্রবাহ
-
বনভূমি
-
সমুদ্রস্রোত
-
পর্বতের অবস্থান
-
ভূমির ঢাল ও মৃত্তিকা
অন্যদিকে, জলোচ্ছ্বাস (Tidal Bore) হলো একটি প্রাকৃতিক ঘটনা, যা সংকীর্ণ ও অগভীর নদীপথ বা মোহনায় প্রবল জোয়ারের সময় সৃষ্ট প্রাচীরাকৃতির উত্থিত তরঙ্গ হিসেবে দেখা দেয়। এটি নদীর স্রোতের বিপরীতে অগ্রসর হওয়ার চেষ্টা করে, ফলে জলোচ্ছ্বাসের পানি প্রাচীরের মতো উঁচু হয়ে ওঠে।
0
Updated: 1 month ago
Which of the following countries is not a member of BIMSTEC?
Created: 4 weeks ago
A
Thailand
B
Myanmar
C
Maldives
D
India
মালদ্বীপ BIMSTEC-এর সদস্য নয়। এটি একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংগঠন যা বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে। নিচে এর বিস্তারিত তথ্য উপস্থাপন করা হলো—
-
BIMSTEC-এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation।
-
প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭।
-
এটি একটি বঙ্গোপসাগরীয় অর্থনৈতিক জোট, যার উদ্দেশ্য সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, জ্বালানি ও পরিবহনসহ নানা ক্ষেত্রে পারস্পরিক উন্নয়ন সাধন।
-
প্রতিষ্ঠার সময় সদস্য সংখ্যা ছিল ৪টি দেশ, পরবর্তীতে আরও দেশ যোগ হয়ে বর্তমানে এর সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৭টি।
-
বর্তমান সদস্য দেশসমূহ: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল এবং ভুটান।
0
Updated: 4 weeks ago
PRSP এর পূর্ণরূপ-
Created: 1 month ago
A
Poverty Elimination Strategic Plan
B
Poverty Reduction Strategy Paper
C
Poverty Strategic Document Paper
D
Poverty Strategic Revenue Plan
দারিদ্র বিমোচন কৌশল পত্র (PRSP) হলো দারিদ্র্য কমানোর জন্য একটি নীতি এবং পরিকল্পনার দলিল, যা নিম্ন আয়ের দেশগুলো তাদের অভ্যন্তরীণ নীতি ও উন্নয়ন সহযোগিতার মাধ্যমে প্রণয়ন করে।
তথ্যসমূহ:
-
PRSP এর পূর্ণরূপ হলো Poverty Reduction Strategy Paper।
-
২০০৩ সালে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন পিআরএসপি (IPRSP) প্রথম প্রণয়ন করে।
-
২০০৫ সালে বাংলাদেশ প্রথম PRSP প্রণয়ন করে।
-
২০০৮ সালের অক্টোবর মাসে ২০০৫ সালে প্রণীত দলিলটি হালনাগাদ করা হয়।
0
Updated: 1 month ago