কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকার পেয়েছে?
A
আমেরিকা
B
অস্ট্রেলিয়া
C
নেপাল
D
নিউজিল্যান্ড
উত্তরের বিবরণ
• মহিলারা প্রথম ভোটাধিকার প্রাপ্ত দেশ:
- বিশ্বে সর্বপ্রথম ১৮৯৩ সালে নিউজিল্যান্ডের নারীরা ভোটাধিকার লাভ করে।
- ১৯০২ সালে - অস্ট্রেলিয়া,
- ১৯০৬ সালে - ফিনল্যান্ড এবং
- ১৯১৫ সালে ডেনমার্কের নারীরা ভোটাধিকার লাভ করে।
- যুক্তরাজ্যের নারীরা ১৯১৮ সালে প্রথম শর্ত সাপেক্ষে এবং ১৯২০ যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার লাভ করে।
- মুসলিম দেশগুলোর মধ্যে ১৯১৮ সালে কিরগিজস্তানের নারীরা প্রথম ভোটাধিকার লাভ করে। ১৯৩০ সালে তুর্কি নারীরা এবং ১৯৪৯ সালে আরববিশ্বে প্রথম সিরিয়ার নারীরা ভোটাধিকার লাভ করে।
- পাকিস্তান, ভারত ও বাংলাদেশের নারীরা ভোটাধিকার লাভ করে যথাক্রমে ১৯৪৭, ১৯৫০ এবং ১৯৭২ সালে।

0
Updated: 7 hours ago
‘নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংযুক্ত রয়েছে?
Created: 1 week ago
A
বৌদ্ধধর্ম
B
খ্রিষ্টধর্ম
C
ইহুদীধর্ম
D
জৈন ধর্ম
নির্বাণ লাভ হলো বৌদ্ধধর্মের প্রধান লক্ষ্য, যা জীবনের দুঃখ থেকে চিরমুক্তি এবং পরম শান্তি অর্জনের প্রক্রিয়া নির্দেশ করে।
-
গৌতম বুদ্ধের প্রচারিত ধর্মের মূল লক্ষ্য হলো নির্বাণ লাভ।
-
নির্বাণের অর্থ হলো সম্পূর্ণরূপে নির্বাপিত হওয়া।
-
বৌদ্ধধর্মের মূল উদ্দেশ্য হলো ভবচক্র বা জন্ম-মৃত্যুর ক্রমাবর্তন থেকে দুঃখমুক্তি লাভ করা।
-
নির্বাণ হলো শান্ত ও সুখকর, এবং এর স্বভাব হলো দুঃখের উপশম।
-
কামনার বশবর্তী জীবগণ ভব থেকে ভবান্তরে জন্ম নিয়ে অশেষ দুঃখভোগ করে।
-
তৃষ্ণা থেকে মুক্তি পেলে দুঃখের নিরোধ ঘটে।
-
যিনি এই ভবচক্র থেকে মুক্ত, তিনি নির্বাণগামী হতে পারেন।
-
অতএব, তৃষ্ণাক্ষয়ের মাধ্যমে জন্ম-মৃত্যুর দুঃখময় ভবচক্রের পূর্ণ নিরোধই নির্বাণ।
উৎস:

0
Updated: 1 week ago
CAMELS মডেল মূলত কোন খাতের মূল্যায়নে ব্যবহৃত হয়?
Created: 4 days ago
A
Capital Adequacy
B
Cash Flow
C
Current Ratio
D
Collateral Value
CAMELS সম্পর্কিত তথ্য নিম্নরূপ:
CAMELS ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের আর্থিক স্বাস্থ্য ও ঝুঁকি মূল্যায়নের একটি পদ্ধতি। এতে ছয়টি মানদণ্ড বিবেচনা করা হয়।
-
Capital Adequacy (মূলধনের পর্যাপ্ততা): কোনো ব্যাংকের কাছে যথেষ্ট মূলধন আছে কিনা তা বোঝায়, যা দিয়ে তারা আর্থিক ক্ষতি, ঋণ খেলাপি বা বাজার ঝুঁকির মতো পরিস্থিতি সামাল দিতে পারবে। মূলধন যত বেশি মজবুত হবে, ব্যাংক তত বেশি নিরাপদ ও স্থিতিশীল থাকবে। এই মূল্যায়ন ব্যাংকের দীর্ঘমেয়াদি টিকে থাকা এবং গ্রাহকের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করে।
-
Asset Quality (সম্পদের মান): ব্যাংকের সম্পদ বা ঋণের মান।
-
Management Quality (ব্যবস্থাপনার মান): ব্যাংকের পরিচালন দক্ষতা ও নীতি।
-
Earnings (আয়): ব্যাংকের আয় এবং লাভজনকতা।
-
Liquidity (তরলতা): ব্যাংকের অর্থ বা নগদ প্রবাহের সহজলভ্যতা।
-
Sensitivity to Market Risk (বাজার ঝুঁকির প্রতি সংবেদনশীলতা): ব্যাংকের বাজার ঝুঁকির প্রতি প্রতিক্রিয়া বা সংবেদনশীলতা।
CAMELS এর পূর্ণরূপ:
C = Capital Adequacy
A = Asset Quality
M = Management Quality
E = Earnings
L = Liquidity
S = Sensitivity to Market Risk

0
Updated: 4 days ago
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়?
Created: 1 week ago
A
১৫ সেপ্টেম্বর
B
২৫ এপ্রিল
C
২২ মে
D
১৫ নভেম্বর
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয় প্রতি বছর ১৫ সেপ্টেম্বর।
-
এই দিবসের ঘোষণা জাতিসংঘ ২০০৭ সালের ১৫ সেপ্টেম্বর দেয়।
-
এরপর থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্যোগে প্রতিবছর দিবসটি পালিত হয়ে আসছে।
জাতিসংঘের অন্যান্য গুরুত্বপূর্ণ নির্ধারিত দিবস:
-
২১ মার্চ: আন্তর্জাতিক বর্ণবৈষম্য দূরীকরণ দিবস
-
২৫ এপ্রিল: বিশ্ব ম্যালেরিয়া দিবস
-
২২ মে: বিশ্ব জীববৈচিত্র্য দিবস
উৎস:

0
Updated: 1 week ago