সংবিধানের কত অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশ সরকারী কর্মকমিশন গঠিত হয়?
A
১৩৭ অনুচ্ছেদ
B
১৩৮ অনুচ্ছেদ
C
১১১ অনুচ্ছেদ
D
১৩৯ অনুচ্ছেদ
উত্তরের বিবরণ
• বাংলাদেশ
সরকারি কর্ম কমিশন:
- বাংলাদেশ সরকারি কর্মকমিশন সংবিধানের ১৩৭ নং অনুচ্ছেদ অনুযায়ী গঠিত।
উল্লেখ্য,
- বাংলাদেশ সরকারি কর্ম কমিশন প্রধানত
বিভিন্ন সরকারি চাকুরি ও পদে নিয়োগ
দানের লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি সাংবিধানিক সংস্থা।
- সংস্থাটি সরকারি কর্মচারীদের পদোন্নতি, পদায়ন, বদলি, শৃঙ্খলা ও আপিলের মতো
বিষয়ের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সঙ্গেও জড়িত।
- বাংলাদেশের রাষ্ট্রপতি কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগ
প্রদান করেন।
- সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ও সদস্যদের শপথ
বাক্য পাঠ করান প্রধান
বিচারপতি।
• বাংলাদেশের সংবিধানের পাঁচটি অনুচ্ছেদ সংবলিত একটি অধ্যায়ে কমিশনের গঠনপ্রণালী ও কার্যাবলি নির্দেশিত হয়েছে:
- ১৩৭ নং: সরকারি কর্ম কমিশন-প্রতিষ্ঠা।
- ১৩৮ নং: সরকারি কর্ম কমিশনের সদস্য-নিয়োগ।
- ১৩৯ নং: সরকারি কর্ম কমিশনের সদস্যপদের মেয়াদ।
- ১৪০ নং: সরকারি কর্ম কমিশনের দায়িত্ব।
- ১৪১ নং: সরকারি কর্ম কমিশন বার্ষিক রিপোর্ট কিভাবে জমা দিবে তার কথা উল্লেখ রয়েছে।
অন্যদিকে,
১১১ অনুচ্ছেদ হলো: সুপ্রীম কোর্টের রায়ের বাধ্যতামূলক কার্যকরতা।

0
Updated: 7 hours ago
‘নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংযুক্ত রয়েছে?
Created: 1 week ago
A
বৌদ্ধধর্ম
B
খ্রিষ্টধর্ম
C
ইহুদীধর্ম
D
জৈন ধর্ম
নির্বাণ লাভ হলো বৌদ্ধধর্মের প্রধান লক্ষ্য, যা জীবনের দুঃখ থেকে চিরমুক্তি এবং পরম শান্তি অর্জনের প্রক্রিয়া নির্দেশ করে।
-
গৌতম বুদ্ধের প্রচারিত ধর্মের মূল লক্ষ্য হলো নির্বাণ লাভ।
-
নির্বাণের অর্থ হলো সম্পূর্ণরূপে নির্বাপিত হওয়া।
-
বৌদ্ধধর্মের মূল উদ্দেশ্য হলো ভবচক্র বা জন্ম-মৃত্যুর ক্রমাবর্তন থেকে দুঃখমুক্তি লাভ করা।
-
নির্বাণ হলো শান্ত ও সুখকর, এবং এর স্বভাব হলো দুঃখের উপশম।
-
কামনার বশবর্তী জীবগণ ভব থেকে ভবান্তরে জন্ম নিয়ে অশেষ দুঃখভোগ করে।
-
তৃষ্ণা থেকে মুক্তি পেলে দুঃখের নিরোধ ঘটে।
-
যিনি এই ভবচক্র থেকে মুক্ত, তিনি নির্বাণগামী হতে পারেন।
-
অতএব, তৃষ্ণাক্ষয়ের মাধ্যমে জন্ম-মৃত্যুর দুঃখময় ভবচক্রের পূর্ণ নিরোধই নির্বাণ।
উৎস:

0
Updated: 1 week ago
'Soft Loan Window' নামে পরিচিত কোনটি?
Created: 2 weeks ago
A
MIGA
B
IBRD
C
IMF
D
IDA
IDA:
- IDA এর পূর্ণরূপ International Development Association.
- তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে।
- যার কারণে IDA কে 'Soft Loan Window' বলা হয়।
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।
- IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৫টি। (আগস্ট, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭২ সালে IDA এর সদস্যপদ লাভ করে।
তথ্যসূত্র - IDA অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 2 weeks ago
চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম কী?
Created: 1 week ago
A
আফ্রিদি
B
উইঘুর
C
মাওরি
D
পিগমি
উইঘুর মুসলিম হলো চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসরত একটি জাতিগোষ্ঠী, যারা ইসলাম ধর্মাবলম্বী।
-
চীন সরকার বিচ্ছিনতাবাদ ও সন্ত্রাসবাদের অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে উইঘুর মুসলিম সম্প্রদায়ের উপর দমন ও নির্যাতন চালিয়ে আসছে।
অন্য উল্লেখযোগ্য জাতিগোষ্ঠী:
-
আফ্রিদি জাতি: পাকিস্তান ও আফগানিস্তানে বসবাসরত উপজাতি।
-
মাওরি জাতি: নিউজিল্যান্ড ভূখণ্ডের আদিবাসী একটি পলিনেশীয় জাতি।
-
পিগমি: আফ্রিকার খর্বাকার জাতি।
উৎস:

0
Updated: 1 week ago